নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

নীল শাড়ী অথবা চুড়ির উপাখ্যান!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৩

নীল শাড়ি কিনে দেবার মত সামর্থ্য আমার নেই,

বিনিময়ে কিছু নীলচে কাঁচের চুড়ি দিয়েছিলাম!

শাড়ি দিলে হয়ত অনেকদিন টেকসই হত,

হয়ত ভালোবাসার গাথুঁনিও ভিত্তি পেত!





কাচেঁর চুড়িরা বড্ড ভঙ্গুর! অল্পতেই চুরমার হয়ে যায়!

এই আমার মত!তোমার হাতে ভেঙ্গে যাওয়া সেই নীলকাচেঁর চুড়ি

রক্তক্ষরণ ঘটায় আমার হৃদয়ে! কি অদ্ভুত, তাই না?





ভাসাভি, শপার্স ওয়ার্ল্ড, মাঞ্জাভারে যাওয়ার মত বড় হইনি এখনো!

আমার ভালোবাসা ঘুরপাক খায় টিএসসির মোড়ে

সেখানে বিক্রি হওয়া কাচেঁর চুড়ি গুলোর দরদামে!



আচ্ছা, একটুকরো নীল কাপড় কি কাচেঁর চুড়ির মত

ছন্দ তুলে টুংটাং আওয়াজ করে?

কিংবা দুই টাকার ওজন মেশিনে

ভালোবাসার পরিমাপ করে?



আমি জানি না, আমি জানতে চাই না, কে জানে!

হয়ত মুক্তি পেতে চাই! বেদনার এই নীল রঙ্গে জীবন এখন বড্ড কালচে!



শুকিয়ে যাওয়া রক্তের মত, এখন তার আর সে জৌলুস নেই!



ভালোবাসা নেই!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮

রেজওয়ান তানিম বলেছেন: প্রেমিকা তো এক্সপেন্সিভ

হি হি হি

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১১

সানড্যান্স বলেছেন: জগতের সকল প্রেমিকা এক্সপেন্সিভ!
গুরু!

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

আফ্রি আয়েশা বলেছেন:
শর্ত একটাই হাত বেঁধে রাখার, প্রতিক্ষন ... আজীবন ! যখন তখন ভেঙ্গে যাবার ভয় দেখায় ! ভেঙ্গেছে , ভাঙ্গবে। রক্তাক্ত করেছে , করবে ... নীল চুড়ি গুলি যে কাঁচের !!!

ভালোবাসা আসলে কিছু কাঁচের নীল চুড়ি ...

বাংলার নেরুদা, চমৎকার লিখেছেন , মন ছুঁয়ে যাওয়া কবিতা ।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৭

সানড্যান্স বলেছেন: আপনে খালি আমারে নিয়ে মজা নেন, কথায় কথায় আমারে নেরুদা না বললে ভাল হয়, এতে নেরুদার অপমান হয়!

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩০

আফ্রি আয়েশা বলেছেন:
মজা নেই না । আপনি বাংলার নেরুদা ।
কবিতা কখনো ছাড়বেন না , প্লীজ

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৪৫

সানড্যান্স বলেছেন: আবারো!!!!

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩০০ টেকার নীল চুড়ি দিতে পারলে আর ২০০ টেকা বাড়াইয়া নীল শাড়ি কিনে দিলেই পারতেন............ :)

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৮

সানড্যান্স বলেছেন: চুড়ির দাম ২০/২৫ টেকা স্যার!!!

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছ

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ গুরু!

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৭

মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: পড়ে ভাল লাগল । ভাল লাগার মত লিখেছেনও

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩

চিরতার রস বলেছেন: শাড়ি দিলে হয়ত অনেকদিন টেকসই হত,
হয়ত ভালোবাসার গাথুঁনিও ভিত্তি পেত!

সেরাম লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ, খুব সুন্দর

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার লিখেছেন ভাইয়া!!

নীল চুড়িই ভালো!! :)

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৪৭

সানড্যান্স বলেছেন: কারো কারো হয়ত শাড়ী প্রয়োজন!!

১০| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৪৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪

জন কার্টার বলেছেন: এই আমার মত!তোমার হাতে ভেঙ্গে যাওয়া সেই নীলকাচেঁর চুড়ি
রক্তক্ষরণ ঘটায় আমার হৃদয়ে! কি অদ্ভুত, তাই না?

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫০

সানড্যান্স বলেছেন: ব্যাপারটা এরকম ই তো রে ভাই, তাই নয় কি?

১২| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

বাংলার পাই বলেছেন: কাচেঁর চুড়িরা বড্ড ভঙ্গুর! অল্পতেই চুরমার হয়ে যায়!
এই আমার মত!তোমার হাতে ভেঙ্গে যাওয়া সেই নীলকাচেঁর চুড়ি
রক্তক্ষরণ ঘটায় আমার হৃদয়ে! কি অদ্ভুত, তাই না-------------------এক কথায় অসাধারণ।


শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকেও শুভকামনা, আপনিও ভাল থাকুন!

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

sironamhinalo বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম। কবি তোমায় সালাম।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৪

সানড্যান্স বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাই, অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭

দূরের পথ০০৭ বলেছেন: খুব ভাল লাগল।সব চেয়ে ভাল লেগেছে এই পঙতিত্রয়,

কাচেঁর চুড়িরা বড্ড ভঙ্গুর! অল্পতেই চুরমার হয়ে যায়!
এই আমার মত!তোমার হাতে ভেঙ্গে যাওয়া সেই নীলকাচেঁর চুড়ি
রক্তক্ষরণ ঘটায় আমার হৃদয়ে! কি অদ্ভুত, তাই না? :( :(

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৫

সানড্যান্স বলেছেন: এই কি সত্য নয়?

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: ভালো কবিতা।
++

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ০১ লা মে, ২০১৪ রাত ১:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: চুড়িতে হাত কাটে, শাড়িতে কি কাটে?

১৭| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: +

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ হামা ভাই!!! আপনার প্রশংসা পাওয়া গৌরবের ব্যাপার!

১৮| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪১

তাসজিদ বলেছেন: তেনাদের এখন আর বাদাম, কবিতা, রমনা, রিকশা তে ভাল লাগে না।
ভাল লাগে KFC, দামি গিফট, বসুন্ধরা সিটি, ছিনেপ্লেক্স, আলিওন এ।

১৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৪৩

তাসজিদ বলেছেন: আর সব কয়টা এত ছুঁচরা। খালি খাই খাই করে। এক এক টা মনেহয় বার্গারখুর।

২০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শাড়ি দিলে হয়ত অনেকদিন টেকসই হত,
হয়ত ভালোবাসার গাথুঁনিও ভিত্তি পেত!

ব্রাদার, শাড়ি কিংবা চুড়িতে নয়,
ভালোবাসার গাথুঁনিও ভিত্তি পায়,

গভীর আস্থায় অথবা
আস্থাবান গভীর দৃষ্টিতে..!


কবিতায় অনেক ভালোলাগা ! ++

কেমন আছেন ?

২১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:১৮

জাহাঈীর হোসেন রবিন বলেছেন: ভালো লাগলো......।

২২| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.