নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইলে পিসির মতো ডেস্কটপ মোডে সামু ব্রাউজ করার জন্য একটি ‘অ্যাপ’ তৈরী করা সংক্রান্ত একটি পোস্ট গতকাল দুপুরে চোখে পড়েছিলো। পড়ে অবশ্য রাতের দিকে সেই পোস্টটি আর খুঁজে পাইনি। যাই হোক, পোস্টটা চোখে পড়ার পর থেকেই সামহয়্যারের সবার অবগতির জন্য কিছু কথা জানাতে ইচ্ছে করছিলো....তো আজকে সেই উদ্দেশ্যেই বহুদিন পর আবার সামহয়্যারে লিখতে বসা।
প্রথমেই যেটা জানাতে চাই, তা হলো- গুগল প্লে স্টোরের অ্যাপ ব্যতীত অন্য কোন ‘থার্ড পার্টির অ্যান্ড্রয়েড অ্যাপ’ ইনস্টলেশনের ক্ষেত্রে সবসময়ই কিছু ঝুঁকির সম্ভাবনা থাকে। ইনস্টলেশনের আগে খেয়াল করে দেখতে হবে- ঐ অ্যাপটি আপনার মোবাইল সেটের কোন কোন স্থানে Access চাইছে এবং সেটা আপনার মোবাইলের নিরাপত্তার জন্য কতখানি স্বস্তিদায়ক।
গতকাল যে অ্যাপটির পোস্ট দেখতে পেয়েছিলাম তার বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছিলো এই যে, তার দ্বারা মোবাইলের স্ক্রীনে আমাদের প্রিয় ‘সামহয়্যারইন ব্লগ’ ডেস্কটপ-এর মতো ভিউ নিয়ে ব্রাউজ করা যাবে…। একসময় ‘সামহয়্যারইন ব্লগ’-এর একটি মোবাইল ভার্সন তৈরী করা হয়েছিলো বলে মোবাইলের ব্রাউজারে ‘সামহয়্যারইন ব্লগ’-এর ওয়েব এড্রেস লিখে ব্রাউজ করা মাত্রই তার মোবাইল ভার্সনটি আমাদের সামনে এসে হাযির হতো…, যা ছিলো বেশ অসুবিধাজনক। সেকারণেই হয়তোবা ডেস্কটপ-ভিউ এর জন্য এরকম অ্যাপ-তৈরীর প্রচেষ্টা।
কিন্তু, সত্যি কথা বলতে কি, যেসব ওয়েবসাইট-এর মোবাইল ভার্সন আমাদের কাছে সন্তোষজনক বলে প্রতীয়মান হয়না, সেইসব ওয়েবসাইট ডেস্কটপের মতো ভিউ সহ মোবাইল থেকে দেখার কাজটি আসলে কোন অ্যাপ ছাড়াই বর্তমান যুগের স্মার্ট ফোনগুলোতে ‘গুগল-ক্রোম ব্রাউজার’-এর একটি বিশেষ অপশন ব্যবহার করে সম্পন্ন করা যায়। আর শুধুমাত্র ‘সামহয়্যারইন ব্লগ’-ই নয়, এই পদ্ধতি ব্যবহার করে আসলে নেটজগতের যে কোন সাইটের-ই মোবাইল-ভার্সন Avoid করে পিসির ডেস্কটপ ভার্সনের মতো ভিউ নিয়ে তা ব্রাউজ করা যায়।
মোবাইল ফোনের গুগল-ক্রোম ব্রাউজারে ‘সামহয়্যারইন ব্লগ’ ডেস্কটপ-এর মতো দেখার জন্য যা করতে হবে তা হচ্ছে এরকমঃ
১. প্রথমে মোবাইলের গুগল-ক্রোম ব্রাউজার-এর উপরের প্রান্তে ডান কর্নারের দিকে তিনটি বিন্দুর ছবি বিশিষ্ট অপশন আইকনে ক্লিক করতে হবে।
২. এরপর যে ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখানে নীচের দিকে Request Desktop Site শিরোণামে একটি চেকবক্স দেখা যাবে। এই চেকবক্সটি চেক করে দিন।
৩. এরপর শুধু সামু কেন, যে কোন ওয়েবসাইট ব্রাউজ করলেই তা এই ব্রাউজারে পিসির ডেস্কটপ মোডের মতোই দেখা যাবে।
২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৪
অরুনি মায়া অনু বলেছেন: আমি আগেই করে নিয়েছি
৩| ০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৪
হাসিব নাহার বলেছেন: প্রথমত
"সামুর জন্য মোবাইল আ্যপ"
পোস্ট ই আমিই করেছিলাম
পরে অবশ্য মডারেটর রা পোস্ট টি রিমুভ করে দিয়েছেন
ঠিক কি কারনে রিমুভ করেছে
তার সুস্পস্ট কারন দেখাতে পারেন
নি ওনারা!
যেটা আসলেই দুঃখজনক।
দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন
ক্রোম এ ডেস্কটপ ভিউ ব্রাউজিং,
ওটা আমি অনেক আগে থেকেই
জানি কিংবা অনেকেই হয়ত
জানেন কিন্তু এই পদ্বতিতে সমস্যা হল
নিম্ন মান সম্পন্ন সেলফোনে এ পদ্বতী তে
ব্রাউজিং এ ঠিক সুবিধে করা যায় না।
স্মুদলি স্ক্রলিং করা যায় না ল্যাগিং প্রবলেম এই আরো কিছু খুঁটিনাটি সমস্যা।
মুলত প্লে স্টোরে কিংবা গুগল
করে ও সামুর অফিশিয়াল কোনো
আ্যপ না দেখে আমি ওই আ্যপটি নিয়ে
পোস্ট করেছি, দুঃখের বিষয় কেউ আসলে আমাকে বুঝল ই না।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০১
সুমন কর বলেছেন: যাদের দরকার তাদের কাজে আসবে।