নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

পুরুষ তোমায় উপহার দেবো একগোছা কাঁচের চুড়ি -- কবি জাহিদ অনিক- এর কবিতার অনুপ্রেরণায়

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২





রিনিঝিনি কাঁচের চুড়িতে
যে হাত তুলেছিল সুর
খুশি রঙে এঁকেছিল মনখাতা
সেই হাতে যদি
হৃদয়ের ফল্গুধারায় পাথর চাপা দিতে পারো
তবে , পুরুষ তোমায় উপহার দেবো
একগোছা কাঁচের চুড়ি!



মনমোহিনী জ্যোৎস্না রাতে
রংবাহারী চুড়ির সিঙ্গার রসে ভিজে
স্বপ্ন মেখেছিল যে হাত
চেয়েছিল উষ্ণ আশ্রয়
বীভৎসরসের প্রবল ঝড়ে
স্বপ্ন-ছাউনি ভাসলেও
সেই হাতেই রাতের কালো রঙ ধুয়ে
নিত্যদিনের আলোর স্রোতে
যদি আবার ভাসতে পারো
তবে , পুরুষ তোমায় উপহার দেবো
একগোছা কাঁচের চুড়ি!


টুংটাং চুড়ির মুখরতায়
যদি ঢাকতে পারো আর্ত-ধ্বনি
ছাই করতে পারো
ইচ্ছেকে আগুণ জ্বালিয়ে
আর -
নেই জেনেও , আছে ভেবে
প্রেমকে সাজিয়ে রাখতে পারো
দু-হাতের চুড়িতে
তবে , শুধু তবেই পুরুষ তোমায় উপহার দেবো
একগোছা কাঁচের চুড়ি!


বিঃদ্র--
কিছু কিছু কবিতা পড়ে স্তব্ধ হয়ে যেতে হয় । চুপচাপ শুনতে হয় সেই কবিতার অনুরনণ । কবি জাহিদ অনিক
এর কবিতা পড়লে পাঠকের তেমনঅবস্থা হয় । আমি কবিতার গ্রামার কিছু বুঝি না । ওনার কবিতা পড়লে মনে হয় ডায়কোপ বা পলিপটোটোন-এর পার্থক্য না বুঝলেও কিছু যায় আসে না । শুধু কবিতা পড়ে তার অনুভবে ভেসে যেতে পারলেও হোলো । শুধু একটা কারণেই দুঃখ হয় একটু । কারণ , একেই আমার লেখার এই হাল । তারমধ্যে সব সাবজেক্টেই লিখে দেন । আমার জন্য কিছু ছাড়েন নাহ । আর এতো ভালো লেখার পাশে ,একই সাবজেক্টে লেখার সাহস তো আমার নেই । তাই , আমি আমি মেঘের সাথেই বা কথাবার্তা চালাই । সেদিন তাঁর অসাধারণ আরেকটা কবিতাভুল যত পাঠ পড়লাম । আর তাতে কবির একটা আক্ষেপের সুর শুনলাম । সেই সুরটাই আমার এই লেখার অনুপ্রেরণা ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: পুরুষকে চুড়ি উপহার দেয়া উপহাস করা হল না ,পুরুষকে সিগারেট বা শার্ট উপহার দিলে খুশি হয়

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

নীলপরি বলেছেন: উপহার এমনি তো দেওয়া হবে না। কি কি করতে পারলে তবেই দেওয়া হবে সেটা তো কবিতায় বলা হয়েছে। :)
আমার ব্লগে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
শুভকামনা

২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ! অপূর্ব আহব্বান....

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: আপনি আহ্বানকে স্বাগত জানালেন বলে উৎসাহিত হলাম কবি।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


কবিতে কবিতে হয় ভাবের রোমান্টিক কথা, আমরা পাঠকেরা বুঝতে চাই উহার গভীরতা

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, সৃন্দর লিখেছেন,


তবে,
এখানে কি, বিশ্বস্ত পুরুষের কাছে নারীর নারীত্ব সপে দেয়ার কথা বুঝিয়েছেন, নাকি, নারীকে চুড়ি পড়ে ঘর-কোণে বসে থাকা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তবে এটা নিশ্চিত হয়েছি, পুরুষকে চুড়ি পড়ে ঘরে বসে থাকতে বলেননি কোনভাবে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন। তেমনটা বলিনি। তবে চুড়ি পড়েছে বলেই নারী দুর্বল নয়। কবিতায় বলার চেষ্টা করেছি যে, নারীর চুড়ি পড়া হাত যে যে কাজ করে, পুরুষের বলিষ্ঠ হাত সেই কাজগুলো করতে পারে কি?
বরাবরের মতোই আপনার মন্তব্য অনুপ্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যের শব্দমালা বেশ ভালো লাগলো। তবে আবেদনটি ঠিক কী জন্যে নাঈমভায়ের সঙ্গে আমারও জানার আগ্রহ থাকলো।


অনেক শুভকামনা প্রিয় পরিআপুকে।


১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লাগায় উৎসাহিত হলাম। কষ্ট করে একটু উপরের উত্তরটা দেখে নিলে ভালো হয়।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: এবার বেশি ভালো লাগেনি।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১২

নীলপরি বলেছেন: আমি তবে চেষ্টা করবো।
আপনার মন্তব্যে নতুন করে ভাবনার জন্য উৎসাহ পেলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

রাকু হাসান বলেছেন:



২য় স্তবক বেস্ট । দুটি কবিতা পড়লাম আজ, আপনার আপু .. :-B .... যাক নতুন একটি নিক জানলাম । কবিতা পড়তে পারবো ,মাঝে মাঝে ।

শুভকামনা রইলো ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

নীলপরি বলেছেন: বুঝলাম নাহ! আমার তো সামুতে একটাই মাত্র নিক।

আপনার এই কবিতাটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

বলেছেন: অধিকার আদায় নয় অধিকার অর্জন করতে হয়
পুরুষ আর পশু অনেকটা মিল -
যখন কামনা চেপে বসে মন- মননে

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: অধিকার অর্জন করতে হয়। ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

রাকু হাসান বলেছেন: কবি জাহিদ অনিক সাহেবের কথা বললাম ।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: আরে নাহ! উনি আমার থেকে হাজার গুণ ভালো লেখেন।
ধন্যবাদ :)

১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাহিদ অনিক এ ব্লগের সেরা কবি। তাঁর দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, এটা আপনার জন্যই মঙ্গল। তবে, তাঁর লেখার স্টাইলটা বোঝার মধ্যে আপনার উৎরে যাওয়া ডিপেন্ড করে।

কবিতাটা পড়েই আমার মনে যে খটকা লেগেছিল তা প্রথম কমেন্টেই শাহরিয়ার ইমন বলে গেছেন। এরপর জাহাঙ্গীর নয়ন ও পদাতিক চৌধুরীও একই প্রশ্ন তুলেছেন। সাহিত্যে তুলনা বা উপমা ব্যাপারটা হলো অলঙ্কার, বস্তু জগতের অলঙ্কারের মতোই। আমাদের পুরুষরা চুড়ি পরেন না, নাকে/কানে দুল পরেন না। এজন্য এগুলো প্রবাদ-প্রবচনে উপহাস/ঠাট্টা হিসাবে প্রতিভাত/বিবেচিত। কয়েকটি রিপ্লাই পড়ে আপনার উদ্দেশ্য বোঝার চেষ্টা করলাম, কিন্তু কবিতার ব্যাখ্যা হতে হবে শাব্দিক অর্থের সমান্তরাল বা কাছাকাছি। যেমন, আমি ভাত খাই, এর অর্থ যদি বোঝাতে চান 'আমি নয়নকে হিংসা করি' তাহলে তা যৌক্তিক হয় না।

আপনার লেখার স্টাইল ভালো। তবে, আপনি যা বোঝাতে চেয়েছেন কবিতা পড়ে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার মতে পাওয়া যায় বলে মনে হয় না।

শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন । আমি ঠিক মতো বোঝাতে পারিনি কবিতায় । চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা

১১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:
কবিতা প্রাণবন্তকর।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

চাঙ্কু বলেছেন: এত কিছু থাকতে কাঁচের চুড়ি?? এই জন্যই কুবি কইছেন - পেম/ভালুবাসা বলিয়া কিছু নাই, সবই চুড়ির খেলা!!

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নীলপরি বলেছেন: বেশ বলেছেন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৯

জাহিদ অনিক বলেছেন:


প্রিয় কবি নীলপরি,
আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন । আপনি আমার কবিতাটা দেখে যে একটা কবিতার কথা ভেবেছেন এটাই আমার পরম পাওয়া।
কবিতা লিখে আর কিইবা চাইতে পারি? যা পেয়েছি এই ব্লগ থেকে তা অসামান্য।

কবিতাটা সুন্দর হয়েছে, কিছুটা অবশ্য মনে হয় বুঝে উঠতে পারিনি। নানা শর্ত পূরণ করতে পারলে পরুষকে দেয়া হবে উপহার হিসেবে একগোছা কাঁচের চুড়ি।
পুরুষকে কাঁচের চুড়ি কি নারীর নিজ পছন্দের জিনিস সম্প্রদান অর্থে ? তাই মনে হয়।
এমনিতে কিন্তু পুরষকে কাঁচের চুড়ি বলতে কাপুরষতা বুঝি, বস্তুত আমার কবিতায়ও আমি সেই অর্থেই ব্যবহার করেছিলেম।

আবারও ধন্যবাদ- শুভ রাত্রি।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: আমার এই নগন্য কবিতাটাকে আপনার প্রিয়র তালিকায় স্থান দিয়ে , যে সম্মান দিয়েছেন তারজন্য আপনিও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন ।

কবিতায় আপনার ভালো লাগা আমায় অনেক অনুপ্রেরণা দিল ।

এমনিতে কিন্তু পুরষকে কাঁচের চুড়ি বলতে কাপুরষতা বুঝি -- এই জায়গাটাই এই কবিতার সূচনা ।
মেয়েরা যা সহ্য করতে পারে তাতে মনে হয় মানসিকভাবে অনেক ক্ষেত্রেই তারা পুরুষের থেকে বেশী শক্তিশালী । কেউ সহ্য করতে পারে মানে , এই নয় যে সে দুর্বল ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা
আপনাকেও শুভ রাত্রি কবি ।
উত্তর দিতে প্রায় একদিন লেগে যাওয়ায় আমি দুঃখিত

১৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
জাহিদ ভাইয়ের চেয়ে ভালো হয়েছে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: আমার তো কবি জাহিদ অনিক -এর যে কোনো কবিতাই বেশী ভালো লাগে । :)

এই কবিতাগুলোর বক্তব্য আলাদা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

ইফতেখারুল মবিন বলেছেন: বাংলাদেশের প্রধান হর্তা-কর্তারাই নারী!তাই নারী কবি হিসেবে উনি পুরুষদের চুড়ি দিতেই পারেন!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: দারুণ বলেছেন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

আখেনাটেন বলেছেন: উপরে ব্লগার মবিনের মন্তব্য পড়ে তো হেসে গড়াগড়ি খাচ্ছি। =p~

চুড়ির ব্যাপারটি একটু ধাঁধার মতোই মনে হচ্ছে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

নীলপরি বলেছেন: হুম । আমিও হেসেছি ওনার মন্তব্য পড়ে । :)

আর ধাঁধার মতো কিছু নয় ।
কবিতা পড়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১

আরণ্যক রাখাল বলেছেন: মেয়েরাও উপহার দেয়? আমার তো উপহার কিনতে কিনতে পকেটের অবস্থা খারাপ হয়ে গেল, বিনিময়ে কোন জনই কিছু দিল না। দুনিয়া বড় কঠিন জায়গা!
কবিতার কথাগুলো অসাধারণ। চুড়ি দেয়া নিয়ে আমার কোন আপত্তি নেই, অন্যান্য অনেকের মত। আগে শুনেছি, মেয়েরা চিঠির সাথে নিজের চুল, কানের দুল, নাকের ফুল উপহার পাঠাত তাদের প্রেমিককে। সেদিন বিবেচনায় নিলে, চুড়ি দেয়া ঠিকই আছে।
আবার মেয়েরা চুড়ি ভালবাসে- চুড়ি দেয়া বলতে হয়তো ভালবাসা বোঝানো হয়েছে।
আসলে, আমি নিজের মত করে বোঝার চেষ্টা করেছি। কবি, আপনি, হয়তো এভাবে ভাবেননি। কিন্তু প্রতিটা কবিতার জন্য কবির কাছে তো আর পাদটীকাঃ চাইতে পারি না।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

নীলপরি বলেছেন: আমার তো উপহার কিনতে কিনতে পকেটের অবস্থা খারাপ হয়ে গেল, বিনিময়ে কোন জনই কিছু দিল না। -- কোন জনই মানে Plural Number. ? তাহলে উপহার পাননি যে সেটা ঠিকই আছে! :)

হুম । অবশ্যই ।পাঠকের সম্পূর্ণ স্বাধীনতা আছে ,কবিতাকে নিজের মতো করে ভেবে নেওয়ার ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৫

আরণ্যক রাখাল বলেছেন: প্লুরাল নাম্বার নিয়ে যা বললেন, তা গুজব

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: তাহলে ,গুজবে কান না দেওয়াই ভালো ।

আবারো আসার জন্য ধন্যবাদ :)

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: এক গোছা কাঁচের চুড়ি উপহার দিতে চেয়েছেন কিছু শর্ত পূরণ সাপেক্ষে, সে তো ভাল কথা! তার মানে এই নয় যে উপহার গ্রহণকারী সে পুরুষকে হাতে কাঁচের চুড়ি পড়ে থাকতে হবে। সে চুড়ি তো ভালবাসার প্রতীক হিসেবে অথবা কোন কৃতিত্বের জন্য পুরস্কার হিসেবে স্মৃৃতি হয়ে থাকতেই পারে সে পুরুষের (কবির) কাছে।
কাঁচের চুড়ির মিহি নিক্কণ হয়তো কোনদিন অজর কোন কবিতা সৃষ্টি করে যাবে।
কবিতায় ভাল লাগা + +

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর বলেছেন স্যর । ভালো লাগলো খুব ।

প্লাস পেয়ে অনুপ্রেরণা পেলাম ।

নেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.