নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ আমি। বিপদে অন্যকে সাহায্য করতে পছন্দ করি। এই আর কি

সিয়াম আল মাহমুদ

সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি

সিয়াম আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

"সেনাবাহিনীকে আরাকানে পাঠাইও " এইটাই কি একমাএ সমাধান?

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭


ফেইসবুক ভিত্তিক বিভিন্ন group এর post গুলোর উপর বিবেচনা করে এইটা লিখছি।
অনেকেই সেনাবাহিনী পাঠাইতে বলছে মায়ানমারে। কিন্তু আমি তার বিপক্ষে। কারণ একবার চিন্তা করে দেখছেন বাংলাদেশের কি ভাবমূর্তি থাকবে সারা বিশ্বে?
বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আর তার চারটা মূল বিষয় সবার জানা। কিন্ত সারা বিশ্ব বাংলাদেশকে চিনে শান্তির দেশ। আর সেনাবাহিনী যদি মায়ানমারে হামলা করলে পৃথিবীর কাছে বাংলাদেশ হবে জঙ্গিবাদী দেশ। তা কি আপনি মানতে পারবেন?
তাহলে উপায় কী?

উপায় তো আছে। সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের একটাই কাজ আরাকানদের উপর চাপ সৃষ্টি করা। আর তাদের চাপ সৃষ্টি মাধ্যমে এক প্রকার হামলা করা। আর অথনৈতিক অবরোধ করা যাতে তারা মুসলিম নিধন থেকে যেন সরে আসে।
আর অনেকই বুদ্ধদের হামলা করতে বলছেন। তাহলে একটু ভাবেন। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কই থাকবে?
তাই ভালো করে চিন্তা করুন। আর জানতে চেষ্টা করুন। আর সু চিরও দুবল কারন তার দেশের সব বড় বড় জায়গায় এখনও সেনারা রয়েছে। সু চি ক্ষমতা পাওয়া পরও সেনাদের প্রভাব রয়েছে। সেও কিছু করতে পারে না
আরেকটা কথা তালি কিন্তু এক হাতে বাজে না।
আসুন সবাই এক হই। এর প্রতিবাদ করি আমরা।
আমরা পারি এবং আমরাই পারবো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ঢাকাবাসী বলেছেন: সেনাবাহিনী পাঠাতে বলছে এ খবর পেলেন কোথায়? এধরণের কোন কথাই উঠেনি, কারণ এধরণের কথা উঠতে পারেনা, আমরা জাতিসংঘ নই! সেনা পাঠানোর প্রশ্নই উঠেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.