নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শুভ নববরষ

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮

ণতুন বছরে সবাই কে জানাই শুভেচছা ।মোবাইল থেকে নতুন করছি ।ঠিকঠাক বুঝে লিখতে পারছি না. তাই আর লিখলাম না ।তা ও ভুল হলে মাফ করবেন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ। আনন্দময় হোক নতুন বছরের প্রতিটি দিন। ভালো থাকবেন।

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

নীলপরি বলেছেন: আপনিও ভালো থাকবেন । আর আপনার সুনদর কবিতা শোনাবেন ।আচছা রাজপুতর নতুন বছর কেমন করে যাপন করে ?

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা কবিতা সুন্দর! যেন অদ্ভুত ভালো লাগল। রাজপুত্রেরা নীল পাঞ্জাবী পড়ে নববর্ষ যাপন করে। ঠিক নীল পরীদের মতো নীল রঙ।


তবে আমি ঘুমাই। দীর্ঘ ঘুম দেই। ঘুম আর ঘুম। :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: তাই । খুব ভালো ।তবে ঘুমিয়ে রাজকুমারীকে যে কবিতাগুলো শোনাবেন ,তার কিছুটা না হয় আমাদেরও জন্যও লিখবেন ।আমরাও জেগে বসে আছি আপনার কবিতা পড়ার জন্য ।আপনার রাজকন্যার জন্যও রইলো শুভকামনা ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকন্যা। অস্তিত্ব সন্দেহাতীত নয়। ব্যাপক কনফিউশন।
রাত জেগে থাকা ব্যার্থ হবে না। তবে অপেক্ষার প্রহর গুলো দীর্ঘ হবে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: শুভ নববর্ষ পরী

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

এহসান সাবির বলেছেন: আগামি বারের জন্য
অগ্রিম শুভেচ্ছা দিয়ে গেলাম :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

নীলপরি বলেছেন: পূরানো লেখাগুলো সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ । কিন্তু শুভেচ্ছাটা কি একটু আগে হয়ে গেলো না। আমার কাজ সারা মতন হচ্ছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.