নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আমি জানি তুমি আসবে, তেমন ই তো কথা ছিল, তাই না?



অপেক্ষায় আছি লাভ বার্ডের জোড়াটা কিনব বলে, আমি একাকী,

ওর কেন সঙ্গী হবে?



মানিপ্ল্যান্টের লতা বারান্দার গ্রীল ছাড়িয়ে ঝুলে পড়েছে কার্ণিশে

ছাঁটা হয়নি তোমার প্রতীক্ষায়, তুমি আসবে বলেছিলে!



আমার এলোমেলো বিছানায় সুনীল-নেরুদা-র‍্যাঁবোরা গড়িয়ে আছে

আমি আর গুছিয়ে নিইনি, জানি তুমি আসবে, বকবে,

গুছিয়ে নেবে এই সংসার!



রংধনুর সব রঙের কাঁচের চুড়িতে ভরে গেছে আমার ড্রয়ার, তোমার

হাতে প্রবেশের অপেক্ষায় ধূলোময় হচ্ছে, ঠিক আমার মতন করে!

তুমি কবে আসছ?



অল্প অল্প করে জমানো টাকায় কেনা সস্তা হীরের নাকফুল পড়ে আছে টেবিলে,

ঐ যে সেদিন তুমি নাক ফুটো করলে,তাই!



প্রতিদিন দাঁড়িয়ে থাকি বিজয় সরনীর মোড়ে, প্লেনটার সাথে ভাব জমে গেছে বেশ

তুমি আসবে, এক ঝলক তোমাকে দেখব, হাসব!

আর দেখা হয় না!



কতশহস্র মানুষেরা আসে, অথচ তাদের ভীড়ে তুমি নেই, তোমাকে খুজেঁ হয়রান আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরি। ডোরবেল দিই।



আচ্ছা

দরোজা কি তুমি খুলবে?



আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে!

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

একলা ফড়িং বলেছেন: হুম আসবে নিশ্চয়ই! আসলে ভালো করে ধরে বেঁধে রেখে দেবেন, যেন আবার চলে যেতে না পারে!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৫

সানড্যান্স বলেছেন:
:)

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫০

বৃষ্টিধারা বলেছেন: হুম,আসতেই হবে ........

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৬

সানড্যান্স বলেছেন: চ্যাপ্টার ক্লোজড, নাথিং পার্সোনাল অর এভ্রথিং ইজ অল এবাউট স্যাডনেস!!

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৪০

বেলা শেষে বলেছেন: আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে!
....yes , she have to come brother.

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

সানড্যান্স বলেছেন: বাংলাদেশ হেরে গেছে, মন খারাপের চূড়ান্ত হল এবার!!
ধন্যবাদ ভাই!

৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১৪

সুমন কর বলেছেন: এটা, এক কথায় অসাধারণ হয়েছে। প্রতিটি লাইনে বাস্তবতার ছোঁয়া আছে।

++++

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৪

সানড্যান্স বলেছেন: বাস্তবতা ঘেষেঁই লিখতেছিলাম।

ধন্যবাদ ভাই!

৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২৪

শ. ম. দীদার বলেছেন: অসাধারণ। অসাধারণ লিখেছেন। আপনাকে 'ওয়েটিং ফর গডো'র এস্ট্রাগনের মতন লাগছে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, কিসের জন্য ওয়েট করি জানিনা!!
ভাল থাকুন। শুভ রাত্রি!

৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২৬

আফ্রি আয়েশা বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া কবিতা

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৬

সানড্যান্স বলেছেন: উহু, মন খারাপ করার কবিতা!

৭| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৪:২৭

আফ্রি আয়েশা বলেছেন:
হু , মন খারাপ করা কবিতা

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

সানড্যান্স বলেছেন: :(

৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

বৃষ্টিধারা বলেছেন: তাতে কি ? আসলে তো ক্ষতি নেই ;)

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

সানড্যান্স বলেছেন: আসলে আর কবিতা লিখব কি নিয়ে?

৯| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আসুক । :)

১০| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

বৃষ্টিধারা বলেছেন: আসলে কবিতা লিখবেন যুগল সময় কাটানো নিয়ে..... ;)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৩:১০

সানড্যান্স বলেছেন: সে সৌভাগ্য হয়নি তেমন!!

১১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

পেন্সিল স্কেচ বলেছেন: really awesome !!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৩:১০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!

১২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১২

বৃষ্টিধারা বলেছেন: সে সৌভাগ্য হয় নি দেখেই তো আসতে বল্লাম ..... :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.