![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় আমি পরকীয়ার মানে বুঝতাম না। বয়স হবার সাথে সাথে এ বিষয়টির সাথে আমি পরিচিত হই। আমার কাছে দিবালোকের মত পরিস্কার হতে লাগল পরকীয়ার বিষয়টি। ছোটবেলায় পরকীয়া মানে বুঝতাম পরের কাজ করাকে। আর এখন ভাবি আমার সে ধারণা ভুল ছিল। আসলেই তাই।
পরকীয়ার প্রমিত বাংলা অর্থ হল-বিবাহিত নারী/পুরুষের সাথে অবৈধ প্রেম করা। এর পারিভাষিক অর্থ হল-পরের সুন্দরী স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে বলতে এক সময় ঐ নারীর মন জয় করে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করা। অথবা ঐ নারীকে নিয়ে পালিয়ে যাওয়া। বিয়ে করা। এতে ঐ নারীর দুই তিনজন ছেল-মেয়ে থাকলেও তাতে আপত্তি থাকে না প্রেমিকের। এসব কারণে পরকীয়া বিষয়টিকে আমি ভালোভাবে মেনে নিতে পারিনি কখনো। কিন্তু আজকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিলেন আমার এক সুহৃদ সাংবাদিক।
তিনি বললেন, পরকীয়া করা একটা আর্ট। কেননা পরকীয়া করতে অনেক বুদ্ধি-জ্ঞানের প্রয়োজন হয়। কোনো সাধারণ মানুষ এ পরকীয়া সম্পর্ক করতে পারে না। তাই পাঠকের সামনে এ বিষয়টি নিয়ে হাজির হলাম। আমি মনে করি, আমাদের সমাজে যে হারে নারী/পুরুষরা অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ছে। ভবিষ্যতে এর হার আশংকাজনক হাবে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এমন একদিন হয়তো আসবে যে পরকীয়ায় লিপ্ত নারী/পুরুষরা পরকীয়ার সম্পর্ককে আদালত কর্তৃক বৈধতা দেয়ার জন্য মানববন্ধন করবে। তই সময় থাকতে এ বিষয়ে একটা সুরাহা হওয়া দরকার বলে মত দিয়েছন সমাজ চিন্তকরা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
সুহৃদ আকবর বলেছেন: এভাবে বলে না ভাই। পরকীয়াশীল ব্যাক্তিরা মনে কষ্ট পাবে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
উদাস কিশোর বলেছেন: কোনো সাধারণ মানুষ এ পরকীয়া সম্পর্ক করতে পারে না।
তারাই করতে পারে ! যারা খাটাস টাইপের লুচ্চা ।
ধিক্কার জানাই
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
তাসজিদ বলেছেন: যারা পরকীয়া করে তারা কি একবারও ওই পরিবারের মান সম্মানের কথা ভাবে না।
আর পরকীয়াতে যেহেতু শরীরই প্রধান কাম্য তাই একে এক রাশ থুথু
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
তাসজিদ বলেছেন: তবে বর্তমানে এই নোংরামি ভয়ানক হারে বেড়ে গেছে। আর অস্বীকার করে লাভ নেই, প্রযুক্তি এই হার কে বাড়িয়ে দিয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
সুহৃদ আকবর বলেছেন: প্রযুক্তির দোষ দিয়ে লাভ কি বলেন, বাস্তবতায় আসেন। আমাদের দেশে যে হারে মানুষ তাদের স্ত্রীদের ছেড়ে বছরের পর বছর বিদেশ থাকে তাও একটা অন্যতম কারণ হিসেবে বলতে পারেন।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
তাসজিদ বলেছেন: কাকতালীয়। bd news এ দেখলামঃ
ঝালকাঠীতে স্ত্রীর ‘পরকিয়ায়’ স্বামী খুন
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
হু মু এরশাদ বলেছেন: আর্ট !
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
হাসান মাহবুব বলেছেন: এইসব আর্ট আপনার পাছার মধ্যে হান্দাইতে চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
সুহৃদ আকবর বলেছেন: হাসান মাহবুব ভাই। গালিটা কাকে দিলেন আমাকে নাকি অন্য কাউকে।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
দুষ্টু ছোড়া বলেছেন: ঐ সাংবাদিক আর্ট বলেছেন কারন যারা পরকিয়া করে তারা (হয়তোবা তিনিও) কৌশলে তাদের স্ত্রীর চোখ এড়িয়ে সাফল্যের সাথে ঐসব কাজ করে যায়, আর আত্নতুষ্টির সাথে ভাবে তাদের/তার স্ত্রী তো কিছু বুঝছেই না, উপরন্তু সতি-সাবিত্রীর মতো স্বামীর প্রতি অনুগতই আছে। কে জানে তার স্ত্রী হয়তো তার চেয়েও বড় আর্টিষ্ট, আরো নিখুঁত তার ক্রীয়া কর্ম।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
ঢাকার কুতুব বলেছেন: যে প্রেমে যতো বাধার সম্ভাবনা, সে প্রেম ততো মহান। সাধারণ প্রেমের চেয়ে পরকীয়া অনেক ঝুকিপূর্ণ। এতো ঝুকি নিয়ে যারা পরকীয়া করে, তাদের প্রেমের টান অনেক বড়ো। ইতিহাস ঘাটলে দেখা যায়, ঐতিহাসিক সকল প্রেমই ছিল পরকীয়া। সাধে কি আর কয়?
পাখির মধ্যে টিয়া আর প্রেমের মধ্যে পরকীয়া।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সুহৃদ আকবর বলেছেন: পাখির মধ্যে টিয়া আর প্রেমের মধ্যে পরকীয়া। নতুন একটা শ্লোক শিখলাম। ধন্যবাদ-ঢাকার কুতুব ভাই।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
হেডস্যার বলেছেন:
পরকীয়াকারী হল বিশ্বাসঘাতক মীরজাফর, গাদ্দার আর অকৃতজ্ঞ।
এর শাস্তিঃ
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
ব্লাক উড বলেছেন: ধরা পরলে "আর্ট" পুটকীর মধ্যে হান্ধাইয়া দিবে......
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
সুহৃদ আকবর বলেছেন: ধরা পড়লে তো কিচ্ছু করে না । দেখি হুজুর মোল্লারা বিয়ে করাইয়া দেয়।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
অনুগমন বলেছেন: "Every action has an equal and opposite reaction"
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ব্লাক উড বলেছেন: ধরা পরলে "আর্ট" পুটকীর মধ্যে হান্ধাইয়া দিবে......
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
পথহারা নাবিক বলেছেন: আমার কিছু বন্ধু বান্ধব গর্বের সাথে পরকীয়া করে বলে স্বীকার করে। থু তাদের মুখে!