নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভন সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারও ?
আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারও ?
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?
যে ক’টি ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে
আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?
যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,
আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
অঙ্গীকারের, সে অঙ্গুরীয়?
....................................................................
রচনাকালঃ মার্চ, ২০০৮
( প্রসঙ্গ কথাঃ ২০০৬ থেকে ২০১৩, ‘সামহয়্যারইন ব্লগ’-এ লেখা হয়েছিলো বেশ কয়েকটি কবিতা। বলা বাহুল্য, সেই সময়টাতে অনলাইন জগতে বাংলায় লেখালেখি করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিলো ‘সামহয়্যারইন ব্লগ’। আমরা তখন এখানে লেখালেখি করে যে আনন্দ কুড়াতাম, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পরবর্তী সময়ে ফেসবুক বা অন্য কোথাও লেখালেখিতে তেমন আনন্দ আর খুঁজে পাইনি। ….
এখানে আমার ‘কবিতা লেখালেখি’র সময়টাতে ২০০৮ সালে যে কবিতাটি লিখে আমি সবচেয়ে বেশী সংখ্যক পাঠকদের প্রতিক্রিয়া পেয়েছিলাম সেটাই আজ এখানে আবার পোস্ট করলাম। ….” আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? “ শিরোণামের এ কবিতাটি পাঠ করে অনেকেই তখন আমার ই-মেইলে ব্যক্তিগতভাবে চিঠি লিখেও তাদের ভালো লাগার কথা জানিয়েছিলেন …. সেটি আমার জন্য ছিলো পরম প্রাপ্তি আর তখন তা’ আমার লেখালেখিকে বেশ অণুপ্রাণিতও করেছিলো ….। কবিতাটি সেসময়ে কয়েকটি অনুষ্ঠানে আবৃত্তিও করা হয়েছিলো .... । পরবর্তীতে সামহয়্যারইন ব্লগের ব্লগারদের লেখা কবিতা নিয়ে প্রকাশিত ই-সংকলন- ‘১ ব্যাগ কবিতা’য় এ কবিতাটি অন্তর্ভূক্ত করা হয়, সেটিও এক আনন্দের স্মৃতিময় বিষয় হয়ে আছে আমার কাছে। তবে কবিতাটি যখন এর মূল-উৎস বা কবির নাম উল্লেখ ছাড়াই বিভিন্ন ফেসবুক পেজ-এ কপি-পোস্ট করা হয়, তখন কিছুটা খারাপই লাগে। .... যে কোন লেখাই শুধু ‘সংগৃহীত’ বলে না চালিয়ে মূল লেখকের নাম উল্লেখ করে সৌজন্যতা প্রকাশ করা উচিত বলেই মনে করি। ....)
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
নার্গিস জামান বলেছেন: সাড়ে এগারো বছর পরেও ভীষণ সুন্দর
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
সুনীল সমুদ্র বলেছেন: ..... কোথা দিয়ে কেটে গেছে সাড়ে এগারো বছর ! ... আপনি মনে করিয়ে দিলেন। .... অনেক ধন্যবাদ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন-------------
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২
সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৪
সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে প্রায় সবসময়ই লগইন অবস্থায় দেখি। .. এই সময়ের অত্যন্ত ডেডিকেটেড একজন ব্লগার আপনি। আপনার প্রতি কৃতজ্ঞতা।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬
সাজ্জাদ শুভ বলেছেন: অসাধারণ কবিতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
সেজুতি_শিপু বলেছেন: অসাধারণ ভালোলাগার মত কবিতা। শব্দগুলো এতো নরম আর নিবিড় যে অদ্ভূুত এক মায়া ছড়িয়ে দেয়। লিখুন ।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
শাহিদা খানম তানিয়া বলেছেন: ভীষন মুগ্ধ ভাললাগা । অনন্য কবিতাখানি।
(মুগ্ধতার প্রকাশ রেখে গেলাম, আর কতটা নিজের সাথে নিলাম) ভাল থাকবেন।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া, অনেক বছর পর আপনাকে অনলাইনে দেখলাম। মনে আছে আমার কথা ?
ফেসবুকেও নক করে পাইনি। হয়তো অন্য আইডিতে থিতু হয়েছেন।
পুরনো সেই দিনগুলি অনেক অনেক মিস করি।
বলধা গার্ডেনে সামু ব্লগ আড্ডা থেকেই আপনার সাথে প্রথম দেখা। সবই এখনও চোখের সামনে ভাসে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ ফয়সাল আমাকে মনে রাখার জন্য। .. আমার ফেসবুক আইডি-
https://www.facebook.com/sunil.samudra
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা
শুভেচ্ছা শুভকামনা