নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কে চায় বলো অমৃত ?

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮




কে চায় বলো ?

চিকন থালায় সাজানো পরিপাটি মোহনভোগ ?
এই
লোভ
পাপ
স্বার্থের
আবাসস্থলে দাঁড়িয়েও

মায়ার শিকল ছেঁড়ার ঠিক আগের মুহূর্তে
শুধু দু ফোঁটা চোখের জলের কাঙাল হয়ে ওঠে মন!


কে চায় বলো ?

আঁজলা ভরা মহার্ঘ্য অমৃত ?
এই
প্রতারক
সন্ত্রাসী
নিষ্ঠুর
বধ্যভূমিতে দাঁড়িয়ে

শোকে দুঃখে মৃত্যুর হাত ছোঁয়ার আগে
মানুষ একটু ভালোবাসা চায়!

মন্তব্য ৬৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: আমি চাই অমৃত, দিবেন?

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: একি বললেন কবি ? আপনার মতো কবিকে অমৃত দেওয়ার সাধ্য আমার কোথায় ?

প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন অমৃত পেলে সবকিছুই যে ভোলা যায়।

শুভেচ্ছা নিয়েন আপুনি।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: আর পাঠকের কাছ থেকে এতো অনুপ্রেরণাদায়ক মন্তব্য পেলে অমৃতর পরোয়া করি না । :)
অনেক ধন্যবাদ জানবেন ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: শত শোক-কষ্ট-দুঃখের পর মানুষ সুখী হতে চায়, এটাই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে পাপবোধ জড়ালে মানুষ কখনো অমৃত পাবে না, কখনো না।

আপনি কি একমত?

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: খুব সুন্দর বলেছেন ।

আবারো আসলেন দেখে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

এ.এস বাশার বলেছেন: কবিতাও অমৃত......পরী আপু....

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল লাগলো আপু

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা ভিখিরি না করলেই হলো!

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: দারুণ বলেছেন কবি
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


এক লাইনে এক শব্দ, বাক্য কোথায়?

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: একটু অন্যরকমভাবে লিখলাম । পড়েছেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আখেনাটেন বলেছেন: মানুষ ভালোবাসার কাঙাল। কিন্তু এটা তো সহজলভ্য নয় এখানে।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক বলেছেন । একমত ।
আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



দিদি, একটু ব্যতিক্রমী চেষ্টা। ভাল লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

নীলপরি বলেছেন: হুম । একটু অন্যরকম করতে চেয়েছি । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্পতে গভীর দ্যোতনা ছড়ানো কাব্য!
জীবনের গভীর বোধকে অল্প কটি শব্দে লাইনে বাঁধা চাট্টিখানি কথা নয়!

মুগ্ধ পাঠ কবি।

চোখের জল আর ভালবাসার মূল্য যে বোঝে
জীবনে তাঁকে অনেক কষ্ট সইতে হয়গো!
না পারে সে শেকল ছিড়তে
না পারে বধ্যভূমি বানাতে

তাকে শুধুই জলে ভালবাসা খুঁজে ফিরতে হয়।

++++

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্য্ আমিও বিমুগ্ধ হয়ে পড়লাম কবি । আপ্লুত হলাম । আর পরবর্তী লেখার জন্য উৎসাহের রসদ সঞ্চয় করলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা




১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

বাকপ্রবাস বলেছেন: কে না চায়?

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: ভালোবাসা পেলে অমৃত হয়ত অনেকেই চায় না । সেই ভাবনায় লেখা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সাইন বোর্ড বলেছেন: অনুভূতির প্রকাশ, ভাল লাগল ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর প্রকাশ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র ভালোবাসার খুব অভাব।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: হুম । একবারেই ঠিক বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: চাইলেও অনেক কিছু পাওয়া যায় না..........

ভালো লাগল।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । তবুও মানুষ আশা করে ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে বরাবরের মতোই অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধদায় ফিরলাম। ভাল থাকবেন কবি।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: শুনে ভীষণ আনন্দ পেলাম । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

রাকু হাসান বলেছেন:

ছোট একটি কবিতায় দারুণ ভালোলাগা । মৃত্যুর আগে মানুষ ভালোবাসা চাই ,এটা তো চিরন্তন সত্য । যা কবিতায় আছে । খুব সুন্দর প্রকাশ । +

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন: আপনার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে আমি বিমুগ্ধ হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



কিছুটা অন্য ধাঁচের ।
তেমন কেউ চোখের জলে অমৃত নয় , ভালোবাসার সাম্পান ভাসাতেই উতলা হয় ! অমৃত বাঁচিয়ে রাখে বটে হরিষে-বিষাদে মিলিয়ে কিন্তু ভালোবাসায় মরে যাওয়ার মতো মধুরতা অমৃতে নেই ।
কবিতাটি এমনই ভালোবাসায় আটোসাটো । অল্পকথায় বাসনার বিপুল বিস্তার ।
ভালো লেগেছে ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: হুম স্যর । একটু অন্যরকমের চেষ্টা ছিল । এক শব্দের লাইন লিখেছি ।
আপনার এই চিঠি পড়ে অভিভূত হলাম । মনবাক্সে সযত্নে তুলে রাখলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: কিছু মানুষ চায় অমৃত । তবে আমি ও নীলপরি আপু ভালোবাসা চাই ;)
কবিতা ভালো লেগেছে আপু ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: খুব ভালো বলেছেন ।

একমত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা দিদি ।

২০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

অন্তরন্তর বলেছেন: ভাল হয়েছে। কথার ফুলঝুরি এবং নীলপরি মেডাম যা চায় তাই পাক এই কামনা করি @ কথার ফুলঝরি।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার শুভকামনা পেয়ে খুব ভালো লাগলো ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

কিরমানী লিটন বলেছেন: কবিতায় অমৃত খেলাম- বিশুদ্ধ ভালোলাগা । নিরন্তর শুভকামনা...

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: শুনে ভীষণ আনন্দ পেলাম ।

শুভকামনা নিলাম আর আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

২২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: স্রস্টা সবার মঙ্গল কামনা পূরণ করুক। আপনার টাও।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: আপনার আন্তরিক শুভকামনায় আপ্লুত হলাম কবি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ পায়, কেউ হারায়।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: হয়তো বা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতায় অল্প কিছু শব্দ চাষ করা হয়েছে অথচ কত সুন্দর ভাবে কবিতাটিতে অনেক প্রশ্ন উঠে এসেছে !!
একেই বলে কবিসত্তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং প্রতিভার প্রতিফলন। কবিতাটি ভালো হয়েছে। শুভকামনা রইল বন্ধু।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো বন্ধু । পরবর্তীর জন্য উৎসাহ পেলাম ।

আশারাখি আপনার কবিতাও আমরা খুব তাড়াতাড়ি পড়তে পারবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

কাছের-মানুষ বলেছেন:
অল্প কথার কবিতা ভাল হয়েছে।

আমার মুগ্ধতা রইল।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: আপনার কথায় আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নিলপরী।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুবই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর , একরাশ মুগ্ধতা।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ব্যতিক্রম কিছুটা। অল্প লেখায় বিস্তর ভাব।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২

নজসু বলেছেন: ভালোবাসা পেলে অমৃত আর কি দরকার?
তখন গরলই অমৃত মনে হয়।

শক্তি চট্টোপাধ্যায়ের লাইন দুটো মনে পড়ছে-
ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো
যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।

কবিতা ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো খুব ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


৩০| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৭

সূর্যালোক । বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমিও বিমুগ্ধ হলাম । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: অমৃত চাই না, শুধু ভালবাসাই চাই।
কবিতার জোড়া জোড়া লাইনের স্তবকদুটো খুব ভাল লেগেছে।
কবিতায় সপ্তদশ ভাল লাগা + +

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন স্যর । আমারও তাই মত ।
আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

মুক্তা নীল বলেছেন: নিখাদ ভালবাসা কয়জনই বা পায়? তারপরও তো ভালোবেসে যাই কবিতায় ভালোলাগা আর ভালোবাসা রইলো। সুন্দর একটি কবিতা।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.