![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
হাসপাতালে আজ রাতে ডিউটি দিতে দিতে তিনটি মুভি দেখলাম, এ সম্পর্কে আপনাদের জানাতে চাই। আমি বোধহয় এক রাতে এত সুন্দর তিনটি মুভি এর আগে একিসাথে দেখিনি। একটি অন্যটি অপেক্ষা বেশী জোশ!
শেষের দিক থেকে শুরু করা যাক। সবার শেষে দেখলাম স্ক্যান্ডিনেভিয়ান মুভি। এমনিতেই সেদিককার মুভিতে যৌনতার ছড়াছড়ি থাকলেও এই মুভি এক কথায় অসাধারন, অনন্য! ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভোগা আর্টচোর স্বামী, তার অসাধারন সুন্দরী স্ত্রী, ন্যাটো ফেরত এক ট্র্যাকার, ঘুষখোর পুলিশ, স্ত্রীর সন্তানের আকুলতা, স্বামীর খুনের দায়, একের পড় এক ভুল বোঝাবুঝি, মার্ডার, থ্রিল কি নেই এতে! যৌনতা এখানে নিতান্তই উপকরন। আপনার যদি হলিউডের বাইরে মুভি দেখার অভ্যাস থাকে তবে এই মুভি মিস দেয়া আপনার লাইফ টাইম লস। ফিনিশিং এ নায়কের অসাধারণ নৈপূন্য, সিনেমার টুইস্ট, লজ্জিত স্ত্রীর স্বামীর কাছে ক্ষমা চাওয়া, যাবতীয় দায় থেকে মুক্তি ইত্যাদি সব মিলিয়ে আপনাকে পিসির সামনে থেকে উঠতে দেবে না এই মুভি! স্নগত কারনে আর বললাম না, স্পয়লার দিয়ে আপনার মজা নষ্ট করতে চাইনা! সিনেমার নাম Hodejegerne aka Headhunters (2011)[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/sundance_1397537761_3
IMDB rating 7.6 হলেও আমার রেটিং ১০ এ ২০! এত চমৎকার মুভি হলিউডেও আজকাল হয় না!
সিনেমার লিঙ্ক:
Click This Link
এবার আসা যাক মাঝের সিনেমাতে, এটি হলিউডের মুভি, খুব সম্ভব নাটালিয়া পোর্টম্যানের প্রথম মুভি। আরেক মাস্টার পিস। ডড়াগ ডিলারদের হাতে খুন হওয়া পিতা-মাতা-বোন এবং আপন ভাই এর হত্যাকারীর প্রতিশোধ নেয়ার জন্য মাথিল্ডা ওরফে নাটালিয়ার খুনী হয়ে ওঠার গল্প। সে আশ্রয় নেয় আরেক প্রফেশনাল কিলার এর কাছে, দীক্ষা নেয় ক্লীনার হওয়ার। এক পর্যায়ে ভালোবেসে ফেলে পিতৃসম টনির। টনি তাকে ফিরিয়ে দেয়। অবশেষে সে নিতে পারে শোধ, কিন্তু হারাতে হয় টনিকে। ৯৪ সালের নাটালিয়ার অভিনয় অনবদ্য! সিনেমার নাম LEON, THE PROFESSIONAL.
IMDB Rating 8.6 হলেও আমি একটু বাড়িয়ে ৯ দিয়েছি!
ডাউনলোড লিংকঃ
Click This Link
এবার আসা যাক প্রথম মুভি, বরাবরের মতই আমার ফেভারিট কোরিয়ান, পুশ ব্যাক করা কিছু উত্তর কোরিয়ান এর একজন পিতৃহত্যার প্রতিশোধ এবং বোনের সাথে মিলিত হওয়ার কমিটমেন্টে বাধ্য হয়ে নিজেকে নর্থ কোরিয়ার স্পাই হিসেবে ঢুকে দক্ষিন কোরিয়ায়। একের পড় এক বিশ্বাস ঘাতকতা, উত্তর কোরিয়া কতৃপক্ষের মৃত্যুদন্ড এবং দক্ষিন কোরিয়ার প্রেমিকার ভালোবাসা সব মিলিয়ে ইমোশনাল অত্যাচার এবং থ্রিলিং সিনেমা COMMITMENT aka Dong-chang-saeng
IMDB Rating 6.7 হলেও আমার রেটিং নির্দ্বিধায় 8.
ডাউনলোড লিঙ্কঃ
Click This Link
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১
সানড্যান্স বলেছেন: হিন্দি সিনেমা তেমন দেখা হয়না আপু! ধন্যবাদ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
মেমননীয় বলেছেন: Patient মারা যায়নিতো?
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
সানড্যান্স বলেছেন: নাহ, আমি ওয়ার্ডে থাকলে ফোনে সাবটাইটেল দিয়ে দেখি, সাউন্ড অফ করে!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! দারুণ।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দাদা! শুভ নববর্ষ!
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: একমাত্র লিওনটাই দেখেছি। বেশ ভালো। প্রথম মুভিটা দেখতে ইচ্ছে করছে।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
সানড্যান্স বলেছেন: ভাইয়া দেখে ফেলেন, আপনার মুভি রুচি সম্পর্কে যতটুকু জানি তাতে আপনার বিলকুল পছন্দ হবে!
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
ইঞ্জিনিয়ার বেলাল বলেছেন: ভালো তো .।।
আপনাকে এত্তগুলা ধইন্যাপাতা.।.।.।.।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
সানড্যান্স বলেছেন: মেনশন নট!!!
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
জমরাজ বলেছেন: পোস্ট দেখে ছবিগুলো দেখতে ইচ্ছা করতেছে।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬
সানড্যান্স বলেছেন: না দেখলে ভাই আপনার লস!
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
লিংকন১১৫ বলেছেন: পরথম টা বাদে বাকি দুই ডাই দেখছি
সেই রাম মুভি
Hodejegerne aka Headhunters এহন দেহি নাই গা
আন্নের রিভিউ পইরা দেখবার মন চাইতাছে
পোস্টে ধইন্না
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭
সানড্যান্স বলেছেন: দেখে ফেলেন ভাই, অসাম ম্যান অসাম!!!
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেখতে হবেতো !! শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
সানড্যান্স বলেছেন: মেনশন নট! দেখার আমন্ত্রণ রইলো!
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮
আমি তুমি আমরা বলেছেন: একটাও দেখি নাই। সবগুলো দেখার ইচ্ছা রইল।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
সানড্যান্স বলেছেন: চমতকার সবগুলোই,দেখে ফেলুন!
১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধুমাত্র লিওন দ্যা প্রফেশনাল টাই দেখা।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
সানড্যান্স বলেছেন: স্ক্যান্ডিনেভিয়ানটা বেশী জোশ!
১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮
অদীত বলেছেন: শেষের দুটো দেখেছি। বিশেষ করে কোরিয়ানটা অসাম
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫
সানড্যান্স বলেছেন: উহু, হেডহান্টার একটা মাস্টারপীস!
১২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০
বিদ্রোহী বাঙালি বলেছেন: একটাও দেখি নাই। লিংক দিয়েছেন বলে ধন্যবাদ। দেখে নেয়ার ইচ্ছা আছে।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০
সানড্যান্স বলেছেন: দেখে খারাপ লাগলে বইলেন!
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
অন্ধবিন্দু বলেছেন:
দেখিয়াছি ! আপনার ম্যুভি চয়েজ; ভালো।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
নীল বরফ বলেছেন: ২ টা দেখছি। প্রথম নামিয়ে দেখে ফেলবো। লাইফ টাইম লস ......আপনার কথাটা মেনে নিলাম। দেখে জানাবো কেমন লাগলো।
আন্তরিকভাবে ধন্যবাদ ভালো মুভির খোজ দেবার জন্যে।ভাল থাকবেন।
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ,জানিয়েন কেমন লেগেছে!
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, ৩টা মুভিই পড়া হয়ে গেলো তবে এগুলো ভবিষ্যতে কোইনসিডেন্টালি দেখা না হলে আর দেখবার ইচ্ছে নেই
অত সময় হবে না
(যদিও গত ৪ দিনে একটু সময় পেয়েছি বলে ৬টি জেমস বন্ড রিভাইস দিলাম আর কী
)
আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, তা কিন্তু উপরে একজনে করে ফেলেছেন, ডাক্তার সাহেব
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪
সানড্যান্স বলেছেন: হাহাহাহাহাহ, নাহ বস কেউ মরে নাই!!!
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬
মাশুক আরেফিন প্রাঞ্জল বলেছেন: সান ভাই মুভি শেষ কইরে লেখে আর সালেহ তিয়াস বই শেষ কইরে... ডাক্তারদের একটু একটু মিলও আছে
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
সানড্যান্স বলেছেন: আমি প্রচুর বইও পড়িরে ভাইয়া!
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
কাজী মাসুক বলেছেন: Shadows of Time (2004) Bengali Movie_Schatten der Zeit
বাংলা মুভিটা দেখার অনুরোধ রইল
একথায় চমৎকার
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ বেশ! লিওন দা প্রফেশনাল দেখা অনেক আগেই, বাকিদুটো দেখে ফেলবো,
আজকে রাতে ভাবছিলাম কিঞ্চিৎ মুভি বিলাস হইলে মন্দ হয়না, আপনার পোস্ট একটা ভালো মুভি সাজেস্ট করে দিলো এই মুভি ফ্রিক রে
ধন্যবাদ
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০২
সানড্যান্স বলেছেন: স্বাগতম ভাই!
২০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৬
তাসজিদ বলেছেন: সবগুল দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
নাসরিন রিমি বলেছেন: LEON, THE PROFESSIONAL.
মুভিটা হিন্দি কপি হচ্ছে বিচ্ছু ( ববি দেওয়াল, রানি মুখার্জি ) মুভি ।