নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাধার যাত্রাপথ

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩০








( বিশেষ অনুরোধ -- এবারে একটু অন্যভাবে লেখা পোষ্ট করলাম । এতে যদি আপনাদের অসুবিধা হয় , তবে নিজ গুণে ক্ষমা করবেন । আশা রাখলাম । )


সামুর সবাইকে হোলির অনেক শুভেচ্ছা জানাই ।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



রাধার যাত্রাপথে অন্যভাবে খেলা হোলির রঙ ..............................

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: হুম । সে চেষ্টাই করেছি ।

ভালো আপনার মন্তব্য পেয়ে । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়তে একটু কষ্ট হলেও।
ভালো লিখেছেন।

আপনাকেও শুভেচ্ছা রইল।

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: কষ্ট হোলো মানে ? JPEG - তে পোষ্ট বলে কি ? এটা শুধু এক্সপেরিমেন্টের জন্য করলাম । তেমন অসুবিধা হলে পরে আর করবো না ।

শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: হাহাহাহা.........এবার মোটামুটি লাগল ! হোলির শুভেচ্ছা রইলো।


অ.ট.: JPEG - তে না দিলেই ভালো।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২

নীলপরি বলেছেন: ঠিকাছে আপনার কথা মনে রাখবো । চেষ্টা করবো ।

আর JPEG - তে দেবো না । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আপনার শুভেচ্ছা সাদরে সংগ্রহ করলাম ।

শুভকামনা ।:)

৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন পরী।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: হুম । আপনার শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৩

জুন বলেছেন: আপনার জন্যও রইলো নীল রং এর শুভেচ্ছা নীলপরি :)

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: নীল রং এর শুভেচ্ছা পেয়ে আপ্লুত । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখা চুরি ঠেকানোর জন্য কি এ ব্যবস্থা !! B:-/


আপনাকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ।

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: আর কি বলবো ? :)

শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
চোরা না শোনে ধর্মের কাহিনী! ;)

কপি পেষ্ট না করে ছবি সেভ করে পোষ্ট করবে! ;)

রাধা- কাহিনীতে ভাল লাগা

+++++

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৫

নীলপরি বলেছেন: হুম । একদম ঠিক বলেছেন । কাল সামুতে দেখলাম একজন শুভ দাসগুপ্তর কবিতা নিজের নামে চালিয়ে দিয়েছে । সেটা আবার আলোচিত ।

আপনার প্লাস পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১

জেন রসি বলেছেন: ভালো লেগেছে। তবে হোলি শেষ। তবুও শুভেচ্ছা। :)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: হুম , শুভেচ্ছা সযত্নে নিয়েছি । আর হোলির মনে । মন ভালো থাকলে দুনিয়া রঙিন । :)

কবিতায় আপনার ভালো লাগা উৎসাহ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

ডঃ এম এ আলী বলেছেন: নতুন স্টাইল ভালই হয়েছে , তবে কপি করা ঠেকানো যাবেনা তাতে !!! সাহেবেরা ঠিকই নিয়ে যেতে পারবে ।
রাধা তার শেষ যাত্রার আগে কেন তাঁকে দেয়া কৃঞ্চের উপহার সেই স্বর্ণ মনি দিয়েছিল তুলে সুর্যদেবের হাতে,
তাইতো আজ নবরুপে হোলি খেলা হবে কুমারী অনর্থার সনে । রাধাতো দুরের কথা আজকের কৃষ্ণের হোলি খেলা নিয়ে রুস্কিনীও দু:চিন্তায় আছে । আজকের হোলি খেলায় কৃষ্ণের কলঙ্ক কে মুছিবে, যে কলঙ্ক তৈরী হবে রাধার কারণে ।

হোলির শুভেচ্ছা রইল ।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

নীলপরি বলেছেন: তবে কপি করা ঠেকানো যাবেনা তাতে -- ঠিক বলেছেন । আমরা শুধু হাসতে পারি । :)

আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো ।

শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.