নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ আমি। বিপদে অন্যকে সাহায্য করতে পছন্দ করি। এই আর কি

সিয়াম আল মাহমুদ

সাধারণ মানুষ আমি, অপরাধ দেখলে প্রতিবাদ কঅঅরি। এই আর কি

সিয়াম আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কাতারকে যে দশটি নিদেশনা দিয়েছে ৬ টি দেশ

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:২২


সৌদি আরবসহ ৫ দেশ কাতারকে ১০টি নির্দেশনা দিয়েছে এবং সেগুলি করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছে, এই সময়ের মধ্য না করলে সৌদি কাতার দখলও করতে পারে কারন তারা গোপনে বর্ডারে ব্যাপক সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে। কি সেই ১০ নির্দেশনা?? চলুন দেখে নেই মিডিয়া অনুযায়ী সেই ১০ নির্দেশনা।
১. ইরানের সাথে তাৎক্ষনিক সকল রকম সম্পর্ক বিচ্ছেদ।
২. হামাস (ফিলিস্তিনিদের নায্য অধিকার নিয়ে যারা ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে) এর সকল সদস্যকে তাৎক্ষনিক দেশ থেকে বের করে দেয়া।
৩. হামাসের সকল সদস্যদের ব্যাংক একাউন্ট বাজেয়াপ্ত করা।
৪. মুসলিম-ব্রাদারহুড এর সকল মেম্বারকে তাৎক্ষনিক দেশ থেকে বের করে দেয়া।
৫. এন্টি জিসিসি (Anti GCC) কার্যক্রম প্রত্যাহার।
৬. জংগীদের সমর্থন বন্ধ করা।
৭. আল-জাজিরা চ্যানেল বন্ধ করা।
৮. সকল পার্শবর্তী দেশগুলোর কাছে আল-জাজিরার মাধ্যমে মাফ চাওয়া।
৯. মিশরের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করা।
১০. শপথ করা এমন কিছু না করা যা জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর পলিসির বিপক্ষে না যায়।
দেখুন ভায়েরা যে দেশ বর্তমান দূর্দশাগ্রস্ত মুসলিম দেশ যেমন ইরাক,সিরিয়া,ফিলিস্তিন নিয়ে কথা বলে,যারা অত্যাচারিত মুসলিমদের নিয়ে কথা বলে তাদেরকে কি জব্ধঐ না করল।।।কিছু দিন আগে আরব সফরে ট্রাম্প বলেছিল,,,,জঙ্গিদের ইন্দনদাতাদের থামাতে হবে।।।আর এই ট্রাম্পের কথার ইশারায় সৌদি সরকার প্রশাসন কি জাদু কাঠই না নাড়াল।।।।সৌদি আরব দেশটাকে রাসূল সঃ জন্মস্থান হিসেবে যত ভালবাসি ততই সৌদি সরকার প্রশাসনকে ঘ্রীণা করি।।।।আরেকটা আরব বসন্ত লেগে গেল।।।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ রাত ২:১০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কাতারের কি কোন ক্ষমতা নেই সৌদিকে ঠেকাবার???আমার তো মনে হয় যথেষ্ঠ পরিমাণ আছে।যদি সৌদিকে বাইরে থেকে কেউ শেল্টার না দেয়।কাতার হার মেনে নিতে পারে হয়ত তাদের দেশরক্ষার জন্য,তবে তা হবে সত্যের পরাজয়।

০৯ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৫

সিয়াম আল মাহমুদ বলেছেন: কাতারের প্রচুর অর্থ আছে, কিন্তু সেই তুলনায় জনগন কম বা সামরিক দূর্বল। তারপেও তার সাথে কুয়েত, তুরস্ক, ইরান আছে,

২| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

মুফরাদ শেখ বলেছেন: সম্ভবত এরকম কিছু কারণেই কাবা শরীফ ধ্বংস প্রাপ্ত হবে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.