নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

পিপাসার্ত

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

কাছে এসো না..

মাটির বুক শুধু তৃষ্ণা বাড়ায়

একবার মিশে দেখো,

একাকার হয়ে যাবে

তবুও আমাদের তৃষ্ণা মিটবে না!



তোমার শাড়ীর আচঁলে আমি

ক্ষনিকের জন্য নিজেকে খুজঁতে আসিনি

ক্ষত-বিক্ষত এ শরীর আশ্রয় খোঁজে না

আঘাত দাও! রক্তাক্ত কর!

তোমার চিহ্ন বুকে নিয়ে আবার আমি

অনন্তকাল নিজেকে পোড়াতে চাই!!



ভালবাসা নয় নারী

তুমি ঘৃণার বিষ হয়ে

আমার রক্তে মিশে যাও....

এ ক্ষনিকের জীবন, নাহয় আমাদের নয়

আমি মৃত্যু দিয়ে হলেও তোমাকে পেতে চাই!



একটিবার শুধু এ মাটির বুকে

মিশে দেখো নারী

তুমি একাকার হয়ে যাবে

তবুও আমাদের তৃষ্ণা মিটবে না..

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মারদাঙ্গা কবিতা।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০২

সানড্যান্স বলেছেন: হুম ওস্তাদ!! হিংস্র হয়ে যাচ্ছি!

২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তুমি ঘৃণার বিষ হয়ে
আমার রক্তে মিশে যাও....


নারী,নারী,নারী...! X((

ভালোলাগা, ++

ভালো থাকুন..।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০১

সানড্যান্স বলেছেন: নারী ই তো শেষ করে দিল সব!! আপনি কি ফেবুতে আছেন? আইডি কি অনুগ্রহ করে দেবেন?

৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

ইমিনা বলেছেন: লেখক বলেছেন: নারী ই তো শেষ করে দিল সব!!
...
কি সর্বনাশ !!!
এই কথা কেম্নে বল্লেন সানড্যান্স B:-) B:-) B:-)

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

সানড্যান্স বলেছেন: যাহা বলেছি সত্যই বলিয়াছি মিস!

৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এতো প্রতিবাদী?

১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৫

সানড্যান্স বলেছেন: আঘাত যে বেশি ছিল, দেয়ালে পিঠ ঠেকিয়ে দাড়িয়েঁ যে!

৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ভালবাসা নয় নারী
তুমি ঘৃণার বিষ হয়ে
আমার রক্তে মিশে যাও....
এ ক্ষণিকের জীবন, না হয় আমাদের নয়
আমি মৃত্যু দিয়ে হলেও তোমাকে পেতে চাই!



মরণপণ-প্রতিজ্ঞা- সবই প্রেমের জন্য।

কবিতা দারুণ লাগলো।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৪

সানড্যান্স বলেছেন: আমার খুব ইছে বাঙ্গলার নেরুদা হইতে, দোয়া রাখবেন যেন প্রেম টা ধরে রাখতে পারি!
অনেক ধন্যবাদ গুরু!

৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩

বটবৃক্ষ~ বলেছেন:



বেশ!! দারুউউন!!

১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৬

সানড্যান্স বলেছেন: ধন্য্য্য্য্য্য্য্য্য্য্য্য বাদ!!! :)

৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেলিম আনোয়ার বলেছেন: মারদাঙ্গা কবিতা। ;)

কবিকে শুভেচ্ছা...

১২ ই মার্চ, ২০১৪ রাত ১:১৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
কমেন্ট কারীকেও শুভেচ্ছা!

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কাছে এসো না..
মাটির বুক শুধু তৃষ্ণা বাড়ায়
একবার মিশে দেখো,
একাকার হয়ে যাবে
তবুও আমাদের তৃষ্ণা মিটবে না


লাইনগুলো ভালো লাগলো । শুভেচ্ছা :)

১২ ই মার্চ, ২০১৪ রাত ১:২০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া! আপনার ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করবে!

৯| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৬

বৃষ্টিধারা বলেছেন: :|| :||


ধইরা মাইর দিমু ।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:৩১

সানড্যান্স বলেছেন: কারে? আপনার বয়ফ্রেন্ড কে?

১০| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: সুন্দর !

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:৩০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দাদা

১১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৬

আফ্রি আয়েশা বলেছেন:
ভালো লাগলো :)

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.