নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
■
০১.
সুরের লহরীতে আকুল আবেদন ভোরের মোনাজাতে
গোলাম অবনত অলোক সুধা কোরআন তেলাওয়াতে
দিনের যাত্রা শুরু রাতের মায়াবনে জীবন খেয়ে খেয়ে
অপার সুধা-সুখে ব্যাকুল ফেরেশতা রবের কায়েনাতে।
■
০২.
কুজন কলরবে ফুলেরা মসজিদে এনেছে মায়া-ভোর
অধীর সাধনায় খুলেছে পৃথিবীতে অহীর আলো-দোর
ভোরের প্রতিবেশে অচেনা সুর আসে ক্ষমার চিৎকারে
আগত জীবনের পাথেয় হয়ে আজ হৃদয়ে নামে ঘোর।
ছবি: নিজস্ব ক্যালিগ্রাফি।
২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনবদ্য-ছবি ও কবিতা।
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
তপোবণ বলেছেন: দারুণ ক্যালিগ্রাফি! কবিতা ছন্দময় ভালো লাগলো। ভালো লিখেছেন, কীপ কন্টিনিউ।
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার কবিতা। আরও লিখুন।
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: দারুন !!!
ভালোলাগা রেখে যাচ্ছি ।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: ভোরের রুবাইয়াত - বেশ ভাল হয়েছে। + +
অহীর মানে কী?