নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বলো ,তুমি আমার কে ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩







তুমি যে আমার কে ?
ভাবনায় নিয়েছ দখলদারী!
বিরহতাপে মনকে পোড়াও
তুমি দেখছি নিষ্ঠুরতার কারবারী!




সহস্রকাল নাকি তারও বেশী ?
জন্ম , জন্ম ধরে
আশেপাশে রয়েছ আমার
কী পেয়েছ এমন করে ?



আরক্ত গোধূলীর মতো প্রেম
অন্ধকারকে স্বাগত জানায়
জ্যোৎস্নারাতের বিশ্বাস ভেঙে
মিলনের আগেই হারায় অজানায়!





কেনো ,বাড়াই তবে অভিমান ?
এগোই সর্বনাশের অভিমুখে
তোমার জন্যই এইসব
বলো , তুমি আমার কে ?

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

নাজিম সৌরভ বলেছেন: কবিতায় ভালো লাগা!+++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


আত্মজিজ্ঞাসা?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: কিছুটা তাই বলা যায় স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



দারুণ ভাল লাগার অনুভূতি হলো৷ কবিতায় +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: কবিতায় প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: পরী খুব সুন্দর।
সহজ সরল ভাষা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: প‌্যারাতে এতো গ্যাপ দেবার কোন প্রয়োজন নেই। মোটামুটি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

নীলপরি বলেছেন: বুঝতে পেরেছি । চেষ্টা করবো । সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, আমার কাছে মনে হলো গানের সুরে লিখেছেন, সুন্দর

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: কথাটা শুনে খুবই ভালো লাগলো । আপ্লুত হলাম । কোনো একদিন যদি এটা আপনার কন্ঠে ও সুরে গান হয় তবে আরো ভালো লাগবে । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

জাহিদ অনিক বলেছেন:




তুমি যে আমার কে
ভাবনায় নিয়েছো দখদারী -------- চমৎকার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রেরণা পেলাম কবি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

আখেনাটেন বলেছেন: কে এটা? জানা কি গেছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: নাহ ! অজানাই আছে :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তুমিই যে আমি
আমার আমিকে ভালবেসে
ভালবাস তুমি তোমার তুমিকে
তাইতো জনম জনমের এ বন্ধন! ;)

কবিতায় ভাললাগা।
+++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর বলেছেন । আপনার মন্তব্যগুলো দিয়েই একটা কবিতার পোষ্ট হয়ে যায় । ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি :)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করবো আপু, যদিও কঠিন মনে হচ্ছে আমার জন্য, তবুও চেষ্টা করবো, দোয়া রাখবেন আপু

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: আপনার জন্য সবসময় শুভকামনা কবি

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কথামত চেষ্টা শুরুকরে দিয়েছি, প্রথমে এডিট করতে হয়েছে অনেকাংশ, আপনি দেখুন, যদি এডিট করা কবিতা আপনার মন মত হয় তবে এটি গান হবে।


তুমি যে আমার কে ? 
ভাবনায় নিয়েছ দখলদারী!!
বিরহতাপে এই মনকে পোড়াও 
তুমি দেখি নিষ্ঠুরতার কারবারী!
ভাবনায় নিয়েছো দখলদারী।

সহস্রকাল নাকি তারও বেশী ? 
জন্ম , জন্ম ধরে 
আশেপাশে রয়েছো আমার ।।
জানতে বড় আজ সাধ জাগে
এমন করে তুমি পেয়েছো কী....?
ভাবনায় নিয়েছো দখলদারী।

আরক্ত গোধূলীর মতো এই প্রেম,
অন্ধকারকে স্বাগত জানায় 
জ্যোৎস্নারাতের এই ভেঙে বিশ্বাস।।
মিলনের আগেই হারায় অজানায়
এমন প্রেম কেউ চেয়েছিল কী...!
ভাবনায় নিয়েছো দখলদারী।

কেনো বাড়াই তবে এত অভিমান ? 
আলেয়ার পিছু নিয়ে
এগোই আমি সর্বনাশের অভিমুখে।।
কতই পুড়াবে তুমি এভাবে আমায়
জ্বলবো কতো আর আমি একাকী...।
ভাবনায় নিয়েছো দখলদারী।
তুমি যে আমার কে?
ভাবনায় নিয়েছো দখলদারী।।

এখন সময় সুযোগ হলে একবার গেয়ে শুনাতে পারবো আশা করতে পারি।
দোয়া রাখবেন আপু।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে এডিটিং । বিশেষ করে আপনি যে লাইনগুলো যোগ করেছেন , সেগুলো খুবই ভালো হয়েছে । কবিতার বক্তব্যকে আরো স্পষ্ট করেছে ।
জ্যোৎস্নারাতের এই ভেঙে বিশ্বাস < সেই জ্যোৎস্নারাতের ভেঙে বিশ্বাস ---- কী করা যায় ? নাহলে আপনি যেমন চাইছেন তেমনই করবেন । কোনো অসুবিধা নেই । এতো যত্ন নিয়ে নিজের সময় দিয়ে গানটা তৈরী করছেন জেনে আপ্লুত হলাম ।

আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক ধন্যবাদ জানবেন ।
আর অনেক অনেক শুভকামনা

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা।
ভাবনার দখলদারিত্ব নেয়ার ভাবনাটা বেশ চমকপ্রদ।
কবিতায় ভাল লাগা + +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো । আপনার দেওয়া প্লাসে অনুপ্রেরণা পেলাম কবি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

বলেছেন: দারুণ একটা লেখা + ++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

রাকু হাসান বলেছেন: আপনার কবিতা মিস করে ফেললাম আমি !! কোথায় ছিলাম আমি ! ৩ নাম্বার স্তবক টা আমার কাছে অন্যরকম লাগছে । অনিক ভাইয়ার মন্তব্য লাইক দিলাম । সে লাইন টি আমার ভাল লেগেছে । আপনার কবিতায় একটি জিনিস আমার ভাল লাগে । সেটা হলো সহজ সুন্দর প্রকাশ ।
ভাল থাকবেন ,আপু । শুভরাত্রি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

নীলপরি বলেছেন: জেনে আমারও খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ না!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: কেউ না -- বললে কী করে হবে ?
নিষ্ঠুর আত্মীয়টা তবে কে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

জাহিদ অনিক বলেছেন:

অনেকদিন কবিতা নেই কবি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: হুম ।ঠিকই বলেছেন । এইমাত্র একটা পোষ্ট করলাম । তবে অনেকদিন বাদে বলে একটু ইতস্তততা নিয়েই করলাম। সময় পেলে দেখবেন ।
খোঁজ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ কবি ।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব আপু। ভাবনায় মুগ্ধতা । ++

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ
আপনাকেওশুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.