![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
এই শহরের ত্রিসীমানায় কোন মফস্বল নেই, গ্রাম নেই
অথচ শহর ভর্তি মফস্বলের মানুষ, নীরিহ একদল মানুষ
জীবনের তাগিদে-জীবিকার তাগিদে, জীবনের উদ্দীপনায়!
এ শহরের রাতের আকাশ ধূলোময়, সেখানে তারাগুলো অস্তিত্বহীন
বড্ড ব্যর্থ এই শহরের প্রেমিকেরা, অনন্ত-অসীম হাহাকারে বিলীন
এ শহরে অফিস শেষে এফ প্রিমিওতে বাড়ি ফেরে একজন গৃহকর্তা
একি শহরে বারজনের লেগুনায় বেলা শেষে বাড়ি ফেরে চব্বিশজন!
এই শহরের দামী রেষ্টুরেন্টগুলো রান্না জানেনা, বড্ড বাজে তার খাবার
অথচ কিছু অভুক্তেরা আগের রাতের বিয়ের বাসি খাবার খায় তৃপ্তি নিয়ে!
এখানে তাদের বিনোদন টিভি শো-রুমের বাইরে দেশের বিজয় দেখে!
তারা ভয় পায় চিড়িয়াখানায় অভুক্ত রুগ্ন রয়েল বেঙ্গল টাইগার দেখে!
এখানে বাতাস সীসাময়, তবু এখানে বেচেঁ থাকার সুখে লম্বা শ্বাস নেয় কেউ,
আসক্ত সীসা তাদের ফিরে ফিরে টেনে আনে, তারা বুক ভরে নিঃশ্বাস নেয়!
তারা কেউ কেউ অল্পতে বেশ খুব খুশি হয়, কেউ মন খারাপ করে অন্যায্যতায়!
ভাবে, হয়ত তার প্রাপ্য আরো বেশী ছিল, নিশ্চই তাকে কেউ ঠকিয়েছে!
প্রিয় ঢাকা, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুরতমা, তুমি বিষাক্ত পয়জন আইভি!
খুব সম্ভবত একারনেই তোমাতে আসক্ত, এইসব মানুষেরা!
জানো তো?
মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৫
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ জেরিফ!!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উপলব্ধি।+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ গুরু!
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: শেষের দিকে আরো অসাধারণ।।।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
সানড্যান্স বলেছেন: আমি আপনাদের মত আরো ভাল লিখতে চাই দাদা, অনুপ্রেরনায় ধন্যবাদ!
আপনার প্রতি ভালো লাগা রইল!
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
এরিস বলেছেন: এই শহরের দামী রেষ্টুরেন্টগুলো রান্না জানেনা, বড্ড বাজে তার খাবার
অথচ কিছু অভুক্তেরা আগের রাতের বিয়ের বাসি খাবার খায় তৃপ্তি নিয়ে!
এখানে তাদের বিনোদন টিভি শো-রুমের বাইরে দেশের বিজয় দেখে!
তারা ভয় পায় চিড়িয়াখানায় অভুক্ত রুগ্ন রয়েল বেঙ্গল টাইগার দেখে!
এই নগরী নিয়ে কতজনে কত কবিতা লিখে গেল! ঢাকা ভালবাসার শহর!!
কবিতায় ভাল লাগা সানড্যান্স।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
সানড্যান্স বলেছেন: আমাদের ভালোবাসার নগর, সব অপরাধ ক্ষমা করে প্রিয় এই শহর আমার, আমাদের!!
অনেক ধন্যবাদ এরিস!!
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
আশকারি রহমান বলেছেন: মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!!
অসাধারণ !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
সানড্যান্স বলেছেন: থ্যানক্স কিডো!!!
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
আফ্রি আয়েশা বলেছেন:
//মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!! // - চমৎকার লাইন ।
তবুও কেউ কেউ থেকে যায় , যারা মনে রেখে দিতে ভালোবাসে
কবিতাটা পড়ে চেনা প্রিয় ঢাকাকে আরেক বার চিনে নেয়া গেলো, দারুণ বর্ননা ! কবিতায় ভালো লাগা ।
শুভকামনা রইলো বাংলাদেশের প্রিয় নেরুদা-র জন্যে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ। আমি আপনাদের নোবেল এনে দিব, কবিতা লিখে কি নোবেল পাওয়া যায়? যদি যায়, তাহলে আমি এনে দিব!!!
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
বেলা শেষে বলেছেন: প্রিয় ঢাকা, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুরতমা, তুমি বিষাক্ত পয়জন আইভি!
খুব সম্ভবত একারনেই তোমাতে আসক্ত, এইসব মানুষেরা!
জানো তো?
মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!!
....true then truth...
thenk you very much for beautiful Poem.
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
সানড্যান্স বলেছেন: ভাই মনে কিছু করেন না, থ্যাঙ্কস বানান রিপিটেডলি ভুল হছে!
আসক্তি আসলে মানুষ কে ভুলে থাকতে সাহায্য করে!!!
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য!!
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭
শাপলা নেফারতিথী বলেছেন: এখানে বাতাস সীসাময়, তবু এখানে বেচেঁ থাকার সুখে লম্বা শ্বাস নেয় কেউ..
চমত্কার..
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সানড্যান্স বলেছেন: শ্বাস না নিলে কি করে বাচেঁ বলেন?
ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য!!
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯
শাপলা নেফারতিথী বলেছেন:
আপনাকে ভাইয়া বলতে হবে তাইতো..?
আর মিস হবেনা ভাইয়া..
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০১
সানড্যান্স বলেছেন: কই? সেরকম কিছু বলেছি নাকি? ব্লগের অন্যতম অসুবিধা হল এখানে চ্যাট করা যায় না, সবার সামনে সব কিছু বলাও যায় না!
কি বিপদ বলুন তো!!
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
বেশ ভাল লাগলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৫
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা!!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩২
জেরিফ বলেছেন: মানুষ আসক্তি ভালোবাসে, ভুলে থাকতে ভালোবাসে!!
অসাধারন
+++++