নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

কবুল নি, বলেন কবুল: একজন মানুষ কখন সেয়ানা হয়

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

বড় ভাইয়ের বিবাহ। সে বিয়েতে ছোট ভাইও হাজির আছে। বড় ভাই একটু সোজা সরল আর ছোট ভাই চালাক চতুর। কাজী সাহেব বিয়ে পড়াতে বসলেন। দোয়া দরূদ পড়া শেষে কাজী সাহেব যখন বললেন কবুল নি, বলেন কবুল। তখন বড় ভাই বলল, আমাগো এবাদে জানে। এবাদ মানে এবাদল হক হইল ছোট ভাইয়ের নাম। কথাটি শুনে লোকজনের হাসাহাসিতে পুরো একাকার অবস্থা।

এখন আসি আমার এরশাদ কাগুর কথায়। উনি বলেন আমি মিথ্যাবাদী হয়ে কবরে যাবনা। আবার বলেন আর অপমানিত হতে চাইনা। দুই নেত্রীর কবল থেকে মানুষ মুক্তি চায়। আওয়ামীলীগ আবার ক্ষমতায় গেলে মসজিদে আযান হবে না।

হায়রে এরশাদ কাগু, আপনি দেখি এবাদে জানে বলা বেকুপ লোকটির চেয়েও খারাপ। না হয় কোন লোক কি এক মুখে এত কথা বলে। আপনি একবার বলেন আমি মহাজোটে থাকব না। আবার ঠিকই মহাজোটের মন্ত্রী সভায় যোগ দিলেন। জনগণকে নিয়ে খেল তামাশা আর কতদিন।

জনগণকে কি বিদিশা পাইছেন। আর নাকি শাকিলা জাফর পাইছেন ভুলিয়ে বালিয়ে..........

এরশাদ কাগু আপনি কি জানেন, জনপ্রিয়তার বিচারে আপনার অবস্থান শূণ্যের কোঠায় নেমে গেছে।

আপনি কি করে এমন তামাশা করতে পারলেন। একরার ভেবে দেখুন বিএনপি ক্ষমতায় গেলে আপনার কি দশা হয়। এরই বুড়ো বয়সেও কি আপনার বোধদয় হবে না। আর কত বয়স হলে পরে আপনি সেয়ানা হয়ে উঠবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

রাহুল বলেছেন: কাগু একটা খেইল দেখাইলো ,বিএমপিরে কোনঠাসা কইরা দিলো।এবার হরোতাল ছাড়া কোনো গতি নাইক্কা।লে হালুয়া,এবার লাগাতার হরোতাল নয়তো দরজায় খিল। :) :D B-) ;)

লে লে লে লেলে মজালে। :P =p~

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

সুহৃদ আকবর বলেছেন: কাগুরে কই কাগু, আন্নে হিড়ে চালা বান্ধেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.