![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শেষ বারের মত তোমাকে স্পর্শ করলাম।
তোমার রূপ আর যৌবনের হাতছানি আর কাছে টানবে না,
তোমার বিনিদ্র রাত জাগাও আলোরিত করবে না আর আমাকে,
বেস্যার ভালবাসায় প্রেমিকার আকুলতা থাকে না।
আমাকে এবার প্রিয়ার ডাকে সারা দিতে হবে ,
যেতে হবে তার কাছে , যেতেই হবে।
বহুদিন তার ডাকে সারা দেয়া হয়নি, এবার তার কান্না মুছার পালা।
©somewhere in net ltd.