![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ.....ব্যাস এটাই আমার পরিচয়
এক বিদেশী বন্ধুর সাথে আমার কাল একটা সোসাল নেটওয়ার্কে ইংলিশে চ্যাট হচ্ছিল।(বাংলায় অনুবাদ:-)
#বিদেশীবন্ধুঃ আপনি ইন্ডিয়ান তাই একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই।
#আমিঃ হ্যা বলুন।
#বিদেশীবন্ধুঃ আমি আজ গুগলে ইন্ডিয়া লিখে সার্চ দিতেই প্রায় পাঁচ কোটিরও বেশি তথ্য দেখতে পেলাম।তো আমি এক এক করে পড়তে লাগলাম। হটাত্ এক জায়গায় দেখি "ইন্ডিয়া কান্ট্রিতে বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে সেটি নাকি কট্টরপন্থী একটা ধর্মিয় পার্টি ।" লেখাটা পড়ে আমার খুব খারাপ লাগল। ইন্ডিয়া সম্পর্কে আরো কিছু জানার জন্য আমার ইচ্ছে হলো।তারপর আমি আরো কিছু তথ্য পড়তে লাগলাম। হটাত্ একটা তথ্য পড়ে আমি অবাক হয়ে গেলাম।বিশ্বের প্রথম বৃহত্তম ধর্মোনিরপেক্ষ দেশ হচ্ছে এই আপনাদের ইন্ডিয়া,বাট এখানে কিভাবে একটা কট্টরপন্থী পার্টি কেন্দ্র সরকারে আসতে পারে। ওহ গ...ড। আপনাদের দেশ সত্যিই খুব শিঘ্রই গনতন্ত্রের নামে ধর্মোতন্ত্র প্রতিষ্টা করে ফেলবে এতে কোনো সন্দেহ নেই ।
#আমিঃ আমি শুধু একটা দীর্ঘশাস ফেললাম....এবং হুম বললাম...
কারন কথা বলার মত কোনো মুখ ঈ আমার ছিল না সেখানে....সত্যিই তো আমাদের দেশ নামে ধর্মোনিরপেক্ষ দেশ....কিন্তু কামে হচ্ছে বিশেষ এক ধর্মোপেক্ষ দেশ...
সুরাজ
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
বাউল আলমগী সরকার বলেছেন: হু খুব ভাল কথা
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
সুরাজ হাসান বলেছেন: ধন্যবাদ......... কমেন্ট করার জন্য
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
সুরাজ হাসান বলেছেন: ধন্যবাদ......... কমেন্ট করার জন্য
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
সুরাজ হাসান বলেছেন: ধন্যবাদ......... কমেন্ট করার জন্য
৬| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: সত্য কথন, ভাল লাগল। ধন্যবাদ
৭| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫
সুরাজ হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,কষ্ট করে পোষ্ট দেখার জন্য
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
মনির হোসেন মমি বলেছেন: বেশ সত্য কথা বলেছেন।