নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব..

সুনীল সমুদ্র

[email protected]

সুনীল সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসি, ফিরে আসতেই হয় !

০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১২



কিছুদিন কাটলো অলক্ষ্যে, তন্দ্রায়, তমসায়
কিছুদিন প্রদীপের অল্প আলোয়, ছিড়ে খুঁড়ে শহর এক, দেখেছি অদ্ভুত
জটিল জঘন্য যতো জালিকা বানায়-
জড়ায় বেদনার জড়োয়া সোপানে।

কিছুদিন মেঘের কাছ থেকে দূরে থেকে দেখলাম
কী প্রবল তোমার প্রয়োজন
রয়ে গেছে সর্বত্রই
জীবনের জটিল সব, ভাঙণে, প্লাবনে!

কিছুদিন অন্য আলোর রথে ভেসে চিরচেনা শহর আমার
ইদানীং অচেনা লাগে খুব
নিঃসংশয়ে বুঝে ফেলি এই মৃত্তিকা, এই অলিগলি, এই হাতের স্পর্শ
কোনটাই তোমার মতো নয়-

অগুণতি জটিল ধাঁধার শেষে
যেভাবে পেয়েছি সমাধান, সহস্র, তোমাতেই-
সেভাবে পারে না আর আকাশ পাঠিয়ে দিতে, নিমিষেই
ভ্রান্ত আলোর মাঝে কোন চকচকে যাদুময় পরিণতি!

ফিরে আসি তাই, দেখো বারবার, আসবোনা বলেও
তোমার বৃষ্টি-শেষের আকাশেই ফিরি

অন্য আকাশ জুড়ে অচেনা ঘুড়িদের অদ্ভূত
অজস্র ঘড়ঘড়ে ওড়াওড়ি-
বকাট্টা অস্থির এক জীবন
ভুলের নাটাই দিয়ে ওড়ানো শেষ হলে
একমুঠো শ্বাস
একটি নিবিড় চাওয়ার কাছেই পুনরায় ফিরে আসি,

একটি দ্বিধার দেয়াল দুহাত দিয়ে ঠেলে
জমানো ক্যাকটাস ছুঁড়ে ফেলে
চোখ রাখি তোমার অপেক্ষারত গোলাপের দিকে,

কিছু ফুল, কিছু অপেক্ষা, এতোটা জমিয়ে রাখো বলেই
ফিরে আসি,
ফিরে আসতেই হয় !

…………………..


ঢাকা: ৩ রা এপ্রিল, ২০১০

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

মেহবুবা বলেছেন: আপনার চমৎকার সব লেখা নিয়ে ফিরে আসুন।

সকল ফিরে আসা সার্থক হোক।

২| ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: সব প্রস্থান হারিয়ে যাবার জন্য নহে ভাইয়া।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন

৪| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৪

সেজুতি_শিপু বলেছেন: অসাধারন! এটি কি পুরনো কবিতা? আগে পড়েছি মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.