![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানেই থাক তুমি অনেক অনেক ভালো থেকো-প্রিয়তমা,
প্রিয়মুখ, প্রিয়মানুষ আর আমার প্রিয়বন্ধুরা।
তোমার উপর একটু-আধটু অভিমান আছে বটে তবে অভিযোগ নেই।
নেই প্রতিশোধের স্পৃহা কিংবা অভিলাষ
সেই কতকাল আগে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি।
এখন আমার কথা ভাবার তোমার এত সময় কই।
এখনো তোমার মায়াবী চেহারা চোখের সামনে ভেসে উঠলে বুক আমার ধক করে উঠে।
বিজলি চমকায় শরীরজুড়ে।
এর নাম ভালোবাসা, মায়া নাকি মোহ তা জানি না।
শুধু এতটুকু জানি-
কেঁপে উঠে আমার এই বুক
ভাসে যবে তোমার মুখ।
যেখানেই থাকো প্রিয়তমা অনেক অনেক ভালো থেকো।
অন্য সবার চেয়ে তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম।
তুমি আমার হংসমিথুন প্রিয়া
এই সামান্য কথাটুকু তুমি বুঝনা।
এখন তোমার উপর আমার কোনে অভিযোগ নেই।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
নাবিক সিনবাদ বলেছেন: ভাল্লাগলো পিলাচ+++++