নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
বিধ্বস্ত এক— জনপদে আরো বিধ্বস্ত
হয়ে আমি; ঘুমিয়ে যাই নির্বিকার চিত্তে
বাতাসের হাত ধরে; যেন স্বপ্ন ভাঙ্গার পর
গল্পের প্লটে নিজেই গল্প হয়ে— না হারাই!
বিষাদ হজম করে পড়ি বিবিধ তাসবিহ
হজম না হলে গালাগালি নিজেকে দিয়ে
চেয়ে দেখি আমার এই সকরুণ অনুভব
কঙ্কালের এক বিরাট অনুষ্ঠানে দাঁড়িয়ে!
আমিত্বে উড়তে থাকা বিশ্বাসের আঁচলে
বিম্বিত হলে অধিকার; ঘাসের ফরাসে
ঘুম নেমে আসে খরান-চোখে অনবরত
এলিট অঙ্কে বিধ্বস্ত আমি ক্রুর হয়ে যাই!
প্রেমে এবং আতঙ্কে রোজ সিনেমা হয়ে
অভিনীত বিরল ছবির বাজার-বিনিময়
অনুমানে ব্যর্থ আমার নিখাঁদ অহমবোধ
পুঁজির বাক্সে আটকে দিয়ে বিপর্যস্ত হই!
ডানা-মেলা পাখির মত উড়ার আশাবাদ
ব্যক্ত করার জায়গা এখন শূন্য আমাদের
তিরতির বাতাস থেমে গিয়ে অগণিত এই
দুর্দশার পথ আরোও দুর্দশাময় করে যায়!
এখানে ঘোর হতাশায় কারো ডিপ্রেশনে
বিরাট কৌতুক জন্ম নিয়ে পৃথিবী হাসায়
ঠাপের মেয়াদ দীর্ঘ হলে নাকি এমন হয়!
শোনা কথা অবশ্য আমি বিশ্বাস করি না!
আমি নানান হেকমতে যা বলি প্রতিদিন
যারে বলি সেও সে কথায় খুশি হয়ে যায়
মাঠে মারা যায় আন্দোলন। জনতা ঘুমায়
রোজ হাশরের 'কিরা' দিয়ে; যাতনা ভুলে।
এলান এল প্রেমের আলিঙ্গনে কর দিতে
নিজস্বতা সব ভুলে যাও ক্ষমতার প্রশ্নে
বিধ্বস্ত এক— জনপদে আরো বিধ্বস্ত
হয়ে আমি; ঘুমিয়ে যাই নির্বিকার চিত্তে!
৩১ অক্টোবর ২০২০।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৭
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা। ভালো লাগলো