নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত প্রেম

২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১



অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়
কারো নেই যে তাকে
আটকানোর দায় !
পরিযায়ী মনের ঘর নেই
পথঘাট আছে
সকলেই হার মেনেছে যে
অস্থিরতার কাছে !
আলো-ছায়া ,জলে বাঁচাটাই তো
হোলো আসল
বিবাহ নামক যান্ত্রিকতা যতোই
লাগুক নকল !
বিরহের নৈবেদ্য সাজায় না
কেউ আর
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়
পোড়া হৃদয় নিয়ে চাঁদ
কাঁদে হায় !

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: সত্যি মুগ্ধময়----
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




বাহ... বেশ তো লিখেছেন ! -----------------------
" বিরহের নৈবেদ্য সাজায় না
কেউ আর
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার ! "

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর এলেন । উপস্থিতিতে ভালো লাগা ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: জেনে আমারো খুব ভালো লাগলো । অনুপ্রাণিত বোধ করছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৮

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন: সকলেই হার মেনেছে যে
অস্থিরতার কাছে !

কবিতা খুব সুন্দর হয়েছে ।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ++

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু। সুন্দর লিখেছেন। লাইক রইল +++++

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: লাইক পেয়ে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: বিবাহ নামক যান্ত্রিকতা যতোই
লাগুক নকল !
বিরহের নৈবেদ্য সাজায় না
কেউ আর
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
-- দারুণ।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১০

নীলপরি বলেছেন: লাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি

বেশ লিখেছেন!:)


প্লাস!:)

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: আর প্লাস পেয়ে আমি বেশ খুশি হয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো নীলপরি । এখন আন্দামানেও পর্যটক আর দ্বীপবাসিদের পদভারে মুখরিত । নির্বাসনের জায়গা নেই :(
+

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দিদি ।

শুভকামনা ।

১২| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতখানি। ভাল লাগার পঞ্চমূখ।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য অনেক অনুপ্রেরণা দিল আমায় ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভেচ্ছা ।

১৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

সোনামণি বলেছেন: অনেক সুন্দর কবিতা।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কি আর বলি সবার মত আমিও বলি অনেক সুন্দর+++

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: আপনার কবিতাটাকে শুধু সুন্দর বলাটাই আমাকে উৎসাহ দিল ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
সুন্দর বলেছেন।
কবিতা ভাল লাগলো ।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৮

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু। কবিতায় +++++

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে চমৎকার কবিতা। কবিতার গভীর ভাবাবেগ আমায় স্পর্শ করে গেছে। কিছু ভাল লাগার পংক্তি উদ্ধৃত করছিঃ
পরিযায়ী মনের ঘর নেই
পথঘাট আছে
সকলেই হার মেনেছে যে
অস্থিরতার কাছে!
---
এখন একটাই সত্য , প্রত্যেকে
যে যার !
---
অকথিত একাকিত্ব নিয়ে প্রেম
নির্বাসনে যায়
পোড়া হৃদয় নিয়ে চাঁদ
কাঁদে হায় !
---
কবিয়ায় 'লাইক' + +
জুন এর সুন্দর মন্তব্যটা ভাল লেগেছে। সেটাতেও 'লাইক' + +

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য আমার মনকে আপ্লুত করলো । অনুপ্রেরণা পেলাম । বিশেষ করে লাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে !

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

জুন এর সুন্দর মন্তব্যটা ভাল লেগেছে। সেটাতেও 'লাইক' + + --

হুম । আমারও ওনার মন্তব্যটা ভালো লেগেছে।

উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত ।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরহের নৈবদ্যে
দেবীই যে অসন্তুষ্ট!
দেবীর চাই ভোগ। চাই অর্ঘ্য! মাল্য!

কর্পোরেট দেবী আজ
বিরহের প্রেম নয়! চায় ষ্টার মিলন
তাইতো প্রেমিকেরা আজ ভুলে গেছে প্রেম

হা হা হা

কবিতায় ভাললাগা +++++

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । এখন বাইয়ের সাথেই হাই উচ্চারিত হয় । ব্রেক আপ সেলিব্রেট করা হয় । ( Dil pe patthar rakh ke
Munh pe makeup kar liya .......................

Subah savere uth ke maine
Ye sab kar liya
Mere saiyyan ji se aaj
Maine breakup kar liya ) :) :)

তাই প্রেম নির্বাসনে গেছে ।

আপনার প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: ( Dil pe patthar rakh ke
Munh pe makeup kar liya .......................
Subah savere uth ke maine
Ye sab kar liya
Mere saiyyan ji se aaj
Maine breakup kar liya )
দারুণ বলেছেন! :)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: আসলে এই গান সম্প্রতি শোনা যাচ্ছে । আমারও এখানে এই লাইন গুলো মনে আসলো । তাই তুলে দিয়েছি । :)

আবারো আসার জন্য ধন্যবাদ স্যর ।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: প্রেমের নির্বাসন কাটবে কখন!!!
একেই কি বলে জীবন ?
এটাতো হতে পারে
এক অসাধারণ।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: দেখছি তবে চেষ্টা করে । :)

আপনার মন্তব্যের লাইন গুলোও অসাধারণ।

২২| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০

আরিয়ান রাইটিং বলেছেন: সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন: সত্যবচন!

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে এলেন । আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.