নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুর একটার দিকে খবরটা চোখে পড়লো। বাসার কাছেই শান্তিনগরের কনকর্ড টাওয়ার-আমিনবাগ মসজিদ। দৌড়ে গেলাম সেখানে। দেখা হলো কৌশিকদা-শরৎ এর সাথে। সামহয়্যারের সব ব্লগারের চোখ আজ বিষাদ-আচ্ছন্ন। আমাদের সামহয়্যার-এর আকাশ থেকে প্রিয় এক নক্ষত্রকে কে হারিয়ে ফেলেছি আমরা। সেই নক্ষত্র যে আমার বাসার এতো কাছে থাকে, তাও এতোদিন জানা ছিলোনা।...
জানাজায় শরীক হলাম। জানাজা শেষে মসজিদের সামনে শেষবারের মতো খোলা হলো কাফনে ঢাকা তার মুখ। এটাই প্রথম দেখা। এটাই শেষ ! বিদায় ইমন জুবায়ের ! আপনি না থাকলেও আপনার অসাধারণ সব লেখা অনন্তকাল বেঁচে থাকবে সামহয়্যারের পাতায়। প্রতিটি ব্লগারের মুগ্ধ হৃদয়-কোণে।...
শেষ দেখা-ইমন জুবায়েরঃ জানাজা শেষে তোলা ভিডিও
( WMV: 7.34 MB)
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সুনীল সমুদ্র বলেছেন:
ঠিকই বলেছেন, সামহয়্যার বৃক্ষের একটি সবুজ পাতা ঝরে গেল নীরবে।।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
পীরসাহেব বলেছেন: অলরেডি ব্লগটা পানসে লাগছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সুনীল সমুদ্র বলেছেন:
ভালো লেখার অসাধারণ গুণের অধিকারী একজন ব্লগারকে আমরা হারালাম।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
দেশপ্রেমিক পোলা বলেছেন: খুবই পরিচিত একজন ব্লগার। সবাইকে যেতে হবে। কারো হায়াতের কোন গ্যারান্টি নাই। আল্লাহ যেন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সুনীল সমুদ্র বলেছেন:
সবাইকে যেতে হবে। তবে খুব অল্পবয়সে চলে গেলেন আমাদের ইমন। তার কাছ থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিল..।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
সাদা মনের মানুষ বলেছেন: রিওমারে বলেছেন: সামহোয়্যার বৃক্ষের একটি সবুজ পাতা ঝরে গেল নীরবে।।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সুনীল সমুদ্র বলেছেন:
তাঁর অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা... ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
সুনীল সমুদ্র বলেছেন:
ইমন জুবায়েরের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: রিওমারে বলেছেন: সামহোয়্যার বৃক্ষের একটি সবুজ পাতা ঝরে গেল নীরবে।।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: বিদায় ইমন জুবায়ের ! আপনি না থাকলেও আপনার অসাধারণ সব লেখা অনন্তকাল বেঁচে থাকবে সামহয়্যারের পাতায়। প্রতিটি ব্লগারের মুগ্ধ হৃদয়-কোণে।...
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
রমিত বলেছেন: সংবাদটি পড়ে, চোখের পানি আর ধরে রাখতে পারিনি। গত তিন তারিখেই তার একটি পোস্টে কমেন্ট করেছিলাম। এতি ছিল উনার ১৫০০ তম পোস্ট। আবিবাহিত ইমন জুবায়েরের বয়স ৪৫-এর মত হয়েছিল। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
অপূর্ণকে সমর্থন করছি। 'সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় ।'
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
সুনীল সমুদ্র বলেছেন:
১৫০০ তম পোস্ট শেষ করে তিনি চলে গেলেন..।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
অন্তরন্তর বলেছেন:
ইমন জুবায়ের বিহীন ব্লগ আসলেই পানসে লাগছে।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
মেহবুবা বলেছেন: এতদিন যার ছবি দেখিনি , যে মানুষটিকে জানা হয়নি আজ তার সম্পর্কে জানছি এমন করে যা অপ্রত্যাশিত । এই ছবিটা দেখতে হোল এত অসময়ে ! সব আল্লাহর ইচ্ছা ।
মেনে নিতে কষ্ট হচ্ছে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
সুনীল সমুদ্র বলেছেন:
অসময়েই দেখতে হলো চলে যাওয়া তার.... ।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্তব্দ হয়ে গেলাম।
আমি কি ঠিক পড়ছি? ভুল দেখছি নাতো!!!!
শুধু মনে ভেসে উঠল তার প্রিয় কথাগুলো....
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
জীবনের যে মানে বুঝে গেলে! আমাদের তা জানিয়ে গেলে না কেন?!
কেন কেন কেন?????
আল্লাহ তাঁর আত্মাকে শান্তি ও মুক্তি দান করুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সুনীল সমুদ্র বলেছেন:
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
...কথাগুলো ছবিতে সংযোজন করে দিলাম।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
সবুজ সাথী বলেছেন: মুখটা দেখে বুকটা ফেটে যাচ্ছে। এই মুখের ছবি দিয়ে আর কোনওদিন ফেসবুকে পোস্ট শেয়ার পাব না। "-ইমন যুবায়েরের বাংলা ব্লগ"।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
সিটিজি৪বিডি বলেছেন: কারো হায়াতের কোন গ্যারান্টি নাই। আল্লাহ যেন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
-এভারগ্রীন- নাহিদ বলেছেন: কিভাবে মারা গেছেন?
ওনার ব্লগ এর লিঙ্ক টা কেও দিবেন প্লিজ।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: ইমন জুবায়ের
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
কালো_সাদা বলেছেন: অন্য ভুবনে যাত্রা শান্তির হোক ইমন জুবায়ের
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: ভাইয়ার আত্মার শান্তি কামনা করছি।
ভালো থাকুক ভাইয়া।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
সাধারণমানুষ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্তে নাসিব করুন
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
বিডি আমিনুর বলেছেন: আল্লাহ যেন তাকে বেহেস্থ নসীব করেন.....আমীন।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
এস বাসার বলেছেন: শুধু ভালো মানুষগুলোই এত দ্রুত পৃথিবীকে থেকে চলে যায় কেন?
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এস এইচ খান বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: রিওমারে বলেছেন: সামহোয়্যার বৃক্ষের একটি সবুজ পাতা ঝরে গেল নীরবে।।
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আমিনুর রহমান বলেছেন: ইমন ভাই তুমি ভালো থেকো
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
শ্যামল বাংলা বলেছেন: খুব বেশী অবেলায়, অকালে চলে গেলেন প্রিয় ইমন জুবায়ের! বাংলা ভাষার সকল লেখক পাঠক ব্লগার আপনাকে অন্তরে ধারন করবে চোখের জলে, শ্রদ্ধা আর ভালোবাসায়।
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুণ।
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
ফিরেদেখা বলেছেন: শ্রদ্ধা ভালোবাসায় ইমন জুবায়ের থাকবেন আমাদের অন্তর জুড়ে।
ব্লগে সুস্থ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে সর্ব্জন শ্রদ্ধেয় ইমন জুবায়ের হোক সকল ব্লগারদের আদর্শ।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
সঞ্জয় নিপু বলেছেন: সৃষ্টি কর্তা উনাকে ভালো রাখুক এই কামনাই করি ।
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
অর্ণব আর্ক বলেছেন: প্রিয় মুখ গুলো আস্তে আস্তে দূরে সবে যাচ্ছে। জানিনা কেনো এমন হয়। ১৫০০ তম পোস্টের শুভেচ্ছা জানালাম সবে ২ জানুয়ারি। ঠিক পরদিনই কিভাবে শুনতে পেলাম উনি আর নেই। হায়রে দুনিয়া। হায়রে নিয়তি।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ব্লগটা যেন শুন্য হয়ে গেল
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
কলম.বিডি বলেছেন:
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
আহমাদ জাদীদ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
রিওমারে বলেছেন: সামহোয়্যার বৃক্ষের একটি সবুজ পাতা ঝরে গেল নীরবে।।