নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ আমি। বিপদে অন্যকে সাহায্য করতে পছন্দ করি। এই আর কি

সিয়াম আল মাহমুদ

সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি

সিয়াম আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

Admin কে কিছু বলার আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭


সম্বহেরেইনব্লগ এ আমি লিখতে পেরে গর্ব করছি। আমি কাল থেকে এখনও ৪টার মতো পোস্ট করছি। তার মধ্যে একটা ১৬৮ বার পঠিত এবং ২৭ বার উওর এবং প্রশ্ন করা হয়েছে। তারপরও এটা নিবাচিত পোস্ট এ যেতে পারছে না। আর আমি আজ দেখলাম অন্যান্য পোস্ট গুলো অনায়াসে চলে গেল। তাদের rank কম হলেও। তাহলে আপ্নারা কি অন্ধ হয়ে গেছেন। এই করাটা কিন্তুুু একজন ব্লগারকে অসন্মান করা। তাছাড়া এটা বৈষম এর মধ্যে পড়ছে। আশা করি এটা বিবেচনা করবেন। :-(

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



এই ৭-৮ লাইনের লেখায় কয়টা বানান ভুল করছেন সেটা আগে ঠিক করুন ভাই। লেখা হিট করতে গিয়ে বানান ব্যাকরণের মাথা খাওয়া ঠিক না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

সিয়াম আল মাহমুদ বলেছেন: আমার ফন্টে কিছু সমস্যা করে।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

অঞ্জন ঝনঝন বলেছেন: ভাইয়া মন খারাপ করবেন না! আমি জানি আপনি একজন অসাধারণ লেখক। আমি নিশ্চিত নোবেল কমিটি কোন কারচুপি না করলে অচিরেই আমরা আপনার মাধ্যমে বাংলা সাহিত্যে একটি নোবেল পেতে যাচ্ছি। অথচ এই সামুর মডারেটর রা কিনা আপনার কদর বুঝলো না! কি আর করবেন! বাঙ্গালি সব সময়েই এমন। :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

সিয়াম আল মাহমুদ বলেছেন: তাহলে এদেরকে moderator বানিয়ে লাভ কি। যদি না লেখকদেরকে কদর করতে না জানে

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বাঙালি বাশ দিতে কখনো সংকচবোধ করেনা, সত্যিই অবাক হই। অঞ্জন দা.....😜

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

মামুন ইসলাম বলেছেন: আপনারও আমার মত কপাল খারাপ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

সিয়াম আল মাহমুদ বলেছেন: কপাল খারাপ বললে ভুল হবে, বরং আমাদের কপাল খারাপ করে রাখছে

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

পথহারা মানব বলেছেন: মনের আনন্দে লেখেন...পোষ্ট হিট অথবা নির্বাচিত পাতায় যাওয়ার মত মেন্টালিটি পরিত্যাগ করুন!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

সিয়াম আল মাহমুদ বলেছেন: কথাটা ভুল বললেন।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

আশাবাদী অধম বলেছেন: আমাকে প্রথম পাতার সুবিধা দেয়া হল সেই কবে অথচ আমার পোস্ট প্রথম পাতায় আসেনা। প্রথম পাতা সিলেক্ট করি ঠিকই কিন্তু আসেনা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

সিয়াম আল মাহমুদ বলেছেন: আল্লাহ জানে

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাই সিয়াম আল মাহমুদ সামুতে লেখায় আগ্রহী হয়েছেন বলে ধন্যবাদ।
আপনার আমার মতো প্রায় সকল নতুন লেখকই চান তার লেখাটি নির্বাচিত ব্লগে আসুক। কিন্তু এখানেতো আমাদের হাত নেই। মডারেশন লেখাগুলো নির্বাচিত হওয়ার মতো নয় মনে করেননি তাই তারা আমাদের পোস্টগুলো নির্বাচিত ব্লগে রাখেনি। কোন পরীক্ষক যদি আমাদের কম নাম্বার দেন অথবা ফেল করিয়ে দেন তবে কি আমরা পরীক্ষকের মান নিয়ে প্রশ্ন তুলব নাকি নিজেরা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরবর্তী পরীক্ষায় অংশ নেব???

আপনার পোস্ট নির্বাচিত হল কি হল না এসব না ভেবে বেশি বেশি সুন্দর লেখা পোস্ট করতে থাকুন। এক সময় অবশ্যই আপনার লেখা নির্বাচিত হওয়া শুরু করবে।

আমি প্রায় ৫ মাস ধরে ব্লগ লিখছি এবং আমার একটা পোস্টও নির্বাচিত হিয়নি তবুও কিন্তু আমি সামুর মডারেশনকে আমার পোস্ট কেন নির্বাচিত হয়নি সেই প্রশ্ন করার অধিকার রাখিনা।

আমানর কয়েকটি অনির্বাচিত পোস্ট পড়ে দেখতে পারেন

পতিতা
আত্মহত্যা প্রেম গীতিকা-০১

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

বিলিয়ার রহমান বলেছেন: মডারেশন লেখাগুলো নির্বাচিত হওয়ার মতো নয় মনে করেছেন তাই তারা আমাদের পোস্টগুলো নির্বাচিত ব্লগে রাখেনি।
হিয়নি << হয়নি

টাইপোর জন্য দুখিঃত।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

বোরহাান বলেছেন: লিখা লিখতে হয় আপনার মনের কথাগুলো শেয়ার করে নিজের মাঝে আত্মতৃপ্তির প্রকাশ ঘটানোর জন্য! আপনার লিখা দ্বারা কেউ কিছু জানবে,ভূল সংশোধন করবে তবেইতো! :) মডারেটর আপনার আমার পোষ্ট নির্বাচিত কলামে সিলেক্ট করলো কি করলো না সেটা অবশ্য তাদের একান্ত ব্যাপার! এব্যাপারে আমাদের কিছুই করার থাকে না! এটা অবশ্য ঠিক যে লিখকদের লিখাগুলো নির্বাচিত কলামে সিলেক্ট করা হলে লিখক ভবিষ্যতে আরো ভালো লিখার আগ্রহ পায়! যাই হোক, ভালো লিখতে থাকুন,ভালো থাকুন!

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

গেম চেঞ্জার বলেছেন: আসলে আমিও ব্যাপারটা ইনকুয়ারি করে দেখেছি ভাইয়া! মডারেশন কেন যে এসব করে বুঝি না। ভাল ভাল লেখকরা এমন হলে তো হারিয়েই যাবে। দেখেনতো কি ব্যাপার, একশো'র বেশি পঠিত হয়েছে তারপরও বেটার নজর পড়ে না। আসলে বাঙালি গুণিজনদের কদর করেনি করবেও না। :(
আমি আশা করি আপনি লিখালিখি ছালিয়ে যাবেন। আর ভবিষ্যৎ রবিন্দ্রনাথ কিংবা জীবনান্দ এখান থেকেই বেরুবে। :)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখতে থাকুন মনের আনন্দে। নির্বাচিত হলেই বা কি

গুছিয়ে লিখুন। কপি পেস্ট করলে সুত্র দিন....

৬ বছর ব্লগিং করি, এখনো লেখক হতে পারি নি :) এখন বুজগেন ঠ্যালা...আর আপনি মাত্র এক সপ্তাহ :)

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এইগুলান উচিত নয়। ঘোর বৈষম্য। আপনের মধ্যে আমি বাংলা সাহিত্যের ভবিষ্যৎ দেখতেয়াছি।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

সিয়াম আল মাহমুদ বলেছেন: সবাইকে ধন্যবাদ

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

সিয়াম আল মাহমুদ বলেছেন: আরও চেষ্টা করে যাব । একদিন সফল হবই

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

Osomapto Kabbyo বলেছেন: এত বানান ভুল করলে কখনোই নির্বাচিত পাতায় যাওয়ার স্বপ্ন দেখাও ভুল | প্রয়োজনে পিসি দিয়ে ব্লগ লিখুন / পাবলিশ করুন | কারণ সবকিছু বিবেচনা করেই, সামুতে নির্বাচিত করা হয়ে থাকে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.