নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসা

২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৫

অনেকদিন বাদে আজ এখানে লগ ইন করলাম ।সব একই আছে ।আরও ভালো হয়েছে । খুব ভাল লাগছে ।

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

হরিণা-১৯৭১ বলেছেন: এক লাইনের পোস্ট?

পড়ালেখা শিখেন, মানুষ হোন!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: আপনি আগে গুনতে শিখুন ।

৩| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাইচান্স।

৪| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: @ রাজপুত্র - তাই ? :)

৫| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :#>

০৬ ই মে, ২০১৫ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: বুঝতে পারলাম না । বুদ্ধু পরি এত চিহ্ন , সংকেত বোঝে না ।

৬| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র চিহ্ন ছাড়া অন্য কিছু বলার অবস্থায় নেই। অসুস্থ। :(

৭| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন । অনেক শুভকামনা ।

৮| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুস্থ ম্যাম। শুভকামনার জন্য এত্তোগুলান ভালো লাগা।

ধন্যবাদ দিতে দিতে বোরড।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

এহসান সাবির বলেছেন: :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: :)

১০| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নামটা খুঁজেছি। অনেকবার।

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: কোন নামটা? একটু বুঝিয়ে বললে কি হয়? দুটো শব্দ বেশী খরচ করলে আপনার শব্দভাণ্ডার কমে যাবে ? কমলে কমুক! আপনি আগে বুঝিয়ে বলুন! কি নাম?

১১| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

নীলপরি বলেছেন: রাজপুত্র এতো নিষ্ঠুর কেনো ? এটা বলা যাবে?

:(

১২| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার আকাশ নেই যে। হাপিত্যেশের দিনাপাত। নিষ্ঠুরতা সেখানকার অতন্দ্র প্রহরায়।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: আমি নিষ্ঠুরতাকে স্ট্যাচু করে দিয়েছি । এবারে বলুন । প্লিজ

১৩| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি সত্য খোঁজ
নিজেকে দেখো তাকিয়ে
সত্যের বাস তোমাতে।

বুঝলে?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: নামটা কি কবিতার না কারো ?

১৪| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: X((
নামটা তোমার। নীল পরি।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭

নীলপরি বলেছেন: এতে রাগ কেনো ? বুঝতে না পারলে কি করবো ?

এবারে বলুন , কেনো খুঁজছিলেন ?

আর রাগটা পুরোটা কমিয়ে দিন । প্লিজ

১৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে কমেন্ট করেছিলাম গেল কই?


যা হোক। সেদিন রাত্রে ব্লগে ছিলে না তাই আর কি! :(

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৪

নীলপরি বলেছেন: যাক আসার সময় হোলো তাহলে ? কোথায় কমেন্ট করেছিলেন ? আমার ব্লগেই তো ? আমি কিন্তু পাইনি । পুরো কনফিডেন্সের সাথে একথা বললাম ।

আমারও সন্ধান চলতে পারে ! এটা ভালোলাগা দিল ।

আপনার আজকের সকাল শুভ হোক । আশাকরি কাল সকালের মধ্যে এটা দেখতে পাবেন !

এই ইমোটা তো আমার ! :(

১৬| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি কিন্তু অনেক কেয়ার করি তোমার। :(

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: কিছু কথা জানাই আছে । তবু ...........

তাই রাগলে চলবে না । রাগ কমুক । :)

১৭| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম রাগ শূন্যে পৌছাক।

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

নীলপরি বলেছেন: না । তারচেয়ে রাগ সাইবেরিয়ান হয়ে যাক ! মাইনাসে থাকবে ! শুধু আপনার রাগ । ঠিক আছে ?

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪

নীলপরি বলেছেন: রাগ সাইবেরিয়য় যায় নি ? উত্তর পাচ্ছি না কেনো ?

১৮| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাগ আমার কাছেই থাকুক। নীলবাক্স বন্দি।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

নীলপরি বলেছেন: এতো ভালো একটা চিন্তা করলাম তা পছন্দ হল না ! :(

তবে বন্দী যেন ছাড়া না পায় !

১৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে তো স্বেচ্ছায় ববন্দিনী। চাইলে মুক্তি পাবে।

২০| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে তো স্বেচ্ছায় বন্দিনী। চাইলে মুক্তি পাবে।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৩

নীলপরি বলেছেন: তারমানে রাজপুত্রের কারাগার অটো । যে কেউ চাইলে বন্দী হতে পারে ছাড়া পেতে পারে ! রাজপুত্রের কিছু যায় আসে না!
এ গল্প পছন্দ হল না! কি করবো? :(

২১| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: তবে বন্দি থাকুক। ছাড়াছাড়ি নেই।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: তবে মানে ? :)

২২| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
B:-) আসো তোমায় আদর্শ লিপি শিখাই।

শুভ সকাল।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৯

নীলপরি বলেছেন: আপনি যখন একরাত চিন্তা করে আদর্শ লিপি শেখানোর কথা ভেবেছেন , তখন তো আমাকে শিখতেই হবে ।

আপনার দিন কেমন কাটছে ? :)

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: আমি একইরকম । তবে রাজপুত্র খোঁজ নিতে এসেছেন দেখে মনে হচ্ছে দিনটা ভালো যেতে পারে । :)

আমি আবার ব্যস্ত কোথায় ?

আমি উত্তরের জায়গায় মন্তব্য করে ফেলেছিলাম । সেটা মুছতে গিয়ে ভুল করে আপনার মন্তব্যটা মুছে গেছে । সরি ।

আবার রেগে যাবেন না যেন । ঠিক আছে ?

২৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ঠিকাছে।
আমি অতোটাও রাগী নই।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: তাই ? কথাটা যেন আপনার মনে থাকে । তাহলেই ঠিক থাকবে । :)

২৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। থাকবে।

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

বিলিয়ার রহমান বলেছেন: হ্যাপি ব্লগিং!!!!:) :) :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: ধন্যবাদ । :)

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: এক লাইনের পোস্ট, তাও কেন জানি ভাল লাগলো। তাই "লাইক" চিহ্ন ক্লিক করে গেলাম।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পেয়ে আমারও ভীষণ ভালো লাগলো ।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

নীলপরি বলেছেন: আর এই পোষ্টে লাইক পেয়ে ভালো লাগাটা দ্বিগুণ হোলো ।

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার একটা পোস্টে আমার একটা মন্তব্য এখনও unacknowledged রয়ে গেছে। কেন সেটার উত্তর দিলেন না, তার কোন কারণ খুঁজে পাচ্ছিনা।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২০

নীলপরি বলেছেন: বোধহয় পরে উত্তর দেবো ভেবেছিলাম । তারপর কোনো কারনে খেয়াল নেই । আমি আন্তরিকভাবে দুঃখিত । এবারে খুঁজে দেখছি মন্তব্যটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.