নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তোমাতে তৃষ্ণার্ত হই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪

শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তোমাতে তৃষ্ণার্ত হই

লিকার কম হোক, দুধ চিনি বেশী হোক আমার কোন আপত্তি নেই!

দরকার নেই কোন কাচাঁপাতির, শুধু দরকার তোমার হাতের ছোঁয়ার

সিরামিকের কাপে নয় ,সে চায়ের আকুতি তোমার ঠোঁটের পরিবেশন!

তোমার আঙ্গুলের নান্দনিকতায় সে চায়ে চামচেরা নিষ্প্রয়োজন!



শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তৃষ্ণার্ত হই!!!

উষ্ণতার জন্য তিতাস গ্যাস নয়, সেজন্য চাই তোমার স্পর্শ

ধোঁয়া ওঠার জন্য তীব্র হিট নয়, প্রয়োজন ঘন তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসের!

বাছাই করা চা পাতার দরকার নেই, তোমার আঙ্গুল যে পাতা চেনে!

আমি নাহয় তোমার বানানো সেই উত্তপ্ত চা, বহু চুমুকে চুমুকে ঠান্ডা করব, শ্রান্ত হব!!



অতঃপর, তুমি আবার নতুন করে জল চড়াবে, আমি উদ্যমী হব

নতুন করে বলব, এক কাপ চা হবে গো? আমি যে ফির তৃষ্ণার্ত!!!



আমি যে শুধু তোমার হাতের চায়ের জন্য তোমাতে তৃষ্ণার্ত!!!

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৪

অপু তানভীর বলেছেন: আমিও তৃষ্ণার্ত। কিন্তু আমারে চা খাওয়াইবে কে? :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭

সানড্যান্স বলেছেন: কেন নিশির কি হইছে?
এদিকে আরমানের বউয়ের নাম কিন্তু নিশি!
আরমান রে গুপনে জিগাইলাম অপুর নিশিরে ভাগাইলা নাকি!!!
:)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০

আফ্রি আয়েশা বলেছেন:
কবিতা হিসেবে ভালো হয়নি ... তবে আবেগ প্রকাশ টুকু ভালো হয়েছে । যার হাতের চায়ের জন্যে এই কবিতা , তিনি কবিতা টা পড়লে অবশ্যই পাল্টা আবেগী হবেন :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫

সানড্যান্স বলেছেন: সব কবিতা কি আর ভাল হয় বলেন? যেহেতু আপনারা নমস্য কবি, আপনাদের যেহেতু ভাল লাগেনি, তাহলে কারোর ই ভালো লাগার কথা নয়!!!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৪

উদাস কিশোর বলেছেন: বেশ তো !
যুগ থেকে যুগান্তরে ,
প্রেম রয় দেহ থেকে দেহান্তরে :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

সানড্যান্স বলেছেন: ধরতে পারছেন তাহলে!!! :P

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: চা সংকটে পড়ার চান্স আছে। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সানড্যান্স বলেছেন: কিরকম নায়ক সাহেব?

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা!


ভালো লাগলো, কবি!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

হুমায়ুন তোরাব বলেছেন: ভাল লাগলো । আপনে মিয়া আসলেই কবিতার বস ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

সানড্যান্স বলেছেন: থ্যানক্স তোরাব ভাই, অত বড় কিছু হই নাই এখনো, আপনি আমাকে পছন্দ করেন বলে বলছেন!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

রাসেল রহমান বলেছেন: আমারও ভালো লাগলো, কবি!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করবে আরো ভাল লিখতে!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

জেরিফ বলেছেন: আমি যে শুধু তোমার হাতের চায়ের জন্য তোমাতে তৃষ্ণার্ত!!



চমৎকার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

সানড্যান্স বলেছেন: জেরিফ তমাকে কৃতজ্ঞতা!আমার ব্লগে তোমার মত রেগুলার কেউ খুব কম ই আসে!!!

ধন্যবাদ রে ছোট ভাই!!

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

জেমস বন্ড বলেছেন: আমি নাহয় তোমার বানানো চা, বহু চুমুকে ঠান্ডা করেই দেব!


বাব্বহ ! কি লাইন দিয়েছ মাইরী । ফাটিয়ে ত পুরোই ফটফটি :P :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

সানড্যান্স বলেছেন: কবিতাটা একটু অন্যরকম, বাট বুঝতে হবে বণ্ড ভাই, নগ্নতাই অশ্লীলতা নয়!
এটা শিল্প!!!

:P :P

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

রাসেলহাসান বলেছেন: এক কাপ চা হবে গো? আমি যে ফির তৃষ্ণার্ত!!!

চা খাইতে মুঞ্চায়!!
ভাল্লাগছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

সানড্যান্স বলেছেন: কবিতার গভীরতায় অন্য অর্থ রে ভাই, বোঝেন ই তো!!!
;)

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

ইকরাম উল্যাহ বলেছেন: প্রশ্নঃ কোট "তোমাকে চুমু খেতে চাই" আনকোট । Illustrate

উত্তরঃ এই কবিতা :P

বাছাই করা চা পাতার দরকার নেই, তোমার আঙ্গুল যে পাতা চেনে! ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

সানড্যান্স বলেছেন: চুমু না রে ভাই, কবিতার ব্যাপ্তি আরো অনেক গভীর!!!

অতঃপর, তুমি আবার নতুন করে জল চড়াবে, আমি উদ্যমী হব
নতুন করে বলব, এক কাপ চা হবে গো? আমি যে ফির তৃষ্ণার্ত!!!


;)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

আশকারি রহমান বলেছেন: হ্যাটস অফ

তুমি ভাই জোস !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

সানড্যান্স বলেছেন: থ্যানক্স আশকারী, কিছু বেসিক লেসন তোমাকে আমিও দেব!


:)

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

একজন আরমান বলেছেন:
আমার দৃষ্টিতে আপনার লেখা সেরা রোম্যান্টিক কবিতা।

আর বেশি কিছু বললাম না। প্রিয়তে রাখলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

সানড্যান্স বলেছেন: তোমাকে আর নিশিকে উতসর্গ করা হল!!!
ধন্যবাদ আরমান!

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

shapnobilash_cu বলেছেন: দুধ চিনি বেশী হোক আমার কোন আপত্তি নেই!- দুধ চিনি বেশি হইলে অবশ্য আপত্তি থাকার কারণও নাই B-)

ভাল্লাগসে,,,,

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

shapnobilash_cu বলেছেন: "ধোঁয়া ওঠার জন্য তীব্র হিট নয়, প্রয়োজন তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসের!"- এই লাইনটা হওয়া উচিত, "ধোঁয়া ওঠার জন্য উনুনের আগুন নয়, প্রয়োজন তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসের!""


"আমি যে ফির তৃষ্ণার্ত"- এই লাইনটা হওয়া উচিত- "আমি যে ফের তৃষ্ণার্ত"

একটু সমালোচনা করে ফেললাম, পরামর্শ নয়। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

সানড্যান্স বলেছেন: সামনে ভুল গুলো শুধরে নেয়ার ট্রাই করব ভাইয়া।
সমালোচনা স্বাগতম!!!

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: দারুণ চা হবে !!!
হিহিহিহিহিহি..........

কবিতা ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
:)

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

অদিতি মৃণ্ময়ী বলেছেন: মাঝে মাঝে চায়ের দাওয়াত দিয়েন। :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

সানড্যান্স বলেছেন: অদিতি তুমি কি বুঝতে পারছ কবিতাটা? তুমি বোধয় বুঝ নাই, তাহলে চা চাইতে না!!

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগল। চায়ের দাওয়াত যেন আমিও পাই। :D :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

সানড্যান্স বলেছেন: আপনিও বোঝেন নাই? ঠিকাচ্ছে!! সব নারীকে চায়ের আমন্ত্রণ রইল!!

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

অনিক্স বলেছেন: ভাল্লাগছে ভাই। :( চায়ের দাওয়াত দিয়েন উনার হাতের। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৩

সানড্যান্স বলেছেন: এই ভুল কি করে করি? :p চা বানানোর মানুষ এখনো পেলাম না যে!!

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

আহমাদ জাদীদ বলেছেন: চটুল কোবতে মাইরি!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৭

সানড্যান্স বলেছেন: একটু আর কি!! বোঝেন ই তো!!!

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

আরুশা বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগল অনেক

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৮

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মিস!

ভাল থাকুন!!

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

আমি সাদমান সাদিক বলেছেন: সুন্দর হয়েছে , ভালো লাগা রইল :)

২৩| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

রহস্যময়ী কন্যা বলেছেন: ওয়াও জোস কবিতা!!!! :) :)

২৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৫

রাজু মাষ্টার বলেছেন: পিয়াসি এ মন তৃষ্ণার্ত যে তোমায় সারাক্ষণ
পিয়া তবু বুঝি চায়ের পেয়ালায় তোমার মোহনীয় সেই মিষ্টি ঠোঁটের সুবাস পাইনা......

কবিতাটা আমার নিজের ডায়রিতে জমা রাখলাম কবি ভাই !:#P

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই! :)

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৫

আমি মাধবীলতা বলেছেন: দারুণ তো !!!

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

সানড্যান্স বলেছেন: আন্তরিক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.