নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ঘুরে-ফিরে তুমিই কেনো আসো ?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২






ঘুরে-ফিরে তুমিই কেনো আসো ?
সাত-সতেরো ভাবনার মেলায়
মর্জি-মাফিক ভাসতে থাকো ভেলায়!



মেঘে ঢাকা নিঝুম দুপুরবেলায়
'মির্জা গালিব'-এর আশ্রয় সম্বল
ছুঁই অনশ্বর চেতনার অতল
তখন, তুমি আক্রমণের খসরা সাজাও
নিঠুর বাঁশি বাজাও!



বৃষ্টি ভেজা একা সন্ধ্যায়
খুঁজি আলোর আশা
তখন, তুমি ফেলো স্মৃতি-পাশা!



মরিয়া যখন বাঁচার অন্বেষণে
তখন, তুমি স্মৃতি-ভেলায় ভাসো
ঘুরে-ফিরে তুমিই কেনো আসো ?

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:




চক্রাবর্ত ঘুচবে কবে, কবে হবে মুক্তি! কবির আকাঙ্ক্ষা পোক্ত হচ্ছে! শক্তিশালী কাব্য!!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



ছোট হয়ে গেছে পৃথিবী?

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: তেমনই বোধ হচ্ছে স্যর।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: আহা.. ঘুরে ফিরে তুমিই কেনো আসো !

১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: সেটাই ভাবনা! :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:১১

চাঙ্কু বলেছেন: কবিতা পড়লাম কিন্তু ঘুরে-ফিরে হেতেই কেন আসো তাতো কইলেন না!! আফসুস

১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩০

নীলপরি বলেছেন: মনের কথাটা বুঝেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:২০

কাওসার চৌধুরী বলেছেন:



B-) B-) "ঘুরে-ফিরে তুমিই কেন আস?" B-) B-)!

কারণ-
এই তুমিটাই ছিল আমার অস্তিত্ব, আমার জগৎ-সংসার
ছিল আমার কল্পনায় উড়ে যাওয়া একপাল সাদা বক;
ছিল ঝড়ের নিশি রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণ
ছিল ব্যস্ত সারাদিনের পরিশ্রমের শেষে একটু অবসর!!

আজ সেই তুমি নেই, নেই মোর আকাশ, বাতাস আর
বেঁচে থাকার অক্সিজেন, নেই ভবিষ্যতের অনাগত স্বপন;
তুমি কখন আসবে? নাকি এই চাওয়াটা শুধু মিথ্যা সান্তনা?
নাকি নতুন কোন ভালবাসার দেখা না পাওয়ার হতাশা!!

জানি না-ভাবি না, আমি কিচ্ছু জানি না, জানতে চাইও না ।

১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩২

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম । অসাধারণ কথাগুলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৯

জাহিদ অনিক বলেছেন: এই তুমিগুলো বড্ড জ্বালায়--
বড্ড পোড়ায়--

১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৩

নীলপরি বলেছেন: এই তুমিগুলো বড্ড জ্বালায়--
বড্ড পোড়ায়--
--

একমত কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২০

সূচরিতা সেন বলেছেন: ভালো লিখেছেন আপু । কাব্যে মুগ্ধ হলাম।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কথা কাব্যে মুগ্ধ হলাম।

শুভকামনা জানবেন।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ
আপনাকেও শুভকামনা

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, নদীর স্বচ্ছ টলমল জলরাশির মতো সুন্দর

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই 'তুমি' ব্যাটা দেখছি পরিকে বড্ড বিরক্ত করছে! =p~

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: হুম সেটাই তো কথা!

সমবেদনার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল নীলপরি।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ
আপনাকেও শুভকামনা

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: মুক্তি নেই, সে আসবে।
সে যে তুমি।

আপনি পাশা খেলতে পারেন নীল?

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: হুম । ঠিকই ।

নাহ , পাশা খেলতে পারি না ।

আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ
আপনাকেও শুভকামনা

১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি তাই বলি।
ঘুরে ফিরে বার বার। :)

সুন্দর ।+

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: হুম । ঠিক ধরেছেন । :)

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ
আপনাকেও শুভকামনা

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

বলেছেন: কাব্যে মুগ্ধ

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: খুশি হলাম ।



অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

সনেট কবি বলেছেন: কারণ আপনি তাকে খুব ভাল বাসেন।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

নীলপরি বলেছেন: কী জানি ?

অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

১৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি মন্তব্যের উত্তর দিবেন না?

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

১৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মুগ্ধতার কাব্য

আত্মা যখন মুক্তি পিয়াসি বারবার বন্ধন এসে হানা দেয় স্বত্ত্বায়!
মানব জীবনে গূঢ় অন্তর্গত লড়াই নিত্য চলছে!
নির্মোহ জ্ঞানে ধ্যানে তুমিরা কর্পূর সম মিলিয়ে যায়
বোধিবৃক্ষতলে! :)

ভাললাগা রইল।

+++

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন কবি । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

১৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

তারেক ফাহিম বলেছেন: কাব্যে ভালোলাগা।

সুন্দর হয়েছে আপু।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

২০| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

নাবিলা নিতু বলেছেন:
আমি কবিতা লিখতে পারি না কিন্তু পড়তে খুব পছন্দ করি।

আচ্ছা আমি যদি আপনার কবিতার কিছু লাইন আমার ফেইসবুক এ স্ট্যাটাসে পোস্ট করি আপনি কি খুব রাগ করবেন?

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: নাহ । ভালো লাগলো আপনি অনুমতি চাইলেন দেখে । অনেকে তো না বলেই করে দেয় । আপনি তেমন করতে পারতেন ।তাই রাগের কোনো কারণ নেই । তবে উইথ ক্রেডিট , আমার নাম সহ যদি করেন তাহলে খুশি হবো । :)

অনেক ধন্যবাদ
আপনাকে শুভকামনা

২১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: আসুক !!! আপনি এ বৃত্ত নিয়েই থাকুন।
১০ম +।

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: ১০মপ্লাসে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ
ও শুভকামনা

২২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ঘুরে-ফিরে যেমন দিন আসবেই , আসবে রাতও তেমনি ঘুরে-ফিরে "তুমি"ই তো আসবে !
একটা জাগতিক সত্য আর অন্যটা ব্যক্তি জীবনের সত্য ।

মনে কিছু না নিলে বলি --- কবিতার ২য় স্তবকের ২য় এবং ৩য় লাইন দু'টি বাহুল্য মনে হয়েছে , না থাকলেও চলতো এবং তাতে অর্থেরও ব্যত্যয় ঘটতোনা অথচ কবিতার বাকী স্তবকগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতো ।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

নীলপরি বলেছেন: মনে কেনো করবো স্যর ? সবসময় আপনার মন্তব্য ও পরামর্শ আমার ব্লগকে সমৃদ্ধ করেছে । আপনার বক্তব্য বুঝতে পেরেছি । আসলে আমি ওখানে বোঝাতে চেয়েছি যে মন ডাইভার্ট করলেও করা যায় না!

অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালোলাগা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

এদিকে আমি আপনার নতুন পোষ্টে যেতে পারছি নাহ । অথচ শিরোনাম দেখে বুঝতে পারছি ,অনেক রিসার্চ করে পোষ্ট দিয়েছেন । তবে তথ্যে যদি ভয়াভয় কিছু থাকে সেই ভয়ে যাচ্ছি নাহ ! :(
তাই সাহস সঞ্চয় করে যাওয়ার চেষ্টায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

সেথায় ছিল উজ্জ্বল আলো
অথচ নক্ষত্র এলোমেলো
সময় হলেই আসবে আবার সোনালী দিন।

কবিতা পড়ে ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: আমারও আপনার সুন্দর মন্তব্য আমারও খুব ভালো লাগলো ।




অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

রাকু হাসান বলেছেন:

মরিয়া যখন বাঁচার অন্বেষণে
,মেঘ ঢাকা নিঝুম দুপুর বেলায়
জুঁই অনশ্বর চেতনায় অচল
:-B সুন্দর লাইন

অনেক ভাল লিখেন :-B ++

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনি আমার কবিতা লাইন গুলো টাইপ করে কোট করেছেন দেখে । অভিভূত হলাম ।
শুধু জুঁই < ছুঁই লিখেছে । আমি বুঝতে পেরেছি টইপো ! তাও বললাম ! যা্তে অন্যান্যদের কোনো কনফিউশন না থাকে ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সাজিয়েছেন অলস সময়ের ভাবনাগুলো, ভালো লাগলো কবিতা।

বারবার ফিরে ফিরে আসে সেই একজনই চিন্তা চেতনায়, এটাই বুঝি ভালোবাসা, এটাই প্রেম স্বপ্ন আশা। কখনো হাসায় কখনো কাঁদায়।

শুভকামনা

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: বারবার ফিরে ফিরে আসে সেই একজনই চিন্তা চেতনায়, এটাই বুঝি ভালোবাসা, এটাই প্রেম স্বপ্ন আশা। কখনো হাসায় কখনো কাঁদায়। --
খুব সুন্দর করে বলেছেন কথাগুলো । আপনার কথার সাথে একমত ।

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়ো-ইয়ো :P

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: আরে , আপনার কাছ থেকে কবিতায় মন্তব্য পেয়ে ভীষণ ভীষণই ভালো লাগলো । :)
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বলেছেন: তুমিই কেন আসো!!!! সুন্দর গবীতা +++

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

নীলপরি বলেছেন: কবিতা আপানার ভালো লেগেছে জানে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.