নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বিষও দেখেছি চেখে

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩







সোজা নয় পথ
জানি একটু বাঁকা
ক্ষতি কি তাতে?
মন-দেওয়ালে রামধনু আঁকা!

পথে যদি আসে
নিদারুণ সেই আঘাত
বিষাদময় চিবুকের ভার
সইতে পারবে হাত!

আসে যা কিছু
রাখবো আঁজলা ভরে
ক্ষতির সাথে সাথেই
ক্ষতটাও রাখবো ধরে!

কিছু কী আছে?
সবই নাকি ভ্রম
জীবনকে সমিধে জ্বালিয়ে
দেখাতি পারি বিক্রম!


আছে নাকি নেই
হিসেব দেইনি রেখে
শুধু তোমার প্রেমে
বিষও দেখেছি চেখে!




একটু অনিয়মিত হয়ে গেছি সামুতে । চেষ্টা করছি নিয়মিত হওয়ার । সহব্লগার সাহসী সন্তান
উৎসাহে কবিতাটা লিখেছি । তাই ওনাকেই এটা উৎসর্গ করলাম

মন্তব্য ৬১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: প্রথমেই চমৎকার শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয়তু প্রেম!
যে প্রেমে বিষও অমৃত হয়ে যায়!

সে প্রেম কি আছে এখনো?
সেতো কালিদাসের আমলের প্রেম, লাইলিমজনুর আমলের প্রেম!
এখন প্রেমে বুঝি উল্টো অমৃতই বিষ হয়ে যায় :P
মোহ, ক্রেডিট কার্ড আর লিটনের ফ্লাটের ইতিহাসে :-/ :P

কবিতায় +++

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: আপনার মতো কবির কাছ থেকে জয়তু প্রেম শুনে খুব ভালো লাগলো ।

এখন প্রেমে বুঝি উল্টো অমৃতই বিষ হয়ে যায় -- ঠিকই । হয় । তবে সেগুলো কনডিশনাল প্রেম । আমার মনে হয় সত্যি প্রেম মানুষকে শক্তিশালী করে । কোনো কিছু পাওয়ার পরোয়া করে না । ঘৃণাকেও হঠিয়ে দেয় ।

প্লাসে অনুপ্রেরণা পেলাম । এটাতে লাইক পেলাম না । তাই চেষ্টায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)






০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নীলপরি বলেছেন: আবার এসে প্লাস দিয়েছেন দেখে খুবই খুশি হলাম । :)

আবারো ধন্যবাদ ও শুভকামনা

৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


এত কথা অন্তরে?

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: শুধু কথা আর কথা আছে স্যর । সেটাই সম্বল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আহা বেশ হয়েছে পরী।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭

কাওসার চৌধুরী বলেছেন:


কবিতার প্রেমিকা তো খুব সাহসী; কিন্তু ছবির প্রেমিকাকে ঝিমিয়ে পড়া লাগছে, ভীতু!!


ছুটির দিনের শুভেচ্ছা ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: কবিতার প্রেমিকা খুব সাহসী জেনে আনন্দ পেলাম । তবে ছবির প্রেমিকাকে ঝিমিয়ে পড়ার দায় নিলাম নাহ !:)

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা

৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে কিছু বিষ সুধা সম !!!!

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: হুম । ঠিক বলেছেন । আপনাকে বেশ অনেকদিন বাদে ব্লগে দেখে ভালো লাগলো । কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন কবি

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর! ছোট হলেও বেশ ভালো লেগেছে!

পুনশ্চঃ “জীবনকে সমিধে জালিয়ে” বলতে কী বুঝিয়েছেন?

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: সমিধ মানে যোজ্ঞে ব্যবহার করার কাঠ । তাই , জীবনকে সমিধে...........।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: বাহ নীল পরি আপু, ভাল লাগলো, নিয়মিত হওয়ার চেষ্টা করছেন জেনে ভাল লাগলো।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: নিয়মিত হতে পারলে আমারও ভালো লাগবে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

অর্থনীতিবিদ বলেছেন: চমৎকার শব্দ চয়ন। ভালো লাগলো পড়ে। চোখে বিষ দেখাটা তো এক কথায় ইউনিক।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৭

সিগন্যাস বলেছেন: ছন্দগুলো ভীষণ ভাল লাগলো।আমি গতকাল দুঘন্টা ধরে কবিতা লেখার জন্য বসে শুধু একলাইন লিখতে পেরেছি।আপনি নিশ্চয় খুব প্রতিভাবান

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: আমিও কবিতা বুঝি নাহ । মনে যা আসে লিখি । আর ছন্দ দিয়েে সবসময় লিখিও নাহ । আপনি ভালো লেখক । অবশ্যই কবিতা লিখতে পারবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: আপনিও খুব ভালো ও সুস্থ থাকুন।
অনেক ধন্যবাদ

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: বিরহী কবিতা ভালো লিখেছেন।



শুভ কামনা রইলো বন্ধু।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: বন্ধু , আপনার কাছ থেকেও লাইক না পেয়ে লোখাটা কেমন ভালো হয়েছে সে বিষয়ে কনফার্ম হলাম ।

সময় খারাপ গেলে ভালো কিছু আশা করাটা অন্যায় ।

সকালে প্রায় ১৫ বার চেষ্টা করেছি লগ ইন করার বার বার আউট হয়ে গেছে । এতো ডিস্টার্ব ছিল ।

শুভ কামনা নিলাম ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
ভালো থাকুন

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: আমি বিশ্বকাপ আর অফিস নিয়ে ব্যস্ত তাই ব্লগে কম আসি !! বিশ্বকাপ শেষ হলে আবার নিয়মিত হবো।

কবিতায় ১ম প্লাস। ভালো লেগেছে।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নীলপরি বলেছেন: বিশ্বকাপে আপনার ফেভারিট প্লেয়ার গোল দিলে , আপনি কতোটা আনন্দ পান ?

এই মহূর্তে আপনার কাছ থেকে লাইক পেয়ে তার চেয়ে হাজার গুণ বেশী আনন্দ হচ্ছে । :)

আর এই কবিতা আপনার ভালো লেগেছে জেনে বরাবরের থেকে আজ বেশী উৎসাহ পেলাম । অনুপ্রেরণা পেলাম পরের পোষ্টের জন্য ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা
ভালো থাকুন

১৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
ছোট ছোট কথায় সুন্দর সাবলীল প্রকাশ।
প্রথম আর শেষ প্যারাটা বেশি ভালো লাগলো নীলপরী।
শুভেচ্ছা রইলো।:)

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।
শুভেচ্ছা নিলাম ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১৮| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

সনেট কবি বলেছেন: মুগ্ধ হলাম।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: কি চমৎকার কথাগুলো !
কেবল মুগ্ধ হবার মতোই ।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ ভালো লাগলো আপু।

অনেক শুভকামনা আপুকে।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: শুনে আমারও খুব ভালো লাগলো ।
শুভ কামনা নিলাম ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন +++

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নীলপরি বলেছেন: প্লাসে অনেক অনুপ্রেরণা পেলাম ।


আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
মায়াবী কবির মায়াময় কবিতা!

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

নীলপরি বলেছেন: আপনার লেখা এই লাইনটা পড়ে আবেগে আপ্লুত হলাম ।


আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমি তোমাকে ভালবাসী কারণ
আমি তোমাকে ঘৃনা করতে পারবনা, তার মানে
এই নয় যে আমি দুর্বল;
বরং ঘৃনাকারীরাই দুর্বল
@সোহানী#নীলপরি

বাণীর অনুবাদ কেমন হল? ;)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

নীলপরি বলেছেন: অসাধারণ হয়েছে অনুবাদ ।

আমার এই সাধারণ লেখাটা আপনি অনুবাদ করেছেন দেখে আমি আবেগে ভাসলাম । এই মুহূর্তটা ফ্রেমে বাঁধিয়ে রাখলাম ।

শুধু @সোহানী নয় ( এই নামটা হয়তো পড়ে অভ্যাস হয়ে গেছে । ) সুহানি । :)

অনেক ধন্যবাদ ।

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হৃদয়ের কথা।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

জাহিদ অনিক বলেছেন:
বিষে নিশ্চয়ই বিষক্ষয় হয়ে যায় !
সুন্দর লেগেছে পড়তে।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লাগায় উৎসাহ পেলাম কবি ।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় অনুপ্রেরণা দিল কবি ।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: বন্ধু , আপনার কাছ থেকেও লাইক না পেয়ে লোখাটা কেমন ভালো হয়েছে সে বিষয়ে কনফার্ম হলাম ।

সময় খারাপ গেলে ভালো কিছু আশা করাটা অন্যায় ।

সকালে প্রায় ১৫ বার চেষ্টা করেছি লগ ইন করার বার বার আউট হয়ে গেছে । এতো ডিস্টার্ব ছিল ।


হা হা হা
কবিতা পড়ে মন খারাপ হয়ে গেছিলাম। তাই লাইক দিতে ইচ্ছে করেনি।

আবার নিয়মিত হোন ব্লগে । নতুন কবিতা লিখুন ।

শুভ কামনা রইলো।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

নীলপরি বলেছেন: সে বুঝেতে পেরেছি । যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ বন্ধু ।

হুম ! নিয়মিত হওয়ার চেষ্টায় আছি ।

শুভকামনা নিলাম ।
আপনাকেও শুভকামনা

২৮| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

সাহসী সন্তান বলেছেন: আমি এমনিতেই যে কোন পোস্ট নিয়ে খুব বকবক করতে পারি। কিন্তু কেউ যদি আমাকে উৎসর্গ করে কোন কিছু লেখে বা পোস্ট করে, সাথে সাথে কেমন একটা জানি লাগে। সত্যি বলতে, তখন ভীষন আনইজি ফিল করি... #:-S

তবে আপনি এমনিতেই কবিতা খুব ভাল লেখেন। তাছাড়া আপনার কবিতা পড়তেও আমার ভাল লাগে। তাই রিকোয়েস্ট করছিলাম একটা কবিতা লেখার জন্য। কিন্তু সেটা যে আমাকে উৎসর্গ করে লিখবেন তা ভাবি নাই!

এনিওয়ে, কবিতা সুন্দর হইছে! স্পেসেফিক ভাবে শেষের প্যারাটা মনে গেঁথে রাখার মত। তবে দু'একটা বানান ভুল আছে পরী। ঠিক করে নিয়েন! জালিয়ে < জ্বালিয়ে, দেখাতি < দেখাতে ইত্যাদি!

উৎসর্গের লিংকটাও ঠিক করে দিলে ভাল হয়। আপনি হয়তো জানেন, এখন সরাসরি ব্লগ পোস্ট থেকে কোন লেখা কপি করা যায় না। সেজন্য আপনি যেভাবে লিংক দিছেন, সেভাবে লিংক কপি করে নির্দিষ্ট পেজ বা ব্লগে যাওয়া যায় না। তাই লিংকটা ব্লগ টুলবার থেকে এড করে দিলে পোস্টের সৌন্দর্যটাও ভাল দেখাবে!

আপনি সহজ পদ্ধতিতে ঠিক এভাবে লিংক যুক্ত করতে পারেন। প্রথমে পোস্ট এডিটে গেলে দেখবেন এডিট বক্সের উপরে যে টুলবারটা আছে সেখানে শিকল মত একটা আইকন আছে। উক্ত আইকনে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে। সেখানে টাইটেল-এর জায়গায় টাইটেল লিখে ইউআরএল-এর জায়গায় ব্লগ ইউআরএল দিয়ে লিংক যুক্ত করুন-এ ক্লিক করলে পোস্টে লিংক যুক্ত হয়ে যাবে। বিষয়টা জানা থাকলে আমার একটু লচ হইল এর বেশি কিছু না! ;)

পোস্ট প্রিয়তে নিলাম! শুভ কামনা জানবেন!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: আপনি খুব যত্ন নিয়ে লেখাটা পড়েছেন বুঝতে পারলাম ।
হুম । বানান অবশ্যই কারেকশান করে নেবো । আর লিংকটাও আপনি যেভাবে বলেছেন ওভাবেই দেবো । আসলে এভাবে দিতে জানতাম নাহ । জানানোর জন্য কৃতজ্ঞতা । এগুলো আজকে না পারলেও কালকে করবো ।

পোস্ট প্রিয়তে নিয়েছেন শুনে খুবই উৎসাহ পেলাম ।

শুভকামনা নিলাম আর আপনাকেও
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৯| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। + +
কবিতার ভাল লাগা কিছু কথাঃ
বিষাদময় চিবুকের ভার সইতে পারবে হাত ...
ক্ষতির সাথে সাথেই ক্ষতটাও রাখবো ধরে ...

একজন সহব্লগারের উৎসাহে উৎসাহিত হয়ে একটা কবিতা লিখে ফেলেছেন এবং কবিতাটা তাকে উৎসর্গ করেছেন, এ ব্যাপারটাতে ভীষণ মুগ্ধ হ'লাম। অম্লান ও অটুট হোক ব্লগারদের মাঝের এ সৌহার্দ ও সম্প্রীতি!

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

নীলপরি বলেছেন: লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
হুম স্যর। ওনার উৎসাহেই এটা লিখেছি। যে কোনো কারণেই হোক একটু অনিয়মিত হয়েছিলাম, লেখা পোষ্টের তেমন উৎসাহ পাচ্ছিলাম না। তখনই উনি কবিতা লেখার কথা বলেন। তাই এটা লিখলাম। তারপর কালও একটা পোষ্ট দিয়েছি।

সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা স্যর

৩০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

সাহসী সন্তান বলেছেন: এডিটটা ভাল হইছে! আপনাকে নতুন একটা কিছু শিখাইতে পারলাম দেখে ভালই লাগছে! আপনার ভার্চুয়াল পথচলা সুন্দর হোক সেটাই কামনা করি...

ভাল থাকবেন পরী!

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: আপনার ভার্চুয়াল পথচলা সুন্দর হোক সেটাই কামনা করি...

এই শুভকামনাটা পেয়ে আলাদাভাবে ভালো লাগলো । আমার দরকার ছিল । ভার্চুয়াল ? কনফিউজড লাগে । যান্ত্রিক হতে পারিনা । শুধু যন্ত্রের আঘাতে রক্তাক্ত যাতে না হতে হয় , এটুকু চাই।

আপনিও তা পারেন না । এই যে আপনি না চাইতেই আমাকে বা ব্লগের অনেককেই সাহায্য করেন , সেটা মানবিক বলেই করেন । প্রার্থণা করি এরকমই থাকুন । মানুষের বড়ো অভাব ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা
আপনিও খুব ভালো থাকুন
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.