নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আপনার লেখার শিরোনাম কী আপনি কুষ্ঠিবিচার করে রাখেন?

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১





কোনো লেখার শিরোনাম কী আপনি কুষ্ঠিবিচার করে রাখেন?জানি আমি হাবিজাবি লিখি ।তবে এই প্রশ্নটা শুনে অবাক হবেন না।কুষ্ঠিবিচারসহ আরো অনেক সংস্কার আমাদের বিখ্যাত লেখকদের মধ্যে বিদ্যমান । তেমনই কিছু জানা-অজানা কথা নিয়ে আমার আজকের এই পোষ্ট ।




bimal mitra -

বাংলা সাহিত্যের এই কিংবদন্তী লেখক তাঁর সব লেখার নামকরণ কুষ্ঠিবিচার করে রাখতেন । তিনি নিজে জ্যোতিষ চর্চা করতেন । আর , ' সাহেব বিবি গোলাম ' , ' কড়ি দিয়ে কিনলাম ' ,' আসামী হাজির ' , 'স্ত্রী ' ,' ক্ষমা ' সহ তাঁর প্রতিটা গল্প , উপন্যাসের শিরোনাম তিনি নিজে কুষ্ঠিবিচার করে রেখেছিলেন ।






Joaquin Miller -

প্রখ্যাত কবি মিলার বাড়ির ছাদে জল ছেটানোর মেশিন লাগান। কারণ তিনি মনে করতেন বৃষ্টির জল পড়ার শব্দই তাঁর কবিতা লেখার একমাত্র অনুপ্রেরণা।




Isabel Allende -

আমেরিকান লেখিকা ইজাবেল তাঁর যেকোনো লেখা ৮ জানুয়ারি শুরু করেন ।এর কারণ নাকি তিনি প্রথম উপন্যাসও ৮ জানুয়ারি লেখা শুরু করেছিলেন।




Edith Sitwell

ব্রিটিশ কবি সিটওয়েল লেখার আগে কিছুক্ষণ খোলা কফিন শুয়ে নিতেন। তিনি বলতেন এটা নাকি তাঁর ভাবনাকে উন্মুক্ত করতে সাহায্য করতো।




Alexander Dumas -

থ্রি মাস্কেটিয়ার্সএর লেখক আলেকসান্ডার আবার ফিকশন লিখতেন নীল কাগজে, কবিতা হলুদ আর আর্টিকেল গোলাপি কাগজে ।





J.K. Rowling -

হ্যারি পটার-এর স্রস্টা রাওলিং কথায় , তিনি তাঁর যে কোনো লেখা সম্পূর্ণ করে তারপর শিরোনাম দেন ।






Friedrich Schiller -
জার্মান কবি ফ্রেডরিক আবার পচা আপেলের গন্ধ ছাড়া লিখতেই পারতেন না। তাই ডেস্কের ড্রয়ারে তিনি পচা আপেল রাখতেন ও ইচ্ছেমত শুঁকতেন।




Chetan Bhagat

সবশেষে বলি আমার অন্যতম পছন্দের লেখক চেতন ভগতের কথা। অনেকেই হয়ত লক্ষ্য করেছেন ওনার সব নায়কের নাম শ্রী কৃষ্ণের বিভিন্ন নামে। এই প্রসঙ্গে উনি বলেছেন “I am a devotee of Lord Krishna and want to portray a part of Him in my characters. He is the universal lover and I want to talk about love in my books. My characters are playful, naughty, and mischievous like Him.”


আর আমার লেখাগুলো কতটা একটা নির্দিষ্ট লেখা হয়ে ওঠে জানি না । মনের ভাবনা আপনাদের সাথে শেয়ার করি মাত্র । তাই তেমন কিছু সংস্কার নেই । তবে এই তথ্যগুলো পড়ে আপনাদের এরকম কোনো সংস্কার আছে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল । তাই আপনার যদি এরকম কোনো সংস্কার থাকে তো সেটা এবারে , সামুতে আমাদের সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি ।

তথ্যসূত্র -- গুগুল , পিওন থেকে প্রকাশক - বাদল বসু

মন্তব্য ৭১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

অলিভিয়া আভা বলেছেন: ওয়াও ! লেখকদের যে কত ধরনের ফ্যান্টাসি আছে তার কি আর ইয়ত্তা আছে ?
পচা আপেলের গন্ধ শুঁকে লেখা আসে এটা একদম নতুন জানলাম। দুইএকটা আগে আগেই জানা ছিল।
তবে লেখা শেষ হয়ে গেলে তারপর লেখার নাম দেয়া আর লেখার শুরুতে তার নাম ঠিক করে দুটো ভিন্ন হলেও কিছুটা যুক্তি তো আছেই মনে হয়। যেমন গল্প বা কবিতা লেখার সময়ে ঠিক থাকে না যে এর শেষটা কি হতে পারে। নানা লাইনে লাইনে মোড় দিতে পারে। সেক্ষেত্রে পূর্বে ঠিক করা নাম পরিবর্তিত হতে পারে।
তবে ফিচার বা অন্য কোন টাইপের লেখার ক্ষেত্রে আগে আকর্ষনীয় নাম ঠিক করে তারপর লেখা শুরু করা যেতেই পারে।
সব মিলিয়ে ভালো লাগলো লেখাটা। আপনার লেখার শিরোনামটাও ভালো লাগলো।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাও আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কাছের-মানুষ বলেছেন: অনেক অজানা জানা হল। আরেকজন বিদেশী লেখকের ভিডিও দেখিছিলাম তিনি বললেন তার গল্পের প্রতিটি ভিলেন তিনি গ্রিক দেবদেবতা বা সেই ধরনের কাহিনী থেকে নেন।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: আপনার তথ্যটা আবার আমি জানতাম না । জানলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


লেখাটা পড়ে ভাল লাগলো।
লেখা যেমন বিচিত্র, লেখকও তেমন বিচিত্র আর লেখার অভ্যাস বিচিত্র ধরণের।
আপনি যদি আমাদের বিখ্যাত কবি সাহিত্যিকদের লেখার অভ্যাস বা বাতিকগুলি সংগ্রহ করে একটা পোস্ট দিতে পারেন তা হলে ভালো হয়।
অনেক আগে সাপ্তাহিক বিচিত্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন লেখকের সাক্ষাৎকার চাপা হত। এতে সাহিত্য আলোচনার সাথে সাথে লেখার অভ্যাস নিয়েও আলোচনা হতো।

একবার সৈয়দ শামসুল হক তার অভ্যাস সম্পর্কে বলেছিলেন, তিনি তার লেখা লেখির শুরু থেকেই টাইপরাইটারে লিখতেন। তিনি যখন লেখা শুরু করেন তখন কম্পিউটার ছিল না। বাংলা টাইপরাইটার 'মুনির অপটিমা' সবেমাত্র চালু হয়েছে, তখন থেকেই তিনি টাইপরাইটারে লেখতে শুরু করেন।

আমি ব্যক্তিগতভাবে একজন কলামিস্টকে চিনি, যিনি প্রথম সারির চারটা বাংলা পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। তার লেখার স্টাইল খুবেই বিচিত্র। তিনি নিজ হাতে কিছুই লিখেন না। তাঁর একজন বেতন ভুক্ত স্টেনোগ্রাফার আছেন। তিনি মুখে মুখে বলেন, আর স্টেনোগ্রাফার শর্টহ্যান্ডে তা লিখে নেন। তারপর টাইপ করা হয়। স্টেনোগ্রাফার যখন থাকে না, অর্থাৎ রাতের বেলা বা স্টেনোগ্রাফার আসার আগে বা চলে যাওয়ার পর কোন কিছু লেখার প্রয়োজন হলে, কথাগুলি টেপরেকর্ডারে টেপ করে রাখতেন। স্টেনোগ্রাফার আসার পর, সে টেপ বাজিয়ে শুনে, শর্টহ্যান্ডে লেখে তারপর টাইপ করতেন।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য থেকেও অনেক কিছু জানলাম ।

লেখাটা পড়া ও তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে এলেন ।
লিখিয়েরা কে কোন কুষ্ঠিবিচার করে লেখেন কিম্বা লেখার সময় কোনও সংস্কার বা কুসংস্কার মেনে কলম ধরেন কিনা এটা মনে হয় অনেকের মাথাতেই ছিলোনা । ছিলোনা আমারও । এই পোস্টের ধারায় এবার হয়তো আমাদের অনেকের কথাই জানা হবে ।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২২

নীলপরি বলেছেন: চেতন ভগতের কথাটা নিজে নোটিশ করেছিলাম । পরে ওনার একটা ইন্টারভিউতে এই প্রশ্নটা শুনে নিশ্চিত হলাম যে ঠিক নোটিশ করেছিলাম । তারপর বিমল মিত্রর কথাটা জানার পরেই এই বিষয় নিয়ে আগ্রহ জন্মায় । এছাড়াও অনেকে ১৩ নম্বর চ্যাপ্টারে বই শেষ করতে চান না ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: দারুণ সব মজার তথ্যসমৃদ্ধ পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো লাগল।

শুভ সন্ধ্যা।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৫

নীলপরি বলেছেন: আপনি পড়েছেন দেখে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
শুভ সন্ধ্যা।

৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: বাপরে এত কিছু!!!!!!!!

আমি লেখার সময়, গান শেখার সময় আঁকার সময় কি করি শুনবে আপুনি!!!!!!!!!! :)

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৮

নীলপরি বলেছেন: অবশ্যই শুনবো যে আপনি কী করেন দিদি ! শুনবো বলে উদগ্রীব হয়ে আছি । শিগগির বলে ফেলুন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।:)

৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: শিরোনামটি পড়েই ভীষন ইন্টারেস্টিং মনে হলো, তাই ঢুকে পড়লাম। বিষয়টি নিয়ে একেবারেই ভালো আইডিয়া ছিলনা। আসলেই ইউনিক একটি বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম আপনার কল্যাণে।

পোষ্টে লাইক অবশ্যই।
ভালো থাকবেন।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: আপনার লাইক পেয়ে আমারও ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনিও ভালো থাকবেন।

৮| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমতকৃত হলাম! একেকজনের একেকরকম বাতিক দেখে।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: আমারও বিষয়টা খুব ইন্টারেসটিং লেগেছিল বলেই লিখেছি । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। আমি মূলতলেখা শেষ হলে শিরোনাম দিই। আবার শিরোনাম ঠিক করেও লিখি। বৃষ্টি লেখার প্রেরণা দিয়ে থাকে।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: আপনার নিজের অভ্যেস শেয়ার করলেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব সুন্দর। +

০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


একটা কিছু লেখার দরকার, ব্লগে এতদিন, কিছুই লেখা হলো না; শিরোনামে জন্য না হয় টিয়া পাখীর গণনা চালু করলেও চলতো!

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: টিয়া পাখীর কাছে যারা যায় তারা কিছু একটা দেখার জন্য যায় । তবে টিঁয়া পাখীর মালিককে বোধহয় একটা কিছু করতে হয়!

একটা কিছু ভালো বা মন্দ হতেই পারে তবে অনেক সময়ই তাকে উপেক্ষা করা মুশকিল !

সবসময় পোষ্ট পড়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: সবকিছুই বুঝলাম, কিন্তু এই কুষ্ঠিবিচার এটার মানে কি? এটার মানে বুঝলাম না। বুঝাইয়া দিলে উপকৃত হতাম।

ব্লগে আমি নতুন। সময় করে আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: জ্যোতিষ শাস্ত্র দিয়ে ভাগ্য গণনা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

হুম , অবশ্যই যাবো ।

১৩| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩২

শায়মা বলেছেন: হা হা হা ওকে ওকে বলবো বলবো!!!!!!!!!!

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: সেই মাহেন্দ্রক্ষণটি কখন হবে ?

:)

১৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখকদের বিচিত্র অভ্যাসগুলো জানলাম।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:১১

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! পৃথিবী বিখ্যাত লেখকদের নিয়ে ছবি ব্লগ খুব ভাল লাগলো। উনাদের সম্বন্ধে জানতে পারলাম।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: আপনি পড়েছেন দেখে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:২৭

হবা পাগলা বলেছেন: তথ্যবহুল পোস্ট।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ০২ রা জুন, ২০১৮ রাত ৩:৩৬

কিশোর মাইনু বলেছেন: ব্যাতিক্রম পোস্টটির জন্য নীলপরী আপুকে অশেষ ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:২২

জাহিদ অনিক বলেছেন: খুবি সুন্দর একটা পোষ্ট। অনেকের লেখাতেই দেখি পোষ্টের সাথে শিরোনামের কোন মিল থাকে না। তারা নিশ্চয়ই এই পোষ্ট পড়ে কিছুটা হলেও ভাববে।

ব্যতক্রমী এই পোস্ট পড়ে জানা হলো অনেক অজানা ও উদ্ভট কিছু। মহৎ লেখকদের কত কত অভিরুচি !

ধন্যবাদ নীলপরী। ভালো থাকবেন।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৩০

নীলপরি বলেছেন: এই সব তথ্যগুলো জেনে আমিও খুব আশ্চর্য্য হয়েছিলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনিও ভালো থাকুন ।

২০| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:



পৃথিবী বিখ্যাত লেখকদের নিয়ে পোষ্ট !! দারুণ পোষ্ট!! ওনাদের একজনকেও চিনতাম না।।
শেয়ার করার জন্য ধন্যবাদ বন্ধু।।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৩২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

ভালো থাকবেন ।

২১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

আবু ছােলহ বলেছেন:



মজার এবং জানার। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৯

মৌরি হক দোলা বলেছেন: দারুণ সব তথ্য :)

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত জনার কত বাতিক!!!!!

সময়ের সেরাদেরই ভেতরে এত সংষ্কার! হাল কি তবে আমজনতার !! ;)

ভিন্নধর্মী বিষয়ে দারুন চমৎকারী পোষ্ট :)

+++

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: সেই , বাতিক অসাধারণদেরও থাকে তা দেখলাম ! :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট। অনেক কিছু জানা গেলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মাটিতে পাটি বিছিয়ে হাটু গেড়ে বসতেন, এ নাহলে উনার লেখা আসতো না। আমার জানা তথ্যে ভুলও হতে পারে। সঠিক হলে দারুন।

J K Rowling এর মত আমারও একই অভ্যাস। পুরো আর্টিকেল লিখে তারপর আমি শিরোনাম লিখি।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যাএর কথাটা জানতাম না । জেনে ভালো লাগলো । আর তথ্যটা অবশ্যই ঠিক থাকবে । আপনি নিশ্চয় কোনোকিছু থেকে জেনেছিলেন ।

আপনার নিজের অভ্যেসটা শেয়ার করলেন দেখে ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪১

আখেনাটেন বলেছেন: চমৎকার নতুন জিনিস জানলাম। তবে শুধু রাইটার না বেশির ভাগ মানুষই জেনে কিংবা নাজেনেই কিছু জিনিস মেনে চলেন। প্রকৃতির লীলাখেলা।

১১ ই জুন, ২০১৮ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: প্রকৃতির লীলাখেলা -- একেবারেই ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৯

জুন বলেছেন: এত বিস্তারিত জানতাম না তবে ভারতের সেলিব্রিটি অভিনেতা অমিতাভ বচ্চন সহ অনেক বিখ্যাত ব্যক্তিরাই এসবে বিশ্বাসী বলে শুনেছি নীলপরি । অনেকদিন পর আসলেন মনে হলো ।

১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । অভিনেতাদের সংস্কার আছে । যেমন বিশ্বের অনেক ক্রিকেট তারকাদের মধ্যে আছে ।

আপনি পড়েছেন দেখে ভালো লাগলো ।
হুম , একটু অনিয়মিত হয়ে গেছি । চেষ্টা করছি নিয়মিত হওয়ার ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।


২৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

আমি সাধারণত লেখা শেষ করার পর শিরোনাম দেই। তবে কিছু কিছু লেখায় শিরোনাম আগে ভেবে সেটা অনুসারে লেখি।

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: পোষ্টটা আপনি ভালো বলাতে খুবই উৎসাহ পেলাম ।

নিজের অভ্যেসটা শেয়ার করলেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৮| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কখনো শিরোনাম আবার কখনোবা পরে। সুন্দর বিষয় পোস্টে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: হুম , আমারো প্রায় তাই ।

পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ একটা পোষ্ট, বিখ্যাত কিছু লেখকের লেখা সম্পর্কে সুন্দর জানাশুনা হয়ে গেলো। ভালো লাগলো আমার। খুব ভালো লাগলো।

কোষ্ঠী গণনা হয়তো ভালো বিবেচনা হতে পারে, হয়তো অনেকটা প্রয়োজনীয়ও হতে পারে ভালো লেখার জন্য। আমি যদিও ভালো লেখা আজও লেখতে পারিনি, তবে, কোষ্ঠী বিচার কেমনে করতে পারবো তা জানা আমার জন্য মুশকিল আপু, আমি তো আর কোষ্ঠী গণনা করতে পারিনা।

সুন্দর পোষ্ট

শুভকামনা সবসময় আপনার জন্য

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩

নীলপরি বলেছেন: আমিও কুষ্ঠি গণনা জানিনা । :)

পোষ্টটা আপনি সুন্দর বলায় অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা নিলাম আর আপনাকেও নিরন্তর শুভকামনা জানাই ।

৩০| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মনিরা সুলতানা বলেছেন: একটু আলদা একটা পোষ্ট !!
ভালো লাগলো অনেক !!!

শুভ কামনা।

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩১| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

টারজান০০০০৭ বলেছেন: শুধু ধার্মিকরাই কুসংস্কারাচ্ছন্ন হয় বলিয়া এতকাল জানা যাইত , এখন সভ্য (!) মানুষেরাও দেখি উল্টা হাটিতেছে !

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: ঠিক বুঝলাম নাহ ! আপনি কী বুঝিয়েছেন ধার্মিক বলতে ? আস্তিক ? যতদূর জানি নাস্তিকরাও কিছু নিয়ম মানেন ।

আপনি পড়েছেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩২| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:২৭

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর, দুর্দান্ত একটা পোস্ট! সম্পূর্ন নতুন একটা বিষয় জানতে পারলাম পরী। তবে আমার যে লেখা, তার আবার শিরোনাম! জীবনে সংস্কার মাইনা কোন কিছু করা আমার দ্বারা সম্ভব না। তাছাড়া ঐটা আমার স্বভাব বিরুদ্ধও...

আমি অনেকটাই খামখেয়ালী। যখন যেটা মনে হয়, তখন সেটা করতে না পারলেই বরং পেট গুড়গুড় করে। এক্ষেত্রে শুধু লেখাই না, বরং সব কিছু। তবে ছাইপাশ যাই লিখি না কেন, তার শিরোনাম আগে ভেবে রাখি না। একটা লেখা শেষ করার পরে তার শিরোনাম অটোমেটিক্যালি চলে আসে।

আচ্ছা আপনি এই ব্যাপারটাতে কি করেন? শিরোনাম ভেবে কোন লেখা লেখেন, নাকি লেখার পরেই শিরোনাম ভাবেন?

সুন্দর পোস্টে ভাল লাগা! শুভ কামনা পরী!

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: আমিও আপনার মতোই বেশীরভাগ সময় লেখার পরেই শিরোনাম দেই । তবে দু এক সময় প্লট ভাবার সময় কোনো শব্দ যদি মনে থেকে যায় তবে লেখার পর সেই শব্দটা শিরোনামে রাখার চেষ্টা করি । যাইহোক লেখার পরেই শিরোনামটা লিখি ।

আর আমি খুব অগোছালো । শিরোনাম পরে দেওয়ার পরে দেওয়ার এটাও একটা কারণ হতে পারে । মানে এরকম ভেবে লিখলাম লেখার পর তা অন্যরকম হোলো । :)

আপনি পোষ্টটা ভালো লেগেছে বললেন বলে খুব উৎসাহ পেলাম ও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
আর নিরন্তর শুভকামনা

৩৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৪

নির্ঘুম সৈকত বলেছেন: ধন্যবাদ। তথ্যসমৃদ্ধ লেখা।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:৫২

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৪| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: বেশ কিছু চমকপ্রদ তথ্য জানতে পারলাম আপনার এ লেখা থেকে। সামু'র লেখকদের কাছ থেকেও কারো কোন সংস্কার আছে কিনা এ ব্যাপারে, জানতে চেয়ে লেখাটাকে আরো বেশী মজার এবং কৌতুহলোদ্দীপক করেছেন। ধন্যবাদ সেজন্য।
আমি সাধারণতঃ লেখা শেষ করেই শিরোনাম দেই। তবে কবিতার ক্ষেত্রে মাঝে মাঝে শুরু থেকে কিংবা মাঝপথ থেকে শিরোনাম দেয়া শুরু হয়, তা পরিবর্তিত হতে হতে অনেক সময় একেবারে শেষে গিয়ে চূড়ান্ত রূপ পায়। মধ্যরাতের নীরবতা এবং প্রত্যুষের স্নিগ্ধতা আমার কবিতা লেখার প্রেরণা।
প্রথম মন্তব্যটাই (অলিভিয়া আভা'র) একটা চমৎকার মন্তব্য- ভাল লেগেছে। মোহাম্মদ আলী আকন্দ এর মন্তব্যটাও (৩ নং) ভাল লেগেছে।
আসলেই ইউনিক একটি বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম আপনার কল্যাণে - সামু পাগলা০০৭ এর এ মন্তব্যের সাথে আমিও একমত।
আপনার এ লেখাটা পড়ে উৎসাহিত হয়ে ক্রিকেট তারকাদের (কু)সংস্কার নিয়েও কেউ কিছু লিখতে এগিয়ে আসলে (তা সংগৃহীত বা সংকলিত হলেও) খুশী হবো।
শিরোনাম একটা লেখার উষ্ণীষ। যারা তাদের লেখায় ভাল শিরোনাম দেন, আমি তাদেরকে এবং তাদের লেখাকে সমীহ করি।

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার নিজের লেখার অভ্যেসের কথা শে্যার করেছেন দেখে ।

হুম , ক্রিকেটারদেরও এরকম অনেক সংস্কার আছে । সেগুলো বেশ পপুলারও । শচীন তেন্ডুলকর যখন ক্রিজে নামতেন , তখন ওনার কিট ব্যাগ খোলা থাকতো তবে সেটা খোলাই থাকতো । আটকানোর অলিখিত নিষেধ ছিল ।

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩৫| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাকু হাসান বলেছেন: কবিতা পড়তে আসছিলাম , :-B এটা পেলাম,জানতাম না ,জানানোর জন্য ধন্যবাদ পরী আপু

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২

নীলপরি বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

স্রাঞ্জি সে বলেছেন:
কবি সিটওয়েল টা অদ্ভুত অভ্যাস।

আপনার শিরোনাম টা প্রশংসনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.