নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ও কেনো এতো সুন্দরী হোলো -- জানেন কেনো ? আসুন শোনা যাক কিছু গান আর কিছু কথা ও কাহিনী

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১





বেশ জমজমাটি শীত পড়েছে এবার । আর আমাকে একটু বেশী করেই জানান দিয়েছে তার উপস্থিতি । অবশ্যই কবিতা শোনানোর জন্য নয় । জ্বর কাশিতে নাজেহাল করার জন্য । তবুও শীত মানেই নস্টলজিয়া । দিদিমার দেওয়া সোযেটারে হাত দিয়ে তাঁর আদরের ওম পাওয়ার দিন ।পুরোনোকে ছোঁয়ার দিন ।এই সর্দি-জ্বরের কাহিল অবস্থায় আমিও পুরানো গান শুনছি দিনরাত । সেই সাথে এসব গানের পিছনের কিছু গল্পও শুনলাম । তারই কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হোলো ।





ললিতা গো ওকে আজ চলে যেতে বল না


এক ঘরোয়া আসরে মান্না দে ভজন গাইছিলেন ঘুংঘট কে পট খোল রে। সেখানে উপস্থিত ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তিনিতাঁকে গানটি আবার গাইবার জন্য অনুরোধ জানালেন। মান্না দে গাইলেনও । তারপর পুলকবাবু সেখানেই একজনের কাছ থেকে খাতা জোগাড় করে কী যেন লিখতে শুরু করলেন। সেদিন তিনি লিখেছিলেন। আর তাতে সুর দিয়ে গেয়েছিলেন মান্না দে ।





ও শাম কুচ অজীব থি


হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম নিয়ে অলস ভাবে বসে আছেন। সামনে কবি গুলজার।হঠাৎ তিনি বলে উঠলেন ' কিছু বলো। আমার যে কিছুই আসছে নাহ। ' একটু পরেই গুলজার বলে উঠেছিলেন ও শাম কুচ .......
এভাবেই গানের মুখরা লেখা হয়েছিল । বাকিটা তিনি পরে লিখেছিলেন। তবে সেদিনই এই পুরো সুরটা তৈরী করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় । আর সেই সুর অনুযায়ী কথা লিখতে হয়েছিল গুলজারকে।






চৌদভিঁ কা চাঁদ হো


এই গানের কম্পোজার ছিলেন রভি । একবার তিনি রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তখন গাড়িতে বসে ভাবলেন এখন তো মুভিতে টাইটেল সং হচ্ছে ( সে সময়ে টাইটেল সং এর চল ছিল )এই ফিল্মেরও টাইটেল দিয়ে একটা গান শুরু করলে কেমন হয়! যেমন ভাবা তেমনি কাজ। মাথায় সুর খেলে গেলো তাঁর। বাড়িতে এসেই শাকিল সাহাবকে ফোন করে ওনার বাড়ি আসার জন্য আমন্ত্রণ জানালেন। শাকিল সাহেব আসতেই বললেন সব কথা। তারপর চৌদভিঁ কা চাঁদ হো
- এইটুকুর সুর শোনালেন। এবার রভি বললেন এই দিয়ে তুমি কী কিছু লিখতে পারো? শাকিল সাহেব মাত্র ২ সেকেন্ডের মধ্যে বললেন ইয়া আফতাব হো। সাথে সাথে সুর হোলো। এর পরেই তিনি বলে উঠলেন যো ভি হো খুদা কি কসম লা জবাব হো।
এভাবেই মাত্র পাঁচ, সাত মিনিটের এই সুবিখ্যাত গানটি তৈরী হয়ে গিয়েছিল।







ও কেনো এতো সুন্দরী হোলো


একবার পূজো এসে যাচ্ছে, তবু পুলক বাবু কিছুতেই আর গান লিখে উঠতে পারছেন নাহ।একদিন তিনি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। সাথে মান্না দে। কিন্তু বিপত্তি। বাড়ি চিনতে পারছেন নাহ। একজায়গায় গাড়িতে বসিয়ে তিনি একটা বাড়িতে খোঁজ করতে গেলেন। তারপর মান্না দে তাঁকে হাসতে হাসতে ফিরে আসতে দেখে ভাবলেন ' যাক বাড়ি পাওয়া গেলো '। কিন্তু নাহ। তিনি এসে বললেন যে তিনি পুজোর গান পেয়ে গেছেন। গান লেখা হয়ে গেছে। মান্না দে হতবাক হয়ে বললেন ' আমি তো এখান থেকে দেখলাম তুমি বাড়িটাতে গিয়ে বেল বাজালে। একজন মহিলার সাথে কী কথা বললে, তারপর চলে আসলে! এরমধ্য গানটা লিখলে কখন? '
এবারে পুলক বন্দোপাধ্যায় হেসে বললেন যে ওই ভদ্রমহিলা দরজা খুলে বলেছিলেন যে ওটা ভুল বাড়ি।তবে উনি খুব সুন্দরী। আর সাথে সাথে আরও একটা কথা যোগ করলেন। আমি তো মানুষ।তারপরই ও কেনো এতো সুন্দরী হোলো ...
এভাবেই লেখা হয়েছিল এই বিখ্যাত গানটা । তবে এটা জানা নেই যে ঐ ভদ্রমহিলা এই গানের পিছনের কাহিনীটা জানতেন কিনা!

তথ্যসূত্র - গুগুল , রেডিয়ো , গাতা রহে মেরা দিল

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



দারুন সব তথ্য ।

কালজয়ী গান গুলো এভাবে তৈরি হয়েছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: হুম । যতোটা জেনেছি , তাতে এইরকমই তথ্য পেয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

মাহমুদুর রহমান বলেছেন: শীত আনন্দময় এক ঋতুর নাম।তবে এই ঋতুতেই মানুষের কষ্ট হয় বেশী।

পোষ্টে ভালো লাগা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: পোষ্ট আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন কিছু জানলাম। ভাল লাগলো। +++

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে পরবর্তীর জন্য উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৮

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো খুব ভালো লাগল। ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

বলেছেন: ওয়াও!!! তথ্য বহুল --


এভাবেই বুঝি হয়ে যায় সৃষ্টি,


ও কেন পরী হলো??
ও কেন এত নীলে নীলে নীলাঞ্জনা হলো?

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: সেই । এভাবেই বোধহয় সৃষ্টি হয় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:

ও কেন এত সুন্দরী হলো গানটা ঠিক বাড়ীর পরিবেশকে মনে আনে না, তার থেকে অনেক বিশাল কিছু সৃষ্টি করে মনের মাঝে

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন । ওনাদের কথার ব্যপ্তি অনেক । চলার পথের সামান্য ঘটনাকে অসামান্য করে তুলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

ডঃ এম এ আলী বলেছেন: বিখ্যাত কিছু গান রচনার ব্যকগ্রাউন্ড জেনে ভাল লাগল।
ও কেন এত সুন্দরী হল, এর রচনার ব্যাকগ্রাউন্ড যত সুন্দর করে লিখলেন তা দেখে অমনি করে আমি মুগ্ধ হবই, আমিওতো মানুষ । ও কেন এত সুন্দরী হল কে নিয়ে আপনার লেখাটা দেখার জন্য বেঁচে থাকলে এই এত সুন্দর করে লেখাটি দেখে প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে এই গানটা গলা ছেড়ে গেয়ে ফেলতেন বাজি ধরে বলতে পারি :)

মান্নাদের সঙ্গে পুলক বাবুর প্রথম মুখামুখি পরিচয়ের দিনটিতেও ছিল বেশ নাটকীয়তা । পুলক বাবু মান্না বাবুর সাথে দেখা করতে মুম্বাই এ গেলে মান্না বাবু দরজা খুলে বললেন, আপনি? —আমি পুলক বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা, ভেতরে আসুন। সেই যে শুরু তারপর তো দশকের পর দশক দুজনের জুটি মাত করেছে বাংলা গানের জগত। বাংলা গানের আর এক দিকপাল হেমন্ত মুখার্জির সাথেও পুলক বাবুর খুব সাদা পরিচয় থাকলেও প্রথম দিকে তা তেমন গভীরও ছিলনা । তাই তার জন্য পুলক বাবু দুটি গান লিখেও ইতস্তত করছিলেন কি ভাবে হেমন্তবাবুকে গান দুটি গাওয়ার জন্য বলবেন। শেষ পর্যন্ত তার জন্য লেখা গানের কথা হেমন্ত বাবুর কানে পৌঁছাল। হেমন্ত বাবুর অনুরোধে পুলক বাবু গান দুটি নিয়ে হাজির হলেন হেমন্ত বাবুর কাছে । হেমন্ত বাবু গান দুটি গাইলেন । গান দুটির একটি হল, ‘ও আকাশ প্রদীপ জ্বেল না’ অপরটি হল, ‘কত রাগিনীর ঘুম ভাঙাতে’। এই হলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। অসংখ্য গান লিখেছেন। তাঁর রেকর্ডেড গানের সংখ্যা নাকি প্রায় প্রায় সাড়ে তিন হাজার। আর মোট কত গান যে তিনি লিখেছিলেন সে হিসাব কেও দিতে পারছেনা আজ অবধি।

ধন্যবাদ তথ্যপুর্ণ লেখাটির জন্য ।

শুভেচ্ছা রইল

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: আপনি এতো সুন্দর করে মন্তব্য করেন যে , একবার পড়লে হয় না । কয়েকবার পড়তে হয় । এটাও কয়েকবার পড়লাম । আপ্লুত হলাম । আপনার তথ্যপূর্ণ মন্তব্যটা বরাবরের মতোই আমার পোষ্টকে সমৃদ্ধ করলো ।

লেখাটা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: দারুণ পোস্ট। প্রিয় কিছু গানের পিছনের কাহিনী জেনে ভালো লাগল। বোনাস আলী ভাইয়ের তথ্য।
+।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আপনার পোষ্ট ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

হুম ঠিকই বলেছেন । ওনার তথ্য সবসময়ই পোষ্টকে সমৃদ্ধ করে ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

শায়মা বলেছেন: বাহ বাহ !!!


মজাদার কাহিনী!!!!!!!!

আমি এটা সব সময় বিশ্বাস করি যে কোনো সৃষ্টির পিছেই কারণ থাকে।

:) :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: হুম । তা তো থাকেই । শুধু কখনো তা জানা যায় আর কখনো যায় না ।

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন:
ও শাম কুছ আজীব থী -- সত্যিই এমন আজব সন্ধাতেই মনে হয় গান আসে গীতিকারের সুর আসে সুরকারের আর কবিতা আসে কবির কলমে।
সবকিছুর জন্য একটা টাইমিং জরুরী, কখন কোথায় কীভাবে সেই সময় এসে যাবে কেউ জানে না, কেউ জানে না।

ভালো লাগলো গানের ব্যাকগ্রাউন্ড জেনে। শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন কবি । কিছু কিছু সময় এরকমই হয় । আর সেই সময়টা অমর হয় ,গুলজার হেমন্ত মুখোপাধ্যায় আর কিশোর কুমারের হাত ধরে ।

আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ তথ্য জানলাম। ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নজসু বলেছেন:




অসাধারণ পোষ্ট।
এগুলো আমি প্রথম জানলাম।
এতো পরিচিত গান অথচ পিছনের কাহিনি জানতাম না।
সামান্য ঘটনায় অসামান্য গান উঠে এসেছে।
ভালো থাকবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক বলেছেন । কতো ছোটো ছোটো সামান্য ঘটনা । কতোই এমন ঘটে । অথচ এগুলোকে অসামান্য করে তুলতে পেরেছিলেন ,এইসব গুণীরা ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।
আপনিও খুব ভালো থাকবেন

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এসব তথ্য শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। বিখ্যাত এসব গানের পটভূমি জেনে খুব ভাল লেগেছে। + +

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

নীলপরি বলেছেন: তাঁদেরকেই কোনো কিছু বলতে ইচ্ছে করে যারা শুনতে আগ্রহী । তাই আপনারা পড়লেন বলেই আমি শেয়ার করে ধন্য হলাম স্যর ।

নাহলে এসব তথ্য তো পড়ে থাকতো মনের এক কোনে ।

আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: আমি এটা সব সময় বিশ্বাস করি যে কোনো সৃষ্টির পিছেই কারণ থাকে (১১ নং মন্তব্য) - আমিও! :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

নীলপরি বলেছেন: আমিও একমত জানিয়েছি ১১নং প্রতিউত্তরে । :)

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

শহীদুল সোহাগ বলেছেন: অসাধারণ লিখেছেন

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ।

শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: দারুন দারুন দারুন

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ।

জেনে ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল রাতে অন্তর্জাল পরিষেবা বিঘ্ন ঘটার কারণে আমার নিজের পোস্টের কোন প্রতিমন্তব্য করতে পারেনি। প্রায় সারারাত যন্ত্রণাক্লিষ্ট হয়েছি। আজ সারাদিন কাজে ব্যস্ত ছিলাম । যদিও এর মধ্যে একটু সময় পেয়ে করুনাধারা আপুর পোস্টে মন্তব্য করেছি । এখন আলোচিত ব্লগে আপনার পোস্টটি দেখে আনন্দ পেলাম। তবে দেখলাম গতকাল রাতেই পোস্ট করেছেন ; যে সময়ে অবশ্য আমার কিছু করার ছিল না। সুন্দর তথ্যভিত্তিক পোস্ট। অনেকগুলি গানের উৎপত্তি রহস্য জানলাম। ধন্যবাদ আপনাকে। পোস্টে প্লাস ++++



আপনার পোস্টের সঙ্গে সাযুজ্যপূর্ণ একটি গান , " আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।'
সলিল চৌধুরী একবার বোম্বে থেকে কলকাতায় আসছিলেন বিমান যোগে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানসেবিকা সকলের ইষ্ট দেবতাকে যপ করতে ঘোষণা করলেন । বিমানের যাত্রীরা যখন আতঙ্কের মধ্যে নিজ নিজ ইষ্টদেবতাকে ডেকে চলেছেন তখন সলিল চৌধুরী বিমান সেবিকার কাছ থেকে চেয়ে নিলেন এক টুকরো সাদা কাগজ ; যার মধ্যে অমন গানটি লিখেছিলেন। সে যাত্রায় অবশ্য বিমানটি দুর্যোগমুক্ত হয়েছিল। আর যার সুবাদে আমরা অমন ভুবন ভোলানো গানটি উপহার পেয়েছিলাম।


শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুনিকে।


২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: নেটের কথা কিছুই বলা যায় না । কাল থেকে আমার নেট স্লো যাচ্ছে খুব । এইজন্য মন্তব্য করতে আমারও অসুবিধা হচ্ছে ।

আপনার তথ্যটা আমি জানতাম নাহ ।জেনে খুব ভালো লাগলো । সেই সাথে আরও অনেকে জানতে পারলেন ।

আপনার এই মন্তব্যটা আক্ষরিক অর্থেই আমার পোষ্টকে সমৃদ্ধ করলো ।

আপনিও অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস B-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: তেমন লাগলো ? জেনে খুব খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

ভুয়া মফিজ বলেছেন: 'ও শাম কুচ আজীব থি' বাদে বাকীগুলো শুনেছি। পিছনের কাহিনী ভালো লাগলো।
সবকিছুর পিছনেই কোন না কোন কাহিনী থাকে, গান আর বাদ থাকবে কেন? :)
তবে জ্বরের সময় কেন জানি শুয়ে শুয়ে হারানো দিনের গান শুনতে খুব ভালো লাগে। কারনটা কি? চিন্তা করে বলেন। দেখি আমার চিন্তার সাথে আপনারটা মিলে কিনা!

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: প্রথমে গানের লিংক https://youtu.be/MDXFi3avqo0

আমি আসলে হয়তো বা একটু বেশী ইমোশনাল টাইপ । গানও ভালোবাসি । তবে জ্বরের সময় একটু নসটালজিক হয়ে যাই । এর কারণ বলতে আমার মনে হয় , এমনি সময় তো আমরা ব্যস্ত থাকি । আমি যদিও না-কাজে ব্যস্ত থাকে । তবু মনটাও একটা রুটিন সাজানো থাকে । মন জানে এটার পর ওটা করতে হবে । মন নিজের মতো কিছু ঠিকমতো করতে পারে না । পরের কাজটার জন্য ।
অসুস্থ থাকলে সেই ব্যস্ততা থাকে না । মনেরও অবসর থাকে । আর অবসরে যতো পুরনো দিনের কথা মনে আসে । উদাস হই আমরা । এসময়ে পুরানো দিনের মেলোডি মনকে স্থিতি দেয় , কিছুটা আরাম দেয় ।
এবার আপনার কারণটা শোনার ইচ্ছা রইলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: 'আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা' - আমার প্রিয় একটি গানের পটভৌমিক এ গল্পটি শোনাবার জন্য ব্লগার পদাতিক চৌধুরি কে আন্তরিক ধন্যবাদ। চমৎকৃত হ'লাম গল্পটি শুনে। এটা দিয়ে আপনার পোস্টের গল্পসম্ভারও কিছুটা সমৃদ্ধ হলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন স্যর । আমিও ওনাকে এই কথাই বলেছি ।

আবার আসলেন বলে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একদিন পরে কমেন্ট করো :(( :((

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি খুবই দুঃখিত । :(

আশাকরি কিছু মনে করবেন নাহ ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্ঞাত হলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: এই কথা জেনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

প্রিয় সব গানগুলির দারুন সৃষ্টির ইতিহাস দিয়েতো সবাইকে মুগ্ধ করে দিলেন!
সত্যি সৃজনশিলতা বুঝি এমনই . . .
হুট করে এসে যায় ছোট্ট কোন বিষয় বা অনুভবে অনুরণিত হয় হৃদয় আপনমনে
জন্ম নেয় অজেয় গান, কবিতা, গল্প ।

ভাল লাগা রইল
শুভেচ্ছা

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: একবারেই তাই । একমত আপনার সাথে । বিন্দু থেকেই সিন্ধু সৃষ্টি হয় ।

অনেক ধন্যবাদ জানবেন

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় গানটির ইতিহাস জেনে ভালো লাগলো .....

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
তথ্য বহুল চমৎকার একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
এটাই চরম সত্য - আমি এটা সব সময় বিশ্বাস করি যে কোনো সৃষ্টির পিছেই কারণ থাকে।
অফ টপিক: আজকালকার গানের যেই লিরিক্স এর অবস্থা! শুনলে বড়ই কষ্ট হয়। বতর্মানের এই গীতিকার দের বাধ্যতামূলক ভাবে আশে পাশের বাসায় বাসায় পাঠানো হোক। কোন একটা বাসায় যদি......তাতেও যদি এদের লিরিক্স এর কিছুটা উন্নতি হয়! :P
শুভ কামনা রইল!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে ।

পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

হুম । এখন এরকম গান খুবই কম হয় ।

শুভসকাল । :)

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২২

কালীদাস বলেছেন: প্রথম গানটা এককালে খুব পছন্দের ছিল। প্রথম যখন ক্রাশ খাই তখনকার কথা বলছি, ইন্দ্যাইয়ারনাইনটিন .... :`>

পোস্ট ভাল হয়েছে, থ্যাংকস :) স্যরি, বাকি তিনটা গান কখনও শুনিনি। লাস্টেরটা ট্রাই করব এখন।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।
আর সরি কেনো ? না শুনে থাকতেই পারেন । তবে সময় পেলে শুনে নিতে পারেন ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.