নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব..

সুনীল সমুদ্র

[email protected]

সুনীল সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

কবি হইতে কি লাগে ?

১৭ ই মে, ২০২৩ রাত ১১:২৪



প্রায় পাঁচ ছ'দিন পর আজ হঠাৎ ব্লগে ঢুকতেই হঠাৎ একটা পোষ্টে চোখ গেলো। ...

ব্লগার 'জটিল ভাই' আসুন কাব্যের পথে - শিরোণামে একটি ছড়া-কবিতা লিখেছেন- যার প্রথম চার লাইনের অনুচ্ছেদটি এরকম - "আর্ট করতে হাত লাগে/গান করতে রাগ লাগে/নাচ করতে মুদ্রা লাগে/কবি হইতে কি লাগে ?".. এরপর কবিতাটির অপরাপর কয়েকটি অনুচ্ছেদেই ঘুরেফিরে সেই লাইনটি এসেছে - "কবি হইতে কি লাগে?

হঠাৎ করেই এই লাইনটা একটা ছন্দ ভাবনার মধ্যে ফেলে দিল ! সত্যিই তো ! কবি হইতে কি লাগে ? কবি হইতে কি কি লাগে !
এই লাইনটাকে কেন্দ্র করে কি একটি কবিতা লিখে ফেলবো ? ..... একজনের কবিতার উত্তরে আরেকটি কবিতা !
খুব মনে পড়ে গেল ২০০৬, ২০০৭, ২০০৮ .....২০১২, ২০১৩ সালের দিকে ব্লগের বসন্তকালের সেই বর্ণাঢ্য দিনগুলোর কথা। ... সেই সময়েও কিন্তু একজনের একটি পোষ্টের কোন একটি লাইন অবলম্বনে হয়তো লেখা হয়ে যেত আরেকজনের আরেকটি পূর্ণাঙ্গ পোস্ট ! ... ব্লগে ব্লগারদের মধ্যে পারস্পরিক ইন্টারেকশনটা খুব ভালোভাবেই হতো !

.... অনেকদিন পর ভাবলাম, আজও সেরকমই হয়ে যাক। "কবি হইতে কি লাগে" এই প্রশ্নের উত্তরে ... তৈরি হয়ে যাক, আরেকটি কবিতা ! ..... লিখতে গিয়ে মনে পড়লো, আগে লিখতাম পিসিতে- অভ্র কী-বোর্ডে 'ইউনিজয় কী-বোর্ড লেআউট' এর সাহায্যে! ..... আর এখন লিখছি অ্যান্ড্রয়েডে, জী-বোর্ড নামের কিবোর্ড এর ভয়েস টাইপিং অপশনের সাহায্যে ! ... সময় গড়িয়ে গেছে অনেক ! ... লেখালেখির প্রযুক্তিও কতোটাই না এগিয়ে গেছে !

যাইহোক, অবশেষে তৈরি হলো কবিতা।
কবিতার নাম .... আচ্ছা, সেই লাইনটাই থাক - "কবি হইতে কি লাগে ?"!


কবি হইতে কি লাগে ?
............

কবি হইতে, 'কষ্ট' লাগে
ছড়া-ছন্দের মাত্রা জ্ঞান
এক-আধটু, বুঝতে লাগে ।

কবি হইতে, 'পড়ুয়া' লাগে
দিন-রাত্রি, দেশ-বিদেশী
কাব্য পাঠে, ডুবতে লাগে।

কবি হইতে, 'আবেগ' লাগে
বুক-তোলপাড় ভাবনাগুলো
সু-উপমায়, গাঁথতে লাগে !

কবি হইতে 'স্বপ্ন' লাগে
ঘোর-বেঘোরে মদির চোখেই
প্রেম যমুনায়- ভাসতে লাগে !

কবি হইতে 'কাব্য' লাগে
সহজ কথা শোভণ ঢঙে
নিবিড় মায়ায়, বাঁধতে লাগে।

কবি হইতে 'মন'-টা লাগে
মান-অভিমাণ, প্রেমের ভেলায়
হঠাৎ ঢেউয়ে, ভাসতে লাগে !

কবি হইতে 'গান'-টা লাগে
সুরের ছোঁয়ায়, বাঁশির সুরে
হঠাৎ রাতে, কাঁদতে লাগে !

কবি হইতে 'ফুল'টা লাগে,
কষ্ট ভুলে, ফুলের তোড়ায়-
বুকের কাছে- টানতে লাগে।

কবি হইতে 'আকাশ' লাগে
সুনীল সাগর, আকাশ সমান
উদার বুকে, প্রেম-টা লাগে।

কবি হইতে 'বৃষ্টি' লাগে
বুকের মধ্যে, সারারাত্রির
কষ্ট ঝরার, লগ্ন লাগে।

....... .......



মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৩ রাত ১১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন আর সেই যুগ নাই। এখন আর কবি হতে কিছুই লাগে না। মনে যা আসে তা’ পর পর লিখে দিলেই কবিতা হয়ে গেল। এরপর এটাকে কেউ মনে করুক আর না করুক তাতে কারো কিছুই যায় আসে না।

১৮ ই মে, ২০২৩ রাত ১২:২৬

সুনীল সমুদ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। .... কবিতার ভালো -মন্দ মূল্যায়নের বা অনুধাবনের 'জাজমেন্ট' আসলে সব যুগে, সব কালেই থাকে বা থাকবে ...। হয়তো সেটা এক এক সময়, এক এক ফরমেটে থাকে ! ....

২| ১৮ ই মে, ২০২৩ রাত ২:০০

আহমেদ জী এস বলেছেন: সুনীল সমুদ্র,




অপূর্ব..... অপূর্ব......

শেষের স্তবকটিই সবচেয়ে কাব্যিক ও মোহময়। ++++++++++

১৮ ই মে, ২০২৩ সকাল ৭:৫৯

সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্যে।

৩| ১৮ ই মে, ২০২৩ রাত ২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


ছড়া লিখলে ছড়াকার হয় 'কবি নয়।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:০১

সুনীল সমুদ্র বলেছেন: তাও তো ঠিক ! ....
অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই মে, ২০২৩ রাত ৩:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



কবি হতে যা লাগে তার ভাল একটি তালিকা দিয়েছেন ।
কবিতা লেখা বিষয়টি যে খুব সাধারণ বিষয় নয় তা আমি হলফ করে বলতে পারি।
তবে একথা বলতে পারি যে জিনিসটা বেশী দরকার সেটা হলো,প্রচুর কবিতা পড়া।
দেশি,বিদেশি সব ধরনের।তাহলে কবির ভাবনার জগৎ অনেক বিস্তৃত হবে।যতবেশি
ভাবতে পারবে তার সৃষ্টি তত সৃজনশীল হবে।

শুভকামনা রইলো আপনার জন্যে।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:২০

সুনীল সমুদ্র বলেছেন: যথার্থ বলেছেন। ... কবি বা লেখক হবার প্রথম শর্ত-ই হচ্ছে, নিজে প্রচুর বই পড়া। ... ধন্যবাদ আপনাকে। এটা মনে করিয়ে দেবার কারণে কবিতা-র দ্বিতীয় অনুচ্ছেদে এটিও সংযোজন করে দিলাম। ....
আপনার জন্য শুভকামনা রইলো।

৫| ১৮ ই মে, ২০২৩ ভোর ৫:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝা যাচ্ছে কবি হতে ম্যালা কিছু লাগে।

১৮ ই মে, ২০২৩ সকাল ৮:২৪

সুনীল সমুদ্র বলেছেন: তাই তো মনে হচ্ছে ! .... ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই মে, ২০২৩ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনি এমনি কবি হওয়া যায় না।

১৮ ই মে, ২০২৩ সকাল ১১:২৮

সুনীল সমুদ্র বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১৮ ই মে, ২০২৩ সকাল ১০:৪১

কিরকুট বলেছেন: কবি হতে জলের মতো মন লাগে । দৃষ্টীকোন লাগে ।

১৮ ই মে, ২০২৩ সকাল ১১:৩০

সুনীল সমুদ্র বলেছেন: হুঁ, 'জলের মতন মন, লাগে বিশেষ দৃষ্টিকোণ' !

৮| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৪১

সুদীপ কুমার বলেছেন: এতকিছু লাগে।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:২৪

সুনীল সমুদ্র বলেছেন: জ্বী। ..... ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: ওকে।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:২৫

সুনীল সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:০৮

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার হয়েছে কবিতার প্রত্যুত্তরে আপনার কবিতাটাও।

ঝাঁকি না দিলে কাজ হয় না, জটিলেন্দ্র ঝাঁকি দিল আর আপনারও একটা কবিতা প্রসব করা হয়ে গেল।

ঝাঁকি থেকে যদি ভাল কিছু হয় তবে ঝাঁকিই উত্তম। জয় বাবা ঝাঁকিনাথ।

১৯ শে মে, ২০২৩ সকাল ৮:৩৯

সুনীল সমুদ্র বলেছেন: আপনার শব্দচয়ন যথার্থ । আসলেই 'ঝাঁকি' থেকেই নতুন সৃষ্টির উদ্ভব! ... একটা নতুন মোড়ে ঘুরে যাওয়া! ... একটা নতুন spark. .... ধন্যবাদ আপনাকে।

১১| ১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওমাগো, কবি হইতে হইলে এত্ত কিছু লাগে? এখন তো চেকলিস্ট নিয়া বসতে হবে, কবি হইতে পারছি কিনা :)

তবে, আপনার ছড়া বা কবিতাখানি মজার হয়েছে এবং ভালো লেগেছে।

১৯ শে মে, ২০২৩ সকাল ৮:৪২

সুনীল সমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ। .... চেকলিস্টে নতুন কিছু সংযোজন করলে জানাবেন।

১২| ১৯ শে মে, ২০২৩ ভোর ৪:১১

হাসান জামাল গোলাপ বলেছেন: কবি হইতে কি লাগে তা কি স্বয়ং কবিরা জানে?

২০ শে মে, ২০২৩ সকাল ৭:১২

সুনীল সমুদ্র বলেছেন: সবাই জানেনা হয়তো ! আবার কেউ কেউ হয়তো নিজের অজান্তেই জানে !

১৩| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:১৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার আন্তরিক ডেডিকেসনের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন। সেইসঙ্গে দেরিতে মন্তব্য করার জন্য ক্ষমা চাচ্ছি :(
আসলে কাব্যের নামে ছড়িয়ে পরা "কা কা রব" দেখে বলেছি "কবি হতে কি লাগে?" কিন্তু এজন্যে আপনি এতো বিশাল চেকলিস্ট নিয়ে উপস্থিত হবেন তা কখনো ভাবিনি। আমিও মনে-প্রাণে বিশ্বাস করি যে, কাব্য কোনো সহজ বিষয় নয়, বরং সাধনার বিষয়। কিন্তু কাব্যের নামে চলা কা-কা দেখে মনে হয় জগতে কাব্য লিখাটাই একমাত্র সস্তা আর সহজ বিষয়। যাতে যে কেউ, যখন খুশি তখন, যেভাবে খুশি সেভাবে, কাব্যের বাগানে ঢুকে গগনবিদারী চিৎকার করে বলতে পারে, "আমিও কবি!" :(

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

মেহবুবা বলেছেন: পারেন বটে !
সব তো লিখে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.