নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালি কে ভালোবাসি

আমি সত্যের সন্ধান করতে জ্ঞান অর্জন করি..,

সুরাজ হাসান

আমি একজন সাধারণ মানুষ.....ব্যাস এটাই আমার পরিচয়

সুরাজ হাসান › বিস্তারিত পোস্টঃ

কিছু তিক্ততা অভিজ্ঞতা

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১২

আমার জীবনের প্রায় ১৮, ১৯ বছর কিভাবে কেটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। এখনো মনে হয়, এইতো কিছু দিন আগেইত আমরা দুই ভাই আর সেজ কাকুর ছেলে সাজিদ কালো রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরে স্কুলে যেতাম। এই কিছুদিন আগেইত Head Sir আমাকে আর সাজিদকে স্কুলে আসতে দেরি করার জন্য মাঠে কান ধরে দাঁড় করিয়ে দিল। অথচ এই ঘটনাগুলো ঘটেছে আজ থেকে প্রায় ৯ থেকে ১০ বছর আগে। এভাবেই হয়ত একদিন জীবনের Expire Date দেখতে দেখতে শেষ হয়ে যাবে।

এইটুকু জীবন !!! যখন সময়টা ভাবী তখন মনে হয় খুবই কম, কিন্তু যখন আভিজ্ঞতার কথা ভাবী তখন মনে হয় অনেক বেশী। কেন যেন দুটি জিনিস এক সাথে মিলাতে পারি না। আর তিক্ত আভিজ্ঞতাই বেশী মনে থাকে।

জীবনটা যদি এত ছোটই হয়, তাহলে কেন আমাদের আভিজ্ঞতা এতো তিক্ততার সম্মুখীন হয়। কেনইবা মানুষ এতো Profitable চিন্তা ভাবনা করে !!!!!

আমরা বলি মানুষ যত যাই বলুক না কেন,, মানুষের মধ্যে যত ভেদাভেদ থাকুক না কেন, সব মানুষের দুনিয়ায় আসার এবং যাওয়ার রাস্তা একই। কিন্তু আমরা যখন ট্রেনে কথাও যাই তখন কিন্তু সবার প্রস্থান এবং গন্তব্য একই থাকে, কেউ যায় AC তে, আবার কেউ যায় চেয়ারে, কেউ যায় দাড়িয়ে, এরা আবার নামবে একই জায়গায়। তাই পার্থক্য হল কে কিভাবে গেল। আমাদের জীবন ঠিক একি রকম। আমরা আসি একি স্থান থেকে যাই আবার একই স্থানে, এমনকি বাহনও একটাই শুধু পার্থক্য প্ল্যাটফর্ম এ। তাই জীবনটাকে রেল গাড়ির সাথে তূলনা করা হয়। আর যেই লোকগুলো AC তে বসে যাত্রা করে তারা কখনই দাঁড়ানো লোকের যাত্রার দুঃখটা বুঝবে না, সে আপন লোক হোক আর পরই হোক…।।
সুরাজ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

এমএম মিন্টু বলেছেন: ভালো অভিজ্ঞতা

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

নিলু বলেছেন: সময় চলে যায় দ্রুত এটাই বাস্তব

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১

সুরাজ হাসান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.