নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্যমুখী

সূর্যমুখী › বিস্তারিত পোস্টঃ

ভোর হোতে এখনো দেরী আছে

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

ভোর হোতে এখনো দেরী আছে,

হুতুম পেচাঁটা কিঁচ-কিঁচ করে বলে গেছে ;

সমুখে সকাল আছে !

ধুর ছাই !

ঘুমটা গেল ভেঙে ,

গরম লেপটা এখনো অঙ্‌গে ,

চোখদুটো খোলা,

'এখনো দেরী আছে, আসতে আলোর মেলা' !১



স্‌মৃতি !?????

কিছু ফেলে আসা পথ ,

কিছু সুখ-দূঃখের অনুভব,

কিছুটা হারানো সময়,

কিছুটা সমুখের ভয়,

তোমার সাথে ছবিতে বাঁধানো কিছু স্‌মৃতি,

কিছু দীর্ঘশ্‌বাস, এ জীবন তুচ্‌ছ অতি !

কিছু সমুখের জাল বোনা ,

নতুনের হোক আনাগোনা !২



স্‌বপ্‌ন !!

তপণ তুমি কখন আসবে ?

কখন তোমার রঙে জীবনটা ভাসবে?

কখন ভোলাবে আমায়, আমার 'আমি'কে ?

ওরে পাখি ! আয়নারে তোরা, গান নিয়ে মুখে !

ওরে বেলি !তোর সুবাস মাথায় ঢেলে দে !

ভূলে যাই সবকিছু, আমার 'আমি'কে !

ওগো দিনের আলো--

তুমি কি ঘুমপাড়ানি গান ?

ঘুমিয়ে যাক আমার-'আমি'

হও তুমি বলবান !!!!!!৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

এম এ কাশেম বলেছেন: সুন্দর.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.