![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মুসলমানা ভাই ভাই, ইসলাম শান্তির ধর্ম। ইদানিং কিছু বন্ধু একটা ইসলামী দলের (যে দলটির উপর দপন পিড়ন চলছে। মানে নির্যাতেনর স্টিম রোলার চলছে।) বিরুদ্ধে আক্রমণ করে কথা বলছে কেউবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের স্ট্যাটাসকে উপরে তুলতে চাইছেন। এবং নিজেদেরকে হকপন্থী বলে প্রচার করে যাচ্ছেন। তাদের জন্য আমার এ লিখা।...
আদর্শের কথা প্রচার করা ভালো। তবে তাই বলে অন্য দল-মতকে বিকৃতভাবে উপস্থাপন করা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। এটা আদর্শিক মানুষের কাজ নয়। মুসলমানদের ভিতর যারাই বিভেদ সৃষ্টি করবে তারাই পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত হয়ে যাবে। এ কথা সত্য যে, ইসলামী দলগুলোর ভেতর আমলগত কিছু অমিল আছে-তাই বলে আমি যে একশ পার্সেন্ট ফিউর তা তো বলা যাবে না। মনে রাখবেন- অহংকারী আলেমের চেয়ে গুনাহগার অনুশোচনাকারী ব্যক্তি উত্তম যে গুনাহ করার পর বলে, আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি ভুল করে ফেলেছি। মনে রাখবেন, কাউকে অপমান করে মানসিক শান্তি লাভ হয় না।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫
চলতি নিয়ম বলেছেন: সকল মুসলমানা ভাই ভাই, ইসলাম শান্তির ধর্ম। কথা গুলো কত ভাগ সত্য ?