![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবস্ত্র হতে হতে কতটুকু উদোম হলে তাকে ন্যাংটা হওয়া বলে তা আমি জানি না।
লাথি উচটা খেতে খেতে কত জীবন পার করলে তাকে ব্যর্থ জীবন বলে তা আমি জানি না।
নিচে নামতে নামতে কতটুকু নিচে নামলে অতলের খোঁজ পাওয়া যায় তা আমি জানি না।
কত শত মানুষের মরা লাশ জমলে এ বাংলাদেশকে গণহত্যার আড়ৎঘর বলা হবে তাও আমি জানি না।
বাংলাদেশের সকল মানুষই আজ জীবন্ত লাশ, গুলি তাক হয়ে আছে তার দিকে, সে হয়ে আছে মৃত্যুর নিশানা।
যে কোনো সময় গুলি ঝাঝরা করবে তার বুক।
নিশানা ভেদ করে বিদ্ধ করবে তার শরীর।
তবুও কি আমরা মানুষ আছি? গোটা বাংলাদেশটাই এখন লাশের আড়ৎঘর।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মৃতের মিছিলে নেতৃত্বের বড়াই
পাক বাহিনির ছায়া ক্ষমতার দম্ভে!
আহ কি দুর্বিসহ জীবন! তেলাপোকার মতো বেঁচে থাকা!
বিদ্রোহ থেমে যায়- দায়ের ফাঁদে! এ ফাঁদ কাটাতেই হবে।
নইলে মৃত পঁচা আত্মাতো শুধূ গন্ধ ছড়ায়!
ভাগারে মসনদে শকুনেরা
উল্লাসে চিৎকারে ভীত মানুষের ভয়ার্ততায়!
সামনে আরও লাশ, আরও ক্ষমতা, আরও বিভৎসতা!!!!
অত:পর
একটি প্লাবন-ধূয়ে মুছে সব শকুনের ঝাক
বাংলাদেশকে করবে আবার স্নিগ্ধ সবুজ .....
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ