নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ আমি। বিপদে অন্যকে সাহায্য করতে পছন্দ করি। এই আর কি

সিয়াম আল মাহমুদ

সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি

সিয়াম আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আসুন সারমিনকে সাহায্য করি (justice for sharmin)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অনেকেই বলবেন আমি পাগল নাকি। আমি আবার তার পক্ষে কেন গেলাম, যে কিনা এতো বড়ো পাপ কাজ করছে। সে পাপ কাজ করছে মানলাম। কিন্তু সেটা তার যৌন ক্ষুধার জন্য। সেটা আরেক কথা। মেয়েটির পরিবারের কথা ভাবেন। শুনলাম তার মায়ের অবস্থা নাকি অনেক খারাপ। তার এই ঘটনাই সারা দেশ হাসিঠাট্টা করছে। বলুন এটা করা কি ঠিক। মেয়েটার নামে অনেক আইডি,পেজ, এমনকি ইভেন্টও করা হয়েছে। আসলে এইসবগুলো ফেক। মেয়েটি আজ অবস্থা অনেক খারাপ। সবাই ভিডিওটি নিয়ে মাতামাতি করছে, একটু ভাবেন মেয়েটার উপর কি চাপ যাচ্ছে। তাকে সহায়তা করুন, না বরং তাকে মৃত্যুর দিকে নিয়ে জাইয়েন না। ঠিক এমনিই একটি ঘটনা ঘটেছিল ইতালির একটির মেয়ের সাথে, শেষ পযন্ত সে আন্তহত্যা করে। কেউতো এটা বলছে না, যারা এই ভিডিও ফাঁস করছে, তাদেরকে কি কোনো শান্তি দেওয়া হবে না। দেশে আজ সবাই হজুর, তাদের মুখে এইটাই শব্দ ছি ছি। এটা কি করা উচিত আমাদের। আসুন আমরা এর প্রতিবাদ করি। ভিডিও Delete করে দেই। আর সব সাইট থেকে ভিডিওটি করা হয়েছে। youtube এ এখনও তিনটা ভিডিও আছে। তবে তারা ভিডিও ডাওনলোট করতে দিছে না, আসুন এইগুলোর বিরোধিতা করি, আর youtube থেকে এইগুলো সরিয়ে নেওয়ার ব্যাবস্তা করি। আসুন আমরা বলি, justice for sharmin.

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মূল-উপদল বলেছেন: সে পাপ কাজ করছে মানলাম। কিন্তু সেটা তার যৌন ক্ষুধার জন্য।

মানে আপনি এই অকাজটাকে সাপোর্ট করছেন? বুঝতে পারছি আপনার মনের অশান্তিটা, তাও করলো করলো ভিডিও করলো ক্যান? এই অকাজ করার আগে হুশ ছিলো না এর কনসিকোয়েন্স কি হতে পারে? তার আগের শতশত মেয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি? যে ইতিহাস থেকে শিক্ষা না নেয় তার পরিনতি ভয়াবহ। আর যারা এই মেয়েকে হ্যারাস করছে ওরা তো শুয়োরেরও অধম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

সিয়াম আল মাহমুদ বলেছেন: আমি সাপোর্ট করছি এটা কখন বলছি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০১

সিয়াম আল মাহমুদ বলেছেন: মানছি এটা অকাজ। এখন যা হয়েছে তা হয়ে গেছে। এই ভুল যেন আর কারব সাথে জেন না হয় এটাই আমাদের চাওয়া। আর আমি অকাজের বিপক্ষে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

গেম চেঞ্জার বলেছেন: কিভাবে সাপোর্ট করবেন??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

সিয়াম আল মাহমুদ বলেছেন: তাকে এবং জংগনকে সচেতন করে। যেন এই ঘটনা আর না হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.