নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কালো রঙের কালিমা থেকে আমরা কবে মুক্ত হবো ?

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২২




দেবী শক্তির দশ মহাবিদ্যা বা দশ রূপের প্রথম রূপ দেবী কালী। একদিন দেবী কালীর মনে হোলো শিব তাঁকে উপহাস করে 'কালী', 'কালী' বলে ডাকছেন। তাই তীব্র অভিমান ও ক্ষোভে দেবী গৃহত্যাগ করলেন। ঠিক করলেন সাধনা করে সুন্দরী হবেন। কঠোর তপস্যা করে তিনি হলেন গৌর বর্ণা ত্রিভুবন মোহিনী দেবী ষোড়শী। এই রূপের অনেক ব্যাখ্যা আছে। তবে প্রধান বর্ণনা হোলো গৌরবর্ণা ।
তারমানে বোঝা গেলো কালো রূপ অসুন্দর!তাই যুদ্ধ জিতে অসুর নিধন করেও কালী সুন্দর হতে পারেননি। উত্তরটা খুঁজতে এবার সমাজের দিকে তাকানো যাক । দেখা যাবে একনিষ্ঠ কালী উপাসকও মায়ের পায়ে পূজা দিয়ে ফর্সা ছেলের বৌ খুঁজতে ছোটেন!
কেনো? সেটা ভাবলে দেখা যায় শুধু এই একটা পুরাণ কথা নয় । মেয়েদের সুন্দরী বোঝাতে গৌর বর্ণের দিকে ঝোঁকা হয়েছে। সীতা তো কাঞ্চন বর্ণাই , রাধাও তাই। মেঘবরণ কৃষ্ণর পাশে রাধাকে বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে । আর দ্রৌপদী হলেন তপ্তকাঞ্চনবর্ণাভ। এখনে কবি বলেননি সোনাটা ভস্মীভূত বা ঠিক কতটা গরম। সোনা গরম হলেই কালো হয় না। বাদামী বলা যেতে পারে। কৃষ্ণর সখি বলে তিনি কৃষ্ণা। আবার শ্যামা রঙের ব্যাখ্যা একেকজন একেকরকম দিয়েছেন। যার কোনোটার মানে কালো নয়। মেঘদূতর ' তম্বী শ্যামা শিখরদশনা'র অর্থ ব্যাখ্যা করা হয়েছে , - যে নারীকে স্পর্শ করলে শীতে উষ্ণ আর গরমে শীতল লাগে । শুধু এসব কাব্য বা মহাকাব্য নয় রূপকথা থেকেই সৌন্দর্য্যের একমাত্রিক ধারনা তৈরী করা হয়। সচেতন বা অসচেতন ভাবে ঢোকানো হয় বর্ণবিদ্বেষ এমনকি শ্রেণী বিদ্বেষও।
ছোটো বেলায় আমার মাসীমনি আমাকে রাগানোর জন্য বলতো তুই দুষ্টুমি করলেই গল্পে কালো আর বিচ্ছিরি রাজপুত্র চলে আসবে। আমি আবার ছোটো থেকেই দমবার পাত্রী নই। আশাবাদী। তাই বলতাম সে তো ফ্রগপ্রিন্স। পরে সুন্দর হয়ে যাবে। তাও যখন মাসীমনি বলে যেতো এই রাজপুত্রটা কালো আর বিচ্ছিরি থাকবে তখন নাকি আমি কাঁদতে শুরু করতাম। কালোর ভয়ের আরেকটা উদাহরণ দেই। ছোটোবেলায় সাজুনিও ছিলাম খুব। আর লিপস্টিক তো অবসেশন ছিল। অল্পে পোষাতো না লাউড করে লাগানো চাই। এটা থেকে আমাকে যখন বিরত করা যাচ্ছিল না তখন বলা হয়েছিল ছোটোরা বেশী লিপস্টিক লাগালে কালো হয়ে যায়। ব্যস সাথে সাথে ওষুধে কাজ হয়েছিল !
এই দুটো ব্যক্তিগত উদাহরণ দিলাম ঠিকই তবে আমার মনে হয় এধরনর অভিঙ্গতা অনেকের আছে। এর থেকে বোঝা যায় সমাজ সৌন্দর্য্যের মাপকাঠি ঠিক করে দিয়েছে। ভাবছেন, আমাদের সমাজ আর কিবা পারে! এবার একটু পাশ্চাত্যর কথা ভেবে দেখুন । সেখানে তো এই বৈষম্য আরও প্রকট। সেখানে বেশীর ভাগ সময়ে গল্পে বা সিনেমায় নেগেটিভ চরিত্র মানেই সে তিমিরবরন হয়ে যায়।
ব্রিটিশরা তো আমাদের ব্ল্যাকি বা কালা আদমি বলত। আর আমরা তো চিরকালই বিভাজন প্রিয় । তাই তখন একজোট হয়ে প্রতিবাদ না করে কালা আদমির শ্রেণী বিন্যাস করেছি। গৌর বর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ এবং 'কালো' - নয়কো মোটেই ভালো। সেই ট্র‍াডিশন সমানে চলছে।শুধু শব্দ গুলো বদলেছে। এখন তো আমার গ্লোবাল। তাই বলি ফেয়ার, ব্রাউনি, ডাস্কি। তো এহেন সমাজের পরিত্রাতা হয়েছে এখন ফেয়ারনেস বা যে কোনো ফেয়ারনেস কসমেটিক্স। হ্যাঁ ব্যস একটু খানি লাগান আর আপনার চাকরী পাওয়া, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জোটানো আটকায় কে? তিনিই সকলের ভরসা । তাই , মেয়েদের সাথে ছেলেরাও পাল্লা দিয়ে এইসব প্রোডাক্টের স্মরণাপন্ন হচ্ছেন । এখন একটু খোঁজ করলেই দেখা যাবে যে বাড়িতে চালও পরিমাপ মতো নেই সেই বাড়িতেও ফেয়ারনেস ক্রিমের একটা ছোটো টিউব আছে ।

আর যারা এই পরিত্রাতার জয়জয়কার করেন সেইসব মর্তের দেবীরা গাটেরকড়ি খরচা করে থুড়ি তপস্যা করে কেমন হয়েছেন এবার একটু দেখে নেই।






কাজল - আগে ও এখন




এক টিভি শো-তে শোনা গিয়েছিল পিগি চপসকে নাকি ব্রাউনি শব্দটা শুনতে হয়েছিল । তাই তিনি দুঃখ পেয়েছিলেন । :(
সেই দুঃখেই বোধহয় পুরোপুরি ফেয়ার হয়ে গেছেন ।



দীপিকার ত্বকের বর্ণ তফাতের কারণ জানা নেই





শিল্পাও একই পথের পথিক





গৌরবর্ণা না হলে কী তিনি স্বপ্ন সুন্দরী হতে পারতেন ? সেটা আপনারা বলবেন । তবে যারা তাঁর স্বপ্ন দেখেন এই সুন্দরী আবার তাঁদের খুব খেয়াল রাখেন। তাই তাঁর দ্রুত গতির গাড়ির ধাক্কায় দুবছরের কন্যা আহত হলে তিনি সেই মরনাপন্ন কন্যাকে লিফট না দিয়ে নিজের সৌন্দর্য্য রক্ষা করতে চলে যান । ঠিকই! উনি স্বপ্নকন্যা। উনি কুৎসিত হয়ে গেলে এতো মানুষের স্বপ্নের কি হবে? আহা রে! কতো বড়ো মন ওনার!



শুনেছি বিপাশা নিজের ত্বকের বর্ণ নিয়ে খুব গর্ব করতেন । তারপর একদিন চুপচাপ নিজেকে বদলে নিলেন

আর লিস্ট বাড়াবো না । শুধু এটা বলতে চাই এনারা কেউই ফর্সা হওয়ার ক্রীম ফেয়ার হননি। প্রত্যেকেই ক্লিনিক্যালি মেলানিন ট্রিটমেন্ট করিয়েছেন।সেই সাথে এটাও মনে করাতে চাই যে , মীনা কুমারী , মধুবালা থেকে মাধুরী দীক্ষিত , করিণা বা ক্যাটরিনা প্রত্যেকেই নিজের দক্ষতায় খ্যাতি অর্জন করেছেন । কেউই শুধু গৌরবর্ণা বলে সফল হননি ।


তাই ভাবার সময় এসেছে যে , কালো রঙের কালিমা থেকে আমরা কবে মুক্ত হবো ?

যেসব ছেলেরা গৌরাঙ্গ হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন তাঁদের জন্য পরিশেষে আর একবার মহাকাব্যের দিকে ফিরে তাকাই । মহাভারতে অর্জুন মহাবীর ছিলেন । তবে অর্জুন শব্দের অর্থ শ্বেত হলেও তিনি কৃষ্ণবর্ণ ছিলেন । যদিও তাঁকে সুপুরুষ বলে বর্ণনা করা হয়েছে ।কিন্তু হ্যান্ডসাম হওয়ার দরুন মনিপুরের রাজকুমারী চিত্রঙ্গদার সাথে একবছরের কনট্র‌াক্ট ম্যারেজ করা ছাড়া কোনো সুবিধা পাননি । মেহনত করে তাঁকে বীরত্ব অর্জন করতে হয়েছিল । পান্ডবদের মধ্যে সবথেকে হ্যান্ডসাম ছিলেন সহদেব । তবে তাঁকে মহাকাব্যের পার্শ্বচরিত্র হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে । আর মহাভারতে গৌরবর্ণ সুপুরুষ ছিলেন কর্ণ । কিন্তু রূপ তাঁকে কোনো সাফল্যই দেয়নি । জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তাঁকে হিরো হতে হয়েছিল ।

আর মেয়েদের তো অবশ্যই মনে রাখা উচিত যে গৌরী- দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলেই তিনি পূজনীয়া। সেরকমই দেবী কালী রূপেও তিনি রক্তবীজ নামক অসুরকে নিধন করেছিলেন । সেটাও একইরকম কৃতিত্বের । তাই কালী রূপে যদি একজন মহাদেবের মন পাওয়া না যায় তাতে কী কিছু যায় বা আসে ?

ছবি সৌজন্য - ইন্টারনেট

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের সৌন্দয্য জ্ঞান খুবই সীমিত।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: হুম । সে তো আছেই । তবে এই বিষয়ে মনে হয় অন্যান্যরাও একমাত্রিক ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

অচেনা হৃদি বলেছেন: আমি ভারতীয় ছবি কম দেখি । কেরালার ছবিগুলোকে আমার কাছে সবচেয়ে বড় ফ্রড বলে মনে হয় । কেরালা তথা ভারতের দাক্ষিণাত্যের বেশিরভাগ মানুষ কৃষ্ণবর্ণের । তারা আমাদের বাঙ্গালিদের তুলনায় ঘোরতর কালো । অথচ দক্ষিণের ছবিগুলোতে পরিচালকেরা বেছে বেছে যথাসম্ভব ফর্সাদের ছবিতে অভিনয়ের জন্য নেয় । এই যে ছবিগুলো সেখানকার মানুষদের কি বার্তা দেয় ? একটাই বার্তা বহন করে, সাদা হও ! X((

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২১

নীলপরি বলেছেন: হুম , এরকম প্রবনতা আছে । আমার আবার দক্ষিণের ছবি দেখা হয় না ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ব‍্যতিক্রমী পোস্ট। পৌরাণিক সব চরিত্র আর হালের বলিউড তারকাদের রূপ লাবণ্য নিয়ে তথ্য সম্বলিত পোস্ট ভাল হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: দিদি, শুভেচ্ছা নেবেন।



একটি বাস্তব জিনিস তুলে ধরেছেন।
(১) কাজল তো মনে হয় এখন আগের চেয়ে বেশী ফর্সা হয়েছে। B-)
(২) প্রিয়াংকাকে গত তিন বছর আগে সরাসরি দেখেছি। নাথিং স্পেশাল!! অর্ডিনারি মহিলা!!
(৩) ২০১৫ সালে লন্ডনে শাহরুখের সাথে ক্লাবিংয়ে এসেছিল। কথা বলেছি; সাধারন বাঙালি ঘরের মেয়েদের মতো; কোন Glamour নেই।
(৪) ও (৬) মেকাপ নির্ভর ।
(৬) উনাকে আমার ন্যাচারাল সুন্দরী মনে হয়।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: ভালো বলেছেন । আপনার নিজের অভিঙ্গতার কথা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ।

(৪) ও (৬) মেকাপ নির্ভর । আবার
(৬) উনাকে আমার ন্যাচারাল সুন্দরী মনে হয়।


৬ নং টা কী অন্য কিছু হবে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: কোন নারী যখন সাকসেসফুল হবার পরেও এভাবে ট্রিটমেন্ট করে গায়ের রং পরিবর্তন করেন, তখন সেটা সাধারণ ঘরের মেয়েদেরকে কতটা আহত করে, পিছিয়ে দেয় সেটা তাদের ভাবা উচিৎ।

ভীষন যত্ন নিয়ে গভীর অনুভব থেকে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে এনেছেন। পোস্টে লাইক আপু।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন ।

আপনি গুরুত্ব দিয়ে বিষয়টা পড়েছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা দিদি

৬| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: পরী আমি আগে ভয়াবহ ফরসা ছিলাম। এখন কালো হয়ে গেছি।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: বেশ। তাতে কিছু যায় আসে না । আপনার লেখাগুলো দিন দিন উজ্জ্বল হচ্ছে । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

রক বেনন বলেছেন:

আরেকটি উদাহরন।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১

নীলপরি বলেছেন: সেই লিস্টে অনেকেই আছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

জাহিদ অনিক বলেছেন:

আমাদের মানিসিকতা সব। আর কিছুটা বানিজ্যিক দাসত্ব।
কিছুটা বলা কিছুটা কামিনী আর কাঞ্চনের খেলাও!

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: একদম সঠিক বলেছেন ।
এর সাথে বাজার ,মুনাফা সবকিছু জড়িয়ে আছে । যার দাসত্ব করছে সমাজের মানসিকতা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কালো যদি মন্দ তবে চুল পাকিলে কান্দ কেন?
বলেও কি ঠেকানো গেছে?
আর ঠেকানোর ঠেকা যাদের তারাই আবার বর্ণবাদী ফেয়ারনেস ক্রীমের টাকার গোলাম!

সবচে বেশী বিজ্ঞাপনযে তারাই দেয়!
যোগ্যতা যখন চামড়ায়
সভ্যতা তখন কাতরায়!
সে যাতন ধ্বনি শোনার লোক কই?


০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

নীলপরি বলেছেন: একেবারেই তাই । ভীষণ সুন্দর করে মন্তব্য করেছেন । ভালো লাগলো ।
আর দারুণ লাগলো কবিতাটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামু পাগলা০০৭ বলেছেন: কোন নারী যখন সাকসেসফুল হবার পরেও এভাবে ট্রিটমেন্ট করে গায়ের রং পরিবর্তন করেন, তখন সেটা সাধারণ ঘরের মেয়েদেরকে কতটা আহত করে, পিছিয়ে দেয় সেটা তাদের ভাবা উচিৎ। সহমত।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: হুম ,আমিও একমত ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




সেই পুরোনো কথাই - রাধা কিঁউ গোরী/ ম্যাঁয় কিঁউ কালা ! এ যুদ্ধের শেষ নেই ।

তবুও ----
উজ্বল দিনের শেষে রাতের আঁধারটাতে মনটা স্নিগ্ধ হয়ে ওঠে, নতুন করে আবার ভালোবাসতে ইচ্ছে করে নিজেকে।
বসন্তে কালো কোকিলের ডাকটিতেই হৃদয়ে দোলা দিয়ে যায় বসন্ত ।
কৃষ্ণ কুন্তলের মুগ্ধতায় মন বলে ওঠে ----- "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা ...."


০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে সারমর্মটা বলেছেন স্যর । ভালো লাগলো মন্তব্যটা ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: ভালো পোস্ট। আসলে তারা তো সেলেব্রেটি, সো.........সুন্দর হয়ে ছেড়েছেন। অপেক্ষা করুন, একদিন এসব সার্জিক্যাল রূপ নষ্ট হয়ে যাবে !! কিন্তু হলিউডে ডেনজেল ওয়াশিংটন, ভায়োলা ডেভিস.....এরা কিন্তু কালো হয়েও অস্কার জিতে নিয়েছে।
+।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নীলপরি বলেছেন: হুম । সেলেব্রেটি বলে সুন্দর হয়েছেন ।

এদিকে নৈতিকতার এই অবস্থা । আবার বোদ্ধার মতো , না ভেবেই এমন টুইট করেন যে সমাজে নেগেটিভ প্রভাব পরে ।

ঠিক বলেছেন । ভালো অভিনেত্রী না হলে শুধু রূপের কথা কে আর মনে রাখবে ?

প্লাসে উৎসাহ পেলাম । :)
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: আমার কাছে, দ্য মোর ন্যাচারাল, দ্য মোর বিউটিফুল!
বলার স্টাইলটা খুব সুন্দর হয়েছে (লেখার বললাম না, কারণ লেখাটা পড়ে মনে হলো, আপনি বলে গেলেন আর আমরা শুনলাম)।
পোস্টে প্লাস + +

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

নীলপরি বলেছেন: দ্য মোর ন্যাচারাল, দ্য মোর বিউটিফুল -কথাটা খুব সুন্দর লাগলো !


বলার স্টাইলটা খুব সুন্দর হয়েছে-- এই কথায় ভীষণভাবে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর একটা আনকমন পোস্ট! পোস্টে দেওয়া আপনার ব্যক্তিগত উদাহরণ গুলোও ভাল্লাগছে! তবে আলোচনা করে আসলে আপনি যেভাবেই মানুষকে বোঝান না কেন, মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। সুতরাং একজন মানুষ যখন নিজেকে অন্যের সামনে উপস্থাপন করবে, তখন সে যে যতটা সম্ভব চেষ্টা করবে সুন্দরভাবে উপস্থাপন করতে; এটা আর বলার অপেক্ষা রাখে না...

তবে যদিও আমরা জানি যে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তারপরেও ধরেন, যে ছেলেটা প্রতিদিন কালোর গুনগান গেয়ে 'আমরা কি পারি না এটা করতে, আমরা কি পারি না ওটা করতে' বলে সোশ্যাল সাইট গুলো গরম করে ফেলছে। কাল নিজের বিয়ের সময় দেখবেন সে এলাকার সব থেকে সেরা মেয়েটাকেই বউ হিসাবে চয়েজ করছে। তাইলে আপনি আসলে বুঝাইবেন কাকে?

এক্ষেত্রে আমার ব্যাপারটা অবশ্য কিছুটা ভিন্ন। আমি সব ক্ষেত্রে কিছুটা মাঝামাঝি থাকতেই বেশি ভালোবাসি।, সেজন্যই হয়তো কালো-ধলো না বাছাই করে আমার সারাজীবনের ক্রাশ ঐ শ্যামলাতেই থেকে গেল! ;)

পোস্টে ভাল লাগা! আপনাকে স্পেশালি থ্যাংকস সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট করার জন্য! শুভ কামনা জানবেন!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: তারপরেও ধরেন, যে ছেলেটা প্রতিদিন কালোর গুনগান গেয়ে 'আমরা কি পারি না এটা করতে, আমরা কি পারি না ওটা করতে' বলে সোশ্যাল সাইট গুলো গরম করে ফেলছে। কাল নিজের বিয়ের সময় দেখবেন সে এলাকার সব থেকে সেরা মেয়েটাকেই বউ হিসাবে চয়েজ করছে। -- ঠিক বলেছেন । আমিও তাই বোঝাতে চেয়েছি ।

শুধু গৌরবর্ণা বলে নয় মাধুরী বা করিণা ভালো অভিনেত্রী বলেই টিকে আছেন । এটা সকলের বোঝা উচিত ।

হুম ! আপনি তাহলে কবি কালীদাসের পদাঙ্ক অনুসরণ করছেন । তম্বী-শ্যামা-শিখরদশনা ........:)

সময় দিয়ে এতো সুন্দর করে মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো ।

শুভকামনা নিলাম ও আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.