![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
শহরের একদল ছেলে রাতের বেলা ঘুমাবে না বলে ঠিক করেছে,
তারা রাত জেগে বাস্তবতার ও কল্পনার নিরীক্ষন চালায়
তাদের কান্না ভেজা সুর গুলো প্রকাশ পায় তাদের হাহাকারে
অথবা তাদের মাঝে কেউ কেউ ব্যস্ত থাকে কিভাবে বাড়াবে সেমিস্টারের গ্রেড,
নেহায়েত তাদের বুকে হেডলাইট নেই, নচেৎ তারাও হয়ত এ বিলাসিতা করত!
ভার্সিটির লেকচারারদের, চাপানো কামিজের নীচে প্যাড দেয়া হেডলাইট যুগলের বিশেষ আকর্ষন থাকে যে!!
হাটু পর্যন্ত মাংস কামড়ানো নাইটির ফিনফিনে কাপড়ের লেগিংসরা নাহয় উহ্য থাকুক!
কেউ শহুরের আনাচে কানাচে কে হাস্যকর বলে উড়িয়ে দিয়ে চলে যায় মনিটরে
নগ্নতার আহবানে, লিপ্ত হয় স্বমেহনে, অবারিত সুখ তাদের জন্য পসরা দিয়ে আছে!
কেউ ভোগে নষ্টালজিয়াতে, গোটা চারেক সিমে তাদের ভালোবাসারা পূর্ণতা পায়না
ঐ যে সে প্রথম প্রেম, যা তাদের নষ্ট করে দিয়েছিল, তা ভালোবাসার আদালতে বহাল, তা, না-মঞ্জুর!
প্রথম প্রেমের কি আর জামিন হয়?
কিছু বোকা-অলসেরা রাত জেগে তর্ক করে স্বদেশপ্রেমের কিংবা ঈশ্বরের
কি অদ্ভূত!! ঈশ্বরে বিশ্বাস নেই, গুগলে বিশ্বাস স্থাপন করেছে তারা!
তাদের আন্দোলনে নিরাপত্তা দেয় সরকারী বাহিনী, বিরোধীরা অবাধ্য যেন!
তারা খুন হয়, গুম হয়, বন্দুকযুদ্ধের ক্রসফায়ারের নাটক মঞ্চস্থ হয় কিন্তু এই রাতেই!
তারা তো মানুষ নয়, তারা নেহায়েত বিরোধী!!
শূরার আহবানে উন্মত্ত হয় সাকুরা-গ্যালাক্সি-র্যাডিসন-ওয়েস্টিন-পীকক
সামান্য অদূরে আধুনিক সংক্ষিপ্ত পোশাকে অধূনারা বসে থাকে কড়া মেকাপে
একরাতে তারা কতবার ভালোবাসে, কতজন কে? পরিসংখ্যান ব্যুরো কি সে খবর রাখে?
উহু, এ যে অন্যায়, এর হিসাব দুদকে নয়, পরিসংখ্যান ব্যুরো নয়, দায় ঈশ্বরের!
সেখানে কি লিপিবদ্ধ থাকে? ঈশ্বর স্বয়ং, ঈশ্বর হয়ে কিভাবে সহ্য করেন?
এই যে এখন, সংশয়বাদী বলে ফেললেন কি আমাকে?
কিছু অপদার্থ ভাবে রাত জেগে কবিতা লেখা যায়, বলি, রাত তো কেবল ভাবায়
কবিতার জন্ম হয় ভোরে,এই যেমন আমি সকাল বেলাতে একজন অপদার্থ হিসেবে
নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি!
সফলতা কিংবা ব্যর্থতার দায়ভার আপনাদের, এই রাত জাগা মানুষের,
মিছেমিছি আমায় কেন দোষ দেবেন?
ব্যবহার শেষে ছুঁড়ে দেয়া পলিথিন দিয়ে ভোরের আলোয় বেলুন ওড়ায় কিছু টোকাই
অনাবিল আনন্দ শেষে এক মুঠো পান্তা খেয়ে, টোকাইগিরিতে বেরুয়!
দিন শেষে ভাঙ্গারীর দোকান থেকে আনা পয়সায় শুকনো মরিচের ভর্তা দিয়ে তারা ভাত খেয়ে হারিয়ে যায়!
কোথায়?
ঘুমের রাজ্যে!
তাদের যে মিছে হাহাকার নেই, নষ্টালজিয়া নেই, কোন প্রেম নেই।
কোন দুঃখ বিলাস নেই!
তারা ভরপেট খায়, অতল ঘুমে স্বপ্ন দেখে ধোঁয়া ওঠা সুবাসিত আহারের!
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভ সকাল!
২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:১০
উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
তাদের যে মিছে হাহাকার নেই, নষ্টালজিয়া নেই, কোন প্রেম নেই।
কোন দুঃখ বিলাস নেই!
তারা ভরপেট খায়, অতল ঘুমে স্বপ্ন দেখে ধোঁয়া ওঠা সুবাসিত আহারের
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:২৮
সানড্যান্স বলেছেন: শুভ সকাল কিশোর
ব্যাপারটা কিন্তু আসলেই তাই!
৩| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: আহা বেশ। চমৎকার।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দাদা
শুভ সকাল!
৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২
অপু তানভীর বলেছেন: শুভ সকাল !!
ইয়ে আপনে রাইতে ঘুমাইছেন তো ?
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৪
সানড্যান্স বলেছেন: শুভ সকাল অপু ভাই!
নাহ, সিনেমা দেখছিলাম, The Thin Red Line
ভোরের দিকে এসে কি মনে করে জানি লিখতে ইচ্ছে হল!
৫| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বেশ! বেশ! বেশ!
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
সানড্যান্স বলেছেন: তিনবার বেশ বলেছেন ভাইয়া, তাই আমিও
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ
তিনবার বলে দিলাম!
৬| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
চমৎকার!
চমৎকার !!
চমৎকার !!!
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১
সানড্যান্স বলেছেন: তিনবার চমৎকার বলেছেন ভাইয়া, তাই আমিও
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ
তিনবার বলে দিলাম!
৭| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫
ঊনআশি বলেছেন: অসাধারণ লিখেছে। কবিতার মধ্যে আপনার ভাবনার সহযাত্রী হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। খুব ভালো লেগেছে কবিতাটা।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
সানড্যান্স বলেছেন: একাত্মতা প্রকাশে ধন্যবাদ ভাইয়া।
আমিও কিছুটা ঘোরের মাঝে লিখেছি!
লাইন গুলো একে একে চলে আসছিল!
ভাল থাকুন!
৮| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
িনহািরকা বলেছেন: ভালো লাগলো..............................
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ নীহারিকা!!
৯| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯
আমি আনোয়ার বলেছেন: অপু তানভীর বলেছেন: শুভ সকাল !!
ইয়ে আপনে রাইতে ঘুমাইছেন তো ?
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৬
সানড্যান্স বলেছেন: নারেহ ভাই, সিনেমা দেখছিলাম।
হঠাত এর মাঝে কবিতা লিখতে ইচ্ছে হচ্ছিল, তাই আর কি!!
ধন্যবাদ!
১০| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার হয়েছে
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২০
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ আপু!ভালো থাকুন!
১১| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯
বৃষ্টিধারা বলেছেন: চমৎকার ......
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
১২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২
সাঈদসুমন বলেছেন: বেশ ভালো লাগলো.।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩২
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য!
১৩| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১১
সাঈদসুমন বলেছেন: বেশ ভালো লাগলো।
১৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৯
রাসেলহাসান বলেছেন: চমৎকার!
দারুন লিখেছেন।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭
সানড্যান্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য ভাই!
১৫| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪২
শাকিল ১৭০৫ বলেছেন: বাহ! মচতকার!
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৬| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: দারুণ্স নিদারুণ্স
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!!
কোন প্রবাসে আছেন ভাই?
১৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ। ভালো লাগলো।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ভালো লাগা পাওয়া বিশাল ব্যাপার!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেণ। দারুণ লাগলো ।