নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

পাচঁ মিনিটের জন্য!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৯





পাচঁ মিনিট সময় হবে আপনার?

আমি শুধু তাকিয়ে তাকিয়ে দুচোখ ভরে আপনাকে দেখব!

কসম করছি, আমি ওই পেলব হাত ধরব না,

জোর বাধিঁয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়াব না!

মিছে নিরাপত্তার অজুহাতে আপনাকে জড়িয়ে ধরব না!

আমি আপনাকে বহুদিন দেখিনি, আমি আপনাকে দেখব!

পাচঁ মিনিট সময় হবে আপনার?



আমি গন্ধ নিতে চাইব না ওই শরীরের,

বলব না, চলুন এই সারা সন্ধ্যা আমরা রিক্সাতে ঘুরব!

বৈশাখের যাবতীয় গরম উপেক্ষা করব, ঠিক যেমন করে

উপেক্ষা করি আপনার কপট রাগ!

আমি আপনাকে বহুদিন দেখিনি,

আমি প্রানভরে পাঁচ মিনিট আপনাকে দেখব!

প্লীজ!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি আপনাকে বহুদিন দেখিনি,
আমি প্রানভরে পাঁচ মিনিট আপনাকে দেখব!
প্লীজ! দারুন লাগলো।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৫

মনিরুল হাসান বলেছেন: ৬ মিনিট অপেক্ষা করুন।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

সানড্যান্স বলেছেন: ৬ হাজার বছর অপেক্ষা করব! একবার যদি সে আসে, যদি তারে দেখা যায়?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৭

সংগ্রামী বালক বলেছেন: ভাইয়া ৫ মিনিট সময় নেই।তবে ১ মিনিটে আপনার লেখাটা পড়লাম,খুব ভালো লাগলো।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ভালোলাগা আমার অনুপ্রেরণা!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমি আধা মিনিটে পড়ে ফেললাম , ভাল হয়েছে

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ গুরু!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: আহা কী আকুলতা! সুন্দর।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

একজন আরমান বলেছেন:
আকুতিময় কবিতার শেষটা বেশি ভালো লেগেছে।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

ডার্ক ম্যান বলেছেন: যদি প্রাণভরে দেখতে চাও
তবে ভেঙ্গে ফেলো নীতির শৃঙ্খল,
তখন শুধু ৫মিনিট নয়
পেয়ে যাবে ক্লান্তিহীন সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.