নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ আর নিবেদিতা কাব্য!

১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৩

নিবেদিতা,

এ নিবেদন শুধু তোমার জন্য, এখানে অধিকার সম্পূর্ন তোমার

ছিল, আছে, থাকবে।





নিবেদিতা,

পয়লা বৈশাখে তোমার হাতে কি কাচেঁর চুড়ির রংধনুরা থাকবে?

লাল পেড়ে সাদা শাড়ীতে নিবেদন করবে, এই তোমাকে-আমাকে?

অথবা চৈত্র সংক্রান্তির রাতে আমি মিথ্যে ফানুস উড়াব, নতুন করে?

স্বপ্নরা সব হিলিয়াম বেলুন হয়ে যাচ্ছে, হাতছাড়া হয় নৈমিত্তিক!

আমি কি করে নতুন স্বপ্ন দেখব বল?





নিবেদিতা,

কতদিন হয়ে গেল, তোমার ওপাল গ্লাসের মগে মুখ ডুবিয়ে চা খাইনি!

কত উষ্ণ প্রহর মিছে হয়ে গেল, তোমার ঠোটেঁ ঠোটঁ ডুবিয়ে চুমু খাইনি!

কফিমগে তালা ঝুলছে তাও বহুকাল, বহু সন্ধ্যায় খুলেনি কপাল!

আমার এখানে থমকে আছে সময়, অবরুদ্ধ অসহায় মহাকাল!





নিবেদিতা,

এখানে এসে দেখো, এই বুকে, আজ হৃদয় বলে কিছু নেই

আছে শুধু গোলাকার মাংসপিন্ড, বিরামহীন ভাবে রক্তাক্ত করে যাচ্ছে

শরীরের কোষানু পর্যন্ত, অথচ মনের আকাশ রিক্ত, নিঃস্ব শূন্য!

শুধু তোমার, এই তোমার, হ্যাঁ এই তোমার ই জন্য!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৬

ত্রিশোনকু বলেছেন: ভালো লাগলো খুব।

নিটোল প্রেমের অনুকাব্য।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ পিতা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫

আফ্রি আয়েশা বলেছেন:
// পয়লা বৈশাখে তোমার হাতে কি কাচেঁর চুড়ির রংধনুরা থাকবে?
লাল পেড়ে সাদা শাড়ীতে নিবেদন করবে, এই তোমাকে-আমাকে?
অথবা চৈত্র সংক্রান্তির রাতে আমি মিথ্যে ফানুস উড়াব, নতুন করে?
স্বপ্নরা সব হিলিয়াম বেলুন হয়ে যাচ্ছে, হাতছাড়া হয় নৈমিত্তিক!
আমি কি করে নতুন স্বপ্ন দেখব বল?// - এই লাইন গুলি ভালো লেগেছে :)
খুন হয়ে যাওয়া বাংলার নেরুদা , অনেক দিন পরে কবিতা পেলাম । নিয়মিত পাবার আশা রাখছি :)

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

সানড্যান্স বলেছেন: ধুর, এসব লিখতে ইচ্ছে করেনা, নতুন করে প্রেম করতে ইচ্ছে করে!!!

৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৮

আফ্রি আয়েশা বলেছেন:
নেরুদা তো প্রেম করবেই , বাঁধা দিচ্ছে কে ! যা ইচ্ছে হয় , কবি তা করুক , আমরা কবিতা পেলেই হয় :)
নতুন প্রেমের জন্যে অগ্রিম শুভকামনা রেখে যাচ্ছি :)

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫

সানড্যান্স বলেছেন: দোয়া রাইখেন, এইবার একাধিক করার ইচ্ছা আছে! এক্টাতে ধরা খাইলে আরেকটা!!! Click This Link

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর !! প্রথম হতে শেষ পর্যন্ত ---সবটাই ভাললাগার-------

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপু! আমার ব্লগে স্বাগতম!আপনাদের ভালোলাগা আমার অনুপ্রেরণা!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২

অরুদ্ধ সকাল বলেছেন:

বোশেখ এসে গেছে তোমার ঠোটে ঝুলে আছে আবদার____

অনবদ্য কবি ভ্রাতা

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, শুভকামনা, নববর্ষের শুভেচ্ছা!!

৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

নিশাত তাসনিম বলেছেন: দারুণ একটি কবিতা । ভালো লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.