![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( ২০১০ সালের কথা। তখন মাঝে মাঝেই কবিতা লিখছি এই ব্লগে ...। হঠাৎ করে ইচ্ছে হলো, ব্লগে ভিন্ন একটি নিক খুলে সেখানে বৃষ্টি বিষয়ক সবগুলো কবিতা একত্র করে রাখবো।
তো যেই ভাবা, সেই কাজ। খোলা হয়ে গেলো একটি নতুন ব্লগ নিক - "বৃষ্টি তোমাকে দিলাম"! ..... সেই নিক থেকে বৃষ্টি বিষয়ক যে কবিতাগুলো পোস্ট করেছিলাম, তারই একটি আজ, এই বৃষ্টি ভেজা দিনে, এখানে পুনরায় পোস্ট করলাম। ) ....
বৃষ্টিরা অধঃমূখী হলে -
....................
বৃষ্টিরা অধঃমূখী হলে -
বুঝে নেই চোখ তোমার
সারাদিন আজ দূরগামী-
সুদূর নীলিমা সেঁচে
খুঁজছো সারাদিন তুমি
রত্ন-তুল্য এক
হারানো ঝিঁনুকের স্মৃতি।
বৃষ্টিরা নতমুখী হলে-
বুঝে নেই দৃষ্টি তোমার-
দ্বিধায়, নতমুখে দেখছে নহর,
কেমন স্রোতেরা যায়-
ধুয়ে মুছে সারাদিন
ভ্রান্তির অবসাদ
একদলা, স্মৃতিময় মাটি।
বৃষ্টিরা এলোমেলো হলে-
বুঝে নেই, চোখ তোমার
কী প্রবল টলোমলো আজ
কী নিবিড় প্রার্থনায়
বিরান রাত্রি জুড়ে ঝরে জল-
থোকা থোকা গোলাপও থাকে
বিষন্ন প্রবল-
বেদনার্ত বাগানের বুকে।
বৃষ্টিরা হঠাৎ সকালে
সিক্ত করলে এ শহর
বুঝে নেই বৃক্ষ এক
রিক্ত হয়েছে নিদারুণ !
খুব বেশি খুঁজছে সে হারানো সবুজ
ঝরে পড়া, পল্লবে পল্লবে।
বৃষ্টিরা কাছের হলে
বুঝে ফেলি-
শেষাবধি আজো তুমি, কতোটা দূরের !
কতোবার-
তুমিহীন, নগরী আমার
প্রতিদিন
খরায় কেঁদেছে -
কতোবার-
তুমিময় এই বুক
তুমি ছাড়া
নীরবে ভিজেছে !
......................
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৫
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ শায়মা।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।
তুমিময় এই বুক
তুমি ছাড়া নীরবে ভিজছে - চমৎকার।
কিন্তু আপনার বৃষ্টি তোমাকে দিলাম নিকের সাথে পরিচিত ছিলাম না
অধঃমুখী আর নতমুখী কি একই শব্দ না?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৪
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
হুঁ, অধঃমূখী আর নতমূখী ..... একই তো শব্দ!
যখন লিখেছিলাম, তখন হয়তো ভিন্ন শব্দ খুঁজতে গিয়ে - 'ঊর্ধ্বমুখী' লিখতে গিয়েও সতর্ক হয়ে গিয়েছিলাম, কেননা বৃষ্টিতো আর যাই হোক .... 'ঊর্ধ্বমুখী' হয় না ! ...
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর আপনাকে পড়ছি। অসম্ভব সুন্দর কবিতা। বৃষ্টির নিকটাই কখনো যাওয়া হয়নি ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩
সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ। বৃষ্টি ব্লগের ঠিকানা:
বৃষ্টি তোমাকে দিলাম
দু তিনটে লেখার পর আর Continue করা হয়নি ...!
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২
ইসিয়াক বলেছেন: বৃষ্টির মত স্নিগ্ধ সুন্দর কবিতা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২
মেহবুবা বলেছেন: আপনার কবিতার গভীরতা, বৃষ্টির জলে ঢাকা আছে ;
তুমুল বাতাসে সরে গেলে ছিটে ফোটা দেখা মেলে, আপনার মত।
৮| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪২
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা। বৃষ্টির মত মায়াময় স্নিগ্ধতা এর প্রতিটি লাইনে।
৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: বৃষ্টি শুধু মাটিকেই নয়, মানুষের মনকেও ভিজিয়ে যায় (একই কথা যেমনটি শায়মা প্রথম মন্তব্যটিতেই রেখে গেছেন)!
বৃষ্টি অধোমুখী হলে মানুষের দুচোখ কি ঝাপসা দিগন্তমুখী হয়?? কী খোঁজে?
সুন্দর কবিতা লিখেছেন। + +
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮
শায়মা বলেছেন: বৃষ্টি দেখলেই মন ভিজে যায়।
অনেক সুন্দর কবিতা ভাইয়া।