![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি
আজ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অস্ত্র বিরতি চুক্তি হয়েছে। যাক ভালো কথা। দুনিয়ার মিডিয়া এখন এই খবর এর গুণগান গাইতেছে । এইসব দেখে আমার কিছু বলার আছে। ###"একদিন রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট কথা বলছে এক রুমে। তারা বলাবলি করছে আমরা ৫ কোটি মানুষ মারলাম আর একটা টায়ার এর টিউব ফুটালাম। পাশ দিয়ে জাতিসংঘ এর মহাসচিব বান কি মুন যাছিলেন , তিনি সব শুনে ফেললেন। এখন সারা দুনিয়ার মানুষ বালাবলি করছে তারা একটা টায়ার এর টিউব কেন ফুটালেন। এভাবেই চলছএএ। কিন্তুু কেউ বলাবলি করছে না তারা কেন ৫ কোটি মানুষককে মারলেন। আজকের দিনের অস্ত্র বিরতিও সেই রকম। মিডিয়া শুধু গুণগান করছে। কিন্তুু এটা বলছে না যে তাদের কারণে যে সিরিয়ার আজ এই অবস্হা তার দায় কে নিবে বা তাদের সিরিয়ার কি হবে। আবার শুনলাম তারা দুইজনে বলে আবার মিলিত বিমান হামলা করবে। এই যেন আগুন নিভিয়ে আবার কেরোসিন দিয়ে আগুন বাড়িয়ে দেওয়া। এখানে যে তাদের যুদ্ধ প্রস্তুতি যে হয়ে গেল তা কিন্তুু মানা করা যাবে না। দুনিয়াটা যেন দাবার খেলা।
©somewhere in net ltd.