নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব..

সুনীল সমুদ্র

[email protected]

সুনীল সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

তোমার ফিরে আসা ....

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩



বিজয়ের পতাকা হাতে ফিরে এলে
ঐশ্বর্য্যের আপন মহিমায়-
আরেকবার !

হৃদয় কাঁপিয়ে দিয়ে পুনর্বার
ভাসালে সেই ভালোবাসায় –
যার মোহে
নেশাতুর, আবেগ-আপ্লুত- সেই কতোকাল !

অপেক্ষায় কেটে গেছে কতোটা প্রহর
দেখেছে মেঘেরাই শুধু, সেইসব অসহিষ্ণু
অস্তমিত- ফুঁসে থাকা ক্ষোভ !

অপবাদে অপমানে
তোমার কতোটা রক্তক্ষরণ
জেনেছে বিষন্ন আকাশ, আর আমাদের বলতে না পারা সব
কষ্টের গাঢ় নীল জলরাশী।

মনেও পড়ে না-
কতোকাল তোমার মুখ
দেখিনি সহজলভ্যতায়, আমার আপন স্বাচ্ছন্দ্যের
চিরচেনা সঠিক ঠিকানায়
সরাসরি !

যেন একান্ত নিজের হয়েও
এতোকাল তুমি, রাত্রিদিন অন্য কারও হয়ে ছিলে !

শুধু তোমাকে স্পর্শের জন্য-
আমার কতো-সব
অস্বস্তির ঘোরা-ফেরা, কষ্টের ঘোলা-জলে!
শুধু তোমাকে দেখার জন্য-
আমার কী প্রবল আকুতি
তোমার অবরুদ্ধ জানালার আশে-পাশে !

কাঁদা-মাখা মিথ্যে কলঙ্ক-অপবাদ মুছে দিয়ে
তুমি এসে সূর্য্যের মতো একদিন
দৃপ্ত গৌরবে, দাড়াবে পুনর্বার

সেই বিশ্বাস, সহস্র বুকের মধ্যে
কতোকাল-
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে !

মুক্তিতো অবশ্যম্ভাবী, পরিশেষে সেই আকাশেরই হয়
অজস্র পাখীরা যার, বন্ধু চিরকাল-
অজস্র বুকের মধ্যে যাঁর ছবি
আঁকা থাকে অনশেষ-
ভালোবাসাময়
অমলিন ক্যানভাসে!

......................................
২৪ অক্টোবর, ২০১৯

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি দারুন ফেরার কবিতা !! শুভ সন্ধ্যা কবি।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: দারুণ ভালো লাগা।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

বিজন রয় বলেছেন: বহুদিন পর! বহুদিন পর!!

ভাল আছেন নিশ্চয়ই।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

সুনীল সমুদ্র বলেছেন: জ্বী, ভালো আছি।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা ভালো লাগলো+

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ :)

সকলরে হৃদয়ের অব্যক্ততা যেন মূর্ত হয়ে উঠলো চরণে চরণে
পূর্নতার তৃপ্তিতে অন্তহীন শুভেচ্ছা রইলো

++++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ। আশাকরি ভালো আছেন।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮

বলেছেন: আহ ...........দারুন আবেগ ...

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কামব্যাক।
আবেগমাখা কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।++
শুভেচ্ছা নিয়েন।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

শায়মা বলেছেন: তুমিও ফিরে এসেছো তার সাথে ভাইয়ামনি! :)

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

সুনীল সমুদ্র বলেছেন: হু ..., আমরা কেউ কেউ যাই, কেউ কেউ ফিরে আসি ..., কিন্তু শায়মা ছিলো, শায়মা আছে, এবং শায়মা থাকবে ..... । আপনার অফুরন্ত এনার্জী, আপনার বিশাল বিশাল সব লেখা পড়লে মনে হয় ....., আপনি সামহয়্যারে "এক ইতিহাস" সৃষ্টি করে সবসময় সবার কাছে আদৃত থাকবেন। ..। অনেক ধন্যবাদ আপনাকে । আপনার ডেডিকেশন সামহয়্যারকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত ...।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি সুন্দর কবিতা সাথে নিয়ে এলেন সুনীল সমুদ্র।
শুভেচ্ছা সারাবেলার।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪০

সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ সাজি। আপনি তো প্রচুর লেখালেখি করেন। আপনার অনেক লেখাই অসাধারণ পাঠক-প্রিয়তা পেয়েছে ... ! বলা যায়, আপনার লেখার এক বিশাল ভক্ত পাঠক-গোষ্ঠি আছে .. । ..... এবার এখানেও লিখতে শুরু করুন আবার ..। ... শুভেচ্ছা রইলো অনেক। ...

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া আকাশে উড়ে গেলাম কিন্তু!!!!!


তোমার কথা শুনে আমি সত্যিকারেই পরী হয়ে আকাশে উড়ে গেলাম! হা হা হা

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

সেজুতি_শিপু বলেছেন: আহা! ফিরে আসার এমন উদযাপনের জন্যে মাঝে মাঝে হারিয়ে যাওয়া মন্দ নয় । খুব সুন্দর কবিতা,কবি!

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা পাচ্ছি না। অপেক্ষায় থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.