![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তোমাকে দিয়েছিলাম আমার বোতাম ছেঁড়া শার্ট,
তোমাকে দিয়েছিলাম বুকে লুকিয়ে রাখা অসুস্থ হৃদযন্ত্র
তোমাকে দিয়েছিলাম একুশটি লাল গোলাপ, একাত্তরটি অর্কিড
তোমাকে দিয়েছিলাম ইকোনো বলপেনে নীলখামে লেখা চিঠি
তুমি পড়নি সে প্রেমের আহবান, ছুঁড়ে ফেলেছ অর্কিড
ছিন্নভিন্ন করেছ গোলাপের পাঁপড়ি, রক্তাক্ত করেছ হৃদযন্ত্র
এক সামরিক চিৎকারে স্তব্ধ করেছ ভালোবাসার বিউগল
এখানে এখন, স্পন্দনহীন ইসিজির ফ্ল্যাট ওয়েভের একটানা সুর!
নিরন্তর বেজেই চলেছে! তুমি নিষ্ঠুর, কিংবা নিষ্ঠুরতমা!
তবুও,
আমি ঘৃণা করতে শিখিনি এখনো তোমাকে, অথচ!
তোমার প্রস্থান আমাকে ভুলে যাওয়ার রোগী বানিয়েছে!
ফিরিয়ে দাও আমার নীলখামের চিঠি, বোতাম ছেড়া শার্ট
আমার আবেগে জড়ানো লাল গোলাপ আর তোমার মত বহুরূপী অর্কিড
এতদিন রয়েছে তোমার কাছে, সুবাসিত হয়েছে তোমার সুরভীতে
আমি গন্ধ নেব, ব্লাড হাউন্ডের মত, তোমার আদুরে সৌরভের
ফির স্পর্শ করে অনুভব করব তোমার ছোঁয়া অথবা ছুঁয়ে যাওয়া!
আমি স্খলিত হতে চাই ফির, সেই তোমার সুরভীতে!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২
সানড্যান্স বলেছেন: হাহাহাহাহ!!!! ধন্যবাদ অপু ভাই।
বোতাম ছেঁড়া শার্ট না দিলে নতুন একটা কিনে দিক!!
আপনাকেও ভ্যালেন্টাইনের শুভেচ্ছা!!!
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
শাপলা নেফারতিথী বলেছেন: সুন্দর...!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, নেফারতিতি
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ফিরিয়ে দাও আমার নীলখামের চিঠি, বোতাম ছেড়া শার্ট
আমার আবেগে জড়ানো লাল গোলাপ আর তোমার মত বহুরূপী অর্কিড
চমৎকার লিখেছেন কবি ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ গুরু। শুভকামনা রইল!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০
সকাল রয় বলেছেন:
কেউ কেউ এমনি কবিতার মতো হয়। ভাবতে নেই।
কবিতায় কবির আচ্ছন্ন আকুতি!
ভালো লাগা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, আপনাকে শুভকামনা রইল!
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এক সামরিক চিৎকারে স্তব্ধ করেছ ভালোবাসার বিউগল
ভালো লাগা ++
আমার ব্লগে বেড়াতে আসুন একসময় ।
ভালো থাকুন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সানড্যান্স বলেছেন: গিয়েছিলাম। আগে কখনো দেখিনি বলে লজ্জা পেয়েছি। এমন কেন হল বুঝলাম না।
অনেক ধন্যবাদ। আপনাকেও ভালো লাগা।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫
আফ্রি আয়েশা বলেছেন: কবিতায় ভালো লাগা
শুভকামনা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, আপনাকেও শুভ কামনা!
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯
নোমান নমি বলেছেন: এইটা ভালো হইছে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সানড্যান্স বলেছেন: সব গুলাই ভাল হয়, তোর হিংসা লাগে, আমি বুঝি
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
জেরিফ বলেছেন: ফিরিয়ে দাও আমার নীলখামের চিঠি, বোতাম ছেড়া শার্ট
আমার আবেগে জড়ানো লাল গোলাপ আর তোমার মত বহুরূপী অর্কিড
ভালো লাগা , সাথে ভালবাসা রইল
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ জেরিফ! ভালো আছ?
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
জেরিফ বলেছেন: হুম আছি ভাই । আপনার কেমন চলছে ?
আশা রাখি ভালো চলুক প্রত্যহ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
সানড্যান্স বলেছেন: ভাল না, দেশ স্বাধীন হওয়ার পরে এরকম অর্থ কষ্টে পরি নাই
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
রূপা কর বলেছেন: ভালো লাগা কবিতায়
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপু! স্বাগতম আমার ব্লগে!
ভাল থাকুন!
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
বেলা শেষে বলেছেন: Good Poem, আমার দীরঘকালের ইচ্ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
বাংলা বানান গুলো ঠিক ঠাক হলে আরো ভাল লাগত!
শত হলেও ভাষার মাস!!
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
ক্লান্ত তীর্থ বলেছেন: তোমার প্রস্থান আমাকে ভুলে যাওয়ার রোগী বানিয়েছে!
-সহমত!
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৬
অপু তানভীর বলেছেন: মাইয়া বদ আছে। বোতাম ছেঁড়া শার্ট ফেরত দিতো না!!

হ্যাপি ভ্যালেন্টাইন!!!