নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রুক্মিনীকুমার - তুমি দেখেছ কি ?

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭




মিলনের ছোঁয়ায় বিহ্বলতা
ইতি-উতি খুশি খুশি মুখ
সোনাঝুরি বটগাছের নীচে
সার বেঁধে দাড়িয়ে আছে
ঘোমটা টানা , কলসি কাঁখে
মাটির কন্যে
পাশেই আছে , রংবাহারি ঝুমকোলতা
হাতকে হাতছানি দেওয়া মনোহারি চুড়ি!

জিলিপি আর ভাজা পাঁপড়ের গন্ধ
শৈশবকে বলছে ,'ছুটে আয়'
রসকলি এঁকে কীর্তনে প্রস্তুত বোষ্টমী
রিনিঝিনি ছন্দে দুলছে চারাগাছ
বন্দী পাখিটাও সুর তুলছে অভ্যেসে!

এমন সময় -
রথের রশির টানে
নীলগিরি পর্বত থেকে উড়ে আসা মেঘেরা
আত্মভোলা কবিতার মতো ঝরে পড়ে
নেশাতুর বাতাস এলোমেলো বয়ে যায়
শোকের ভাঙানি সম্বল করে
পসরা গোটায় দোকানি!

এরপর -
হালকা মেঘের ফাঁক থেকে
জ্যোৎস্না গলে আসে
গল্পে মশগুল পৃথিবী আর চাঁদ
অচেনা গলির বাঁকে
পথ হারিয়ে কাঁদছে রাধারাণী
রুক্মিনীকুমার -
তুমি দেখেছ কি ?


বিঃদ্র-- বঙ্কিমচন্দ্রের রাধারাণী মাহেশের রথের মেলায় হারিয়ে যায় । তারপর দেখা হয় রুক্মিনীকুমারের সাথে । সেই গল্পের অনুপ্রেরণায় লিখতে চেষ্টা করেছি । ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন ।
সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা

মন্তব্য ৫৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২

চঞ্চল হরিণী বলেছেন: ভালো লাগলো আপু।

" গল্পে মশগুল পৃথিবী আর চাঁদ " বাক্যটা অসাধারণ হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

সুদীপ কুমার বলেছেন: শেষ স্তবক খুবই ভালো লাগলো। তবে রাধারনী না রাধারাণী হবে ঠিক বুঝলাম না।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: রানী লেখার অভ্যাসের টাইপো এটা । বঙ্কিমচন্দ্র রাণীই লিখেছিলেন । যাক , এডিটা করে নিয়েছি ।
আশাকরি এবার বুঝতে পেরেছেন । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ছবিটা ভাল লেগেছে! আর কবিতাও বেশ! রথযাত্রার শুভেচ্ছা কবি!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: আপনি ভালো বলায় উৎসাহ পেলাম ।

শুভেচ্ছা নিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি

৫| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:০২

রাকু হাসান বলেছেন: নীলপরী আপুর কবিতা মানেই ভাললাগা +++ এটাও ব্যতিক্রম না ।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৮

সুমন কর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

আপনার প্রতিও রইলো রথযাত্রার শুভেচ্ছা ...... !:#P

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি ।

হুম ! শুভেচ্ছা নিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৭| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৭

সিগন্যাস বলেছেন: আহা সুন্দর ছন্দের মিলনে কবিতা আরো সুন্দর হয়েছে । তবে ছবিটা দেখে বোঝা যায়না এটা একটা মেলা ।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: হাতের কাছে এই ছবিটা পেয়েছি যে :)

মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৯

নাজিম সৌরভ বলেছেন: ভালো লাগলো! শুভেচ্ছা লেখিকাকে। :)

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

হুম ! শুভেচ্ছা নিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম খুব

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: এখন তো আমার জিলেপী আর পাপর খেতে ইচ্ছা করছে।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা
সেই সাথে আপনার জন্য জিলিপি আর পাপড় ভাজা

১১| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: আমি ভাবছিলাম রথ যাত্রা কিংবা রথ এর মেলা নিয়ে একটা লেখা লিখব। ব্লগে এসে দেখলাম আপনার কবিতা। কবিতা টি খুব সুন্দর হয়েছে আপু । যে গল্পটির কথা বলেছেন সেটির নাম কি জানতে পারি নীলপরি আপু? তাহলে পড়বো গল্পটি।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: গল্পের নামও রাধারাণী ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: জানান দিয়ে গেলাম । এক ঘুম দিয়ে উঠে তার পরে দুচার কথা লিখব । অনেক কথাই বলার আছে কবিতার বিষয় ও এর সাথে উপন্যাসটির কিছু প্রাসঙ্গিগ কথামালা নিয়ে । যা অন্য সকল পাঠকের সাথে শেয়ার করার বাসনা আছে । এবেলা এ কবিতাটি পাঠের পর সংগ্রহে থাকা বঙ্কিমবাবুর উপন্যাসটির উপর আবারো চোখ বুলাতেই সময় কেটে গেল । চোখে ঘুমের ঘোরে লেখা চলছেনা । তাই পরে আবার আসব ।

শুভেচ্ছা রইল ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: আপনি ঘুম চোখে আমার কবিতায় মন্তব্য করেছেন দেখে আমি উৎসাহিত তো বটেই , অভিভূতও । সবথেকে ভালো লাগলো এই কবিতা পড়ে আপনার উপন্যাসটি পড়ার ইচ্ছে হয়েছে শুনে এবং আপনি তা পড়েছেন ।

শুভেচ্ছা নিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । কবিতার কথাগুলি প্রথমেই বঙ্কিমবাবুর রাধারানীর কথাই স্মরন করিয়ে দিচ্ছিল । পরে ফুট নোটে তাই দেখা গেল । অনেকদিন আগের পড়া উপন্যাস । সব কথা ও কাহিনী মনে নেই ।মনে থাকারো কথা নয় । স্মৃতির দ্রুত অবক্ষয় ঘটছে বুজাই যাচ্ছে । অনেক হাতরিয়ে বই এর তাক হতে বঙ্কিমবাবুর রাধারাণী হাতে নিয়ে ক্ষানিকক্ষন নেরেচেরে দেখলাম । অনেকখানি সময় এর ভিতরে বুদ হয়ে ছিলাম । এত বড় উপন্যাসের সার বিষয়টিকে আপনার এই ছোট কবিতায় দারুনভাবে পরিস্ফুট করে তুলেছেন দেখে অভিভুত হলাম । ভাবলাম অনেকের হাতের কাছেই হয়তবা এ বইটি নাও থাকতে পারে । তাই এই বিখ্যাত উপন্যাসটির কিছু কিছু অংশ সকলের সাথে শেয়ার করলে কবিতাটিকে আমার মত আরো হয়তবা অনেকেরই উপভোগ করতে সুবিধা হবে এ বিবেচনায় উপন্যাসটির কিছু কিছু বিষয় ও অংশ এ মন্তব্যের ঘরে তুলে দেয়ার বাসনা রইল ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: আপনি খুব যত্ন নিয়ে কোনো লেখা পড়েন । নিজের লেখার প্রতি পাঠকের এই স্নেহ-মমত্ব দেখে মন আপ্লুত হতে বাধ্য । আমারও তাই হয়েছে ।
হুম , অনেকের হাতের কাছেই এ বইটি নাও থাকতে পারে ।ঠিকই! তাই জন্য আপনি যে শেয়ার করার কথা ভেবেছেন । সাহিত্যের প্রতি আপনার এই অনুরাগ আমায় বিমুগ্ধ করলো ।


১৪| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

সাহসী সন্তান বলেছেন: বঙ্কিমচন্দ্রের গল্পটা পড়ি নাই। তবে আপনার কবিতা সুন্দর হইছে! মাঝখানে দু'একটা টাইপো চোখে পড়লো, ঠিক করে নিয়েন। আর কোন লেখায় বিরামচিহ্ন ও লেখার মাঝে স্পেস থাকলে দেখতে ভাল লাগে না! আশাকরি ঐটাও ঠিক করে নিবেন...

কবিতায় ভাল লাগা! শুভ কামনা পরী!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

নীলপরি বলেছেন: হুম! বিরামচিহ্নগুলো অবশ্যই ঠিক করে নেবো । টাইপো আছে ? বুঝতে পারছি নাহ । ঠিকাছে । তাও একবার দেখবো ।

কবিতায় আপনার ভালো লাগা পেয়ে বরাবরের মতোই উৎসাহিত বোধ করছি ।

নীচে ডঃ এম এ আলী বঙ্কিমচন্দ্রের গল্পের দৃশ্য শেয়ার করেছেন । দেখতে পারেন । আশাকরি এরথেকে ধারণা পাবেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

নীলপরি বলেছেন: ঠিক তো করলাম । কে জানে কতোটা ঠিক করতে পারলাম ।
যত্ন নিয়ে লেখা পড়ার জন্য আবারো
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কয়েকটা লাইট অসাধারণ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপনাস্যের অসাধারন কাব্যরুপে মুগ্ধতা!

ড. এম এ আলী ভাই বিস্তারিত বলেছেন। তাই পুনরাবর্তনে না গিয়ে সহমত উনার সাথে।

কৃষ্ণরুপে কৃষ্ণ যে ধন
চিনেছনি অ ভোলামন
রথের রশি টানছো মিছেই
না হলে তার দরশন!

রথা যাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা নীলপরি!

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: আর আমি সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম ।
অনেক ধন্যবাদ ।
হুম ! শুভেচ্ছা নিলাম ।
আপনাকেও শুভেচ্ছা :)

১৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

পল্লব কুমার বলেছেন: আহা! ভাবুক হয়ে গেলাম। ধন্যবাদ আপু।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: জেনে খুবই খুশি হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনি! :)

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: জেনে আমার ও ভীষণ ভালো লাগলো দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৯| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ক্রমেই রোমান্টিক জগতে অবস্হান নিচ্ছেন?

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: কি বলি ?

আমি একটু ভাবুক আছি । এটা ঠিক । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: রাধারানী উপন্যাসে মাহেশে রথ দেখতে যাওয়া রাধারানী নামের বালিকাটির বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাদের অবস্থা পূর্বে ভাল ছিল–বড়মানুষের মেয়ে। তার পিতা নাই; মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা ছিল।মোকদ্দমায় বিধবা হাইকোর্টে হারল। প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি; ডিক্রীদার সকলই নিয়ে গেল । রাধারাণীর মাতা, অলঙ্কারাদি বিক্রয় করে, প্রিবি কৌন্সিলে একটি আপীল করল। কিন্তু তাদের আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটীরে আশ্রয় নিয়ে কোন প্রকারে শারীরিক পরিশ্রম করে দিনপাত করতে লাগল। রাধারাণীর বিবাহও দিতে পারল না।
দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারাণীর মা ঘোরতর পীড়িতা হল। রথের দিন তার মার জন্য বিশেষ পথ্যের প্রয়োজন হল, কিন্তু পথ্য কোথা? কি দিবে?রাধারাণী কাঁদতে কাঁদতে কতকগুলি বনফুল তুলে তার মালা গাঁথল। মনে করল এই মালা রথের হাটে বিক্রয় করে দুই একটি পয়সা পাবে, তাতেই মার পথ্য হবে।কিন্তু রথের টান অর্ধেক না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হল। বৃষ্টি দেখে লোকসকল ভেগে গেল। মালা কেও কিনল না। আর বৃষ্টিও থামল না। সন্ধ্যা হল–রাত্রি হল–বড় অন্ধকার হল–অগত্যা রাধারাণী কাঁদতে কাঁদতে বাড়ীতে ফিরে চলল।
অন্ধকার–পথ কর্দমময়, পিচ্ছিল–কিছুই দেখা যায় না। তাতে আবার মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করে তদপেক্ষাও রাধারাণীর চক্ষুতে বারি বর্ষণ করতেছিল। রাধারাণী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল–কাঁদতে কাঁদতে উঠতেছিল। আবার কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল । দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়ে ভেসে যাচ্ছিল। তথাপি রাধারাণী সেই এক পয়সার বনফুলের মালা বুকে ধরে রেখেছিল–ফেলে নাই।
এমত সময়, অন্ধকারে, অকস্মাৎ কে একজন এসে রাধারাণীর ঘাড়ের উপর পড়ল। যে ঘাড়ের উপর পড়েছিল, সে বলল, “কে গা তুমি কাঁদ?”
পুরুষ মানুষের গলা–রাধারাণী রোদন বন্ধ করে বলল, “আমি দু:খিলোকের মেয়ে। আমার কেহ নাই–কেবল মা আছে |”
“হাঁ রাধারাণী! তুমি ছেলেমানুষ, একেলা রথ দেখতে গিয়াছিলে কেন?”

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: সকলের জন্য আপনি এতোটা টাইপ করে শেয়ার করেছেন দেখে আমি বিমুগ্ধ । আপনার এই নিষ্ঠাকে কুর্ণিশ জানাই ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

ভালো থাকবেন

২২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৯

এ.এস বাশার বলেছেন: কবিতা ভাল লেগেছে। কোন গল্প থেকে কবিতা! বেশ অনুপ্রাণিত হলাম।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২১

নীলপরি বলেছেন: খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++
আমাদের গাজীপুরে রথ মেলা শুরু হয়েছে। ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে, ১০ নং কমেন্টে প্রতিউত্তরে দেখলাম গুড়ের জিলাপী আপলোড করেছেন, আমরা এই গুড়ের জিলাপী খেতেই মেলায় যাই।
পূবাইল অঞ্চলে পূজার সময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম, বন্ধুর বাসায় ওর মা'র নিজের হাতে বানাও লাড্ডু, নাড়ু, সন্দেশ, বাতাসা খেতাম। সে সময় ছিলাম স্টুডেন্ট, পকেটে টাকাও থাকতো সীমিত। সবাই কমবেশি টাকা একত্র করে ঘুরতে বের হয়ে পড়তাম, বিভিন্ন সংষ্কৃতির মানুষের সাথে মিশতাম। এখন সেই দিন গুলি শুধুই স্মৃতি!!

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: ঠিকই , ব্যস্ততার জন্য উৎসবে সেভাবে আর যোগ দেওয়া হয় না । সকলেরই প্রায় এক অবস্থা ।
আমার কবিতা পড়ে নিজের স্মৃতি শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো ।

আর মিস্টি আমার পছন্দের নয় । অ্যাভয়েড করি । জিলিপিটা উৎসব পার্বনে আমার অল্প হলেও চলে । :)
বরাবরের মতোই আপনার মন্তব্যে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো লেগেছে+++


শুভ কামনা রইলো বন্ধু।।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন:
কবিতা , আপনার ভালো লেগেছে জেনে আমি বেজায় আনন্দ পেলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ

শুভকামনা নিলাম আর আপনাকেও

শুভকামনা

২৫| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বলেছেন: অসাধারণ লেখনী !
হৃদয় স্পর্শ করেছে কবি....!!

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৪

পবিত্র হোসাইন বলেছেন: অনেক স্মৃতি মনে পরে গেলো ।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬

নীলপরি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতা, দুটোই ভাল লাগলো।
পাদটীকার কারণে বুঝতে সুবিধে হলো, সেজন্য ধন্যবাদ।
ডঃ এম এ আলী এর মন্তব্য পড়ে বিষয়টা আরো পরিষ্কার হলো, সেজন্য তাকেও ধন্যবাদ।
"নীলগিরি... ঝরে পড়ে" - কথাগুলো খুব ভাল লেগেছে। কপি পেস্ট এর সুবিধে থাকলে পুরোটাই উদ্ধৃত করতাম।
কবিতায় ভাল লাগা + +

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভীষণ খুশি হলাম ও উৎসাহ পেলাম ।
আর কপি পেস্ট এর সুবিধা না থাকায় আমারও অনেক সময় কোথাও মন্তব্য করতে অসুবিধা হয় অনেক সময় । তাই বুঝেছি ।
হুম , ডঃ এম এ আলী এর মন্তব্যের কাছে আমার এই পোষ্ট ঋণী । উনি বরাবরের মতোই সুন্দর ও প্রয়োজনীয় মন্তব্য করে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন আমায় ।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.