![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীরা অধিকার বঞ্ছিত নাকি তথ্য সন্ত্রাসের শিকার?
নারী যতটা না অধিকার বঞ্ছিত তার চেয়ে বেশি তথ্য সন্ত্রাসের শিকার। কে যে নারীর মাথায় একথা ঢুকিয়ে দিয়েছে যে, ইসলাম নারীকে বঞ্ছিত করেছে। আসলে কি তাই? একমাত্র ইসলামই নারীকে পূর্ণ অধিকার, মর্যাদা, স্বাধীনতা, ও নিরাপত্তা দিয়েছে। নারীরা তাদের হারানো অধিকার যেন ফিরে পায়। আমরা কখনো নারী স্বাধীনতার বিরুদ্ধে নয়। নির্লজ্জতা, বেহায়াপনাকে আমি কখনোই অধিকার হিসাবে স্বীকৃতি দিতে পারব না। তাই বলে আবার ঘরে ঘরে যেন পুরুষ নির্যাতন বেড়ে না যায়। কেননা কন্যা, জায়া, জননী আমাদের ভালোবাসার মাধ্যম। স্ত্রী হলো শস্যত্রে, মা হলেন আশ্রয়স্থল, কন্যা হলো চোখের মণি।
২| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সাধারন বাঙালী বলেছেন: প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।আসলে মিডিয়াটা বেশির ভাগ জ্ঞান পাপিদের দখলে তাই তথ্য সন্ত্রাস স্বাভাবিক।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: দুটাই আমার মনে হয়....
নারী অধিকার নিয়ে আমার পোস্টটা পড়ে দেখবেন...
পোস্ট লিংক.
৪| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক্সসেলেন্ট..................সেল্যুট বস
৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১
মহা সমন্বয় বলেছেন: অনেক কিছু জানা হল, খুভ ভাল-।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: দুটোই।