![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
জানি তুমি নেই,
তবুও তোমার নগ্ন পদচিন্হ আমার সমস্ত আধাঁর জুড়ে ..
দৃষ্টিরসব আলো নিভে গেছে যেখানে,
নিভে গেছে কালের নক্ষত্র সেখানে,
তুমি আমার অন্ধ অনুভবে মিশে একাকার …
জানি তুমি নেই,
তবুও তোমার স্পর্শ চিহ্ন আমার অস্তিত্ব ছন্দ জুড়ে ...
জাগতিক সব শব্দ হারিয়ে গেছে যেখানে,
হারিয়ে গেছে সকল কোলাহল, সেখানে,
তুমি নিস্তব্ধতার গান বাতাসের বুক চিরে
আমার বুকের রক্ত ঝরাও …
জানি তুমি নেই,
তবুও আমার প্রতিটি নিশ্বাসে জীবনের আলোড়ন তুমি!
সব বোধ হারিয়ে গেছে যেখানে,
হারিয়ে গেছে সকল চাওয়া পাওয়ার ভার,
সেখানে তোমার মাঝে আমিও হারাই ...
জানি তুমি নেই তবুও …আমি হারাই!
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !