নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মিটুক হিংসার আগুন

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২





বসুধার আঁচলে আজ
আকাশ ছিটিয়েছে সাত রঙ
আবির-গুলাল উড়ছে বাতাসে বাতাসে
বসন্ত নিজেকে উজাড় করেছে নিঃস্ব হবে বলে
রাধা-স্পর্শে গাঢ় হয়েছে কৃষ্ণচূড়ার লাল
কথাগুলো সব রূপকথা লাগছে নিপূণ প্রেমের সুরে!


চিরন্তন যা কিছু তারমধ্যে থাকে না কোনো ছেদ
মনের ভেতর যে মন থাকে সেখানে মুছক খেদ!


ওগো রাই তুমি চেয়ে দেখো -
সবার মনে লেপ্টে গিয়েছে
তোমার ভালোবাসার ফাগুন
এই উৎসবে তাই প্রার্থনা করি
মিটুক হিংসার আগুন!




বি : দ্র - ভেবেছিলাম আজকে একটা গল্প পোষ্ট করবো । তবে আজ বিশ্ব কবিতা দিবস । তাই কবিতা পোষ্ট করলাম । যদিও এটা কবিতা হয়েছে কিনা জানিনা!:(
যাইহোক , সবাইকে 'বিশ্ব কবিতা দিবস ' ও হোলির অনেক অনেক শুভেচ্ছা

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা ++। হ্যাপি হোলি।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

আপনার শুভেচ্ছা গ্রহন করলাম ।

আশাকরি আপনার হোলিও খুব ভালো কেটেছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: "আগুন" হবে। শুভ কবিতা দিবস এবং হোলির শুভেচ্ছা.......
কবিতা পড়ে ভালো লাগল। +।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: ঠিক করে নিয়েছি । শুধরে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

আপনার শুভেচ্ছা গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা হয়েছে।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৩

বলেছেন: চিল কৌটায় বন্ধি যত শব্দরা করুণ চেতনার আর কামনার মিছিলে শামিল হোক যুবক যুবতীর অদম্য উচ্ছাসে




অফুরান শুভেচ্ছা

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা নিলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।
এখন তো আমার একটা কবিতা লিখতে ইচ্ছা করছে।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: তাহলে আর দেরী না করে কবিতা দিবসে লিখে ফেলুন একটা কবিতা ।
আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:০২

মাহমুদুর রহমান বলেছেন: দারুণ কবিতা লিখেছেন নিলপরী।
ইশ! আমি যে কেন পারি না।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৫

আরোগ্য বলেছেন: এই উৎসবে তাই প্রার্থনা করি
মিটুক হিংসার আগুন!

সহমত।

কবিতায় মুগ্ধতা।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: কীভাবে যেন উত্তরটা স্কিপ হ্যে গি্যেছিল ।

কবিতার সাথে একমত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৩

রাফা বলেছেন: একেই মনে হয় বলে এক ঢিলে দুই……
হুমম…রুপকথারা চুপ হয়েছে তাই হিংসারা আগুন জ্বেলেছে।
প্রচন্ড ঝাকুনি লাগবে হিংসার আগুন মেটাতে।

ভালোই হইছে মনে হয় :)
ধন্যবাদ,নীলপরি।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৬

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন ।

কবিতা ভালো লাগায় খুশি হলাম ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৯

মুক্তা নীল বলেছেন:
কি সুন্দর করে লিখেছেন, মনে মনে আশা করছিলাম আজ কবিতা দিবস উপলক্ষে কেউ কিছু লিখছেন না কেন?
যাই হোক অবশেষে পেলাম আপনাদের কবিতা।
ভালো লাগলো আর গল্পের অপেক্ষায় রইলাম।
হ্যাপি হোলি।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম ।

হুম , গল্প তাড়াতাড়ি পোষ্ট করার চেষ্টা করবো ।

আশাকরি আপনার হোলি ভালো কেটেছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৩১

আকতার আর হোসাইন বলেছেন: বেশ সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা, দারুণ লিখেছেন কবি আপু, মুগ্ধ কথামালায়।

শুভেচ্ছা ও অভিনন্দন
সুন্দর দিনে সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য

শুভকামনা জানবেন সবসময়

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৪

নীলপরি বলেছেন: আপনার কথায় বরাবরের মতোই অনেক অনুপ্রেরণা পেলাম ।

শুভেচ্ছা নিলাম ।

উপহার গ্রহন করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২২ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতায় মনের মাঝে ফুল ফোটাবে, দেখছি

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৯

নীলপরি বলেছেন: আপনার কথায় আপ্লুত হলাম । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



হুমমমমম... আকাশে আজ সাত রংয়ের খেলা! কৃষ্ণচূড়ার লাল নিয়ে 'হোলি'র দিনটি সাজবে আর হোলির রং গায়ে মেখে উদ্বেল হবে কবিতার দিন ...

হোলি হো..................

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: ভীষণই সুন্দর করে বলেছেন স্যর । খুব ভালো লাগলো ।

সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ব্রেন্টন থেকে দেশী স্বৈরাচার
হিংসার আগুনে সব জ্বলে ছারখার
জেসিন্দার মতো রুপকথার নেত্রীতো কই
ভালবাসায় নিভিয়ে দিতো সব আগুন

তখন প্রতিক্ষন হতো হলি, হোলি !!!

হোলির শুভেচ্ছা! :)

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:০৬

নীলপরি বলেছেন: খুব ভালো বলেছেন । মৈত্রী দিয়েই সব আগুন নেভানো সম্ভব মনে হয় ।

শুভেচ্ছা নিলাম ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সাহসী সন্তান বলেছেন: মন খারাপ করার দরকার নাই পরী! যা লিখছেন সেইটা কবিতাই হইছে! এবং অনেক ভালোই হইছে। বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা আপনাকেও...

আর হোলির উৎসব কেমন কাটলো?

কবিতায় ভালোলাগা! শুভ কামনা জানবেন!

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৯

নীলপরি বলেছেন: জ্বর-টর নিয়ে ভালোই কাটলো হোলি! সেই থেকে চলছে । কবিতা পোষ্ট দিয়েও বেশীক্ষণ থাকতে পারিনি । তারপর অল্প সময়ের জন্য আসছি আর যাচ্ছি । আজ , ভালো আছি ।
সেকারণে কবিতা দিবসের কথা আমার প্রথমে খেয়ালও ছিল না । তারপর , লিখেই পোষ্ট দিলাম । ইনস্ট্যান্টই বলা যায় । তাই ভাবছিলাম ,কি যে হোলো! আপনার কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম । খুব ভালো লাগলো ।

আপনার শুভকামনা গ্রহন করলাম ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫২

সাহসী সন্তান বলেছেন: পরীদেরও তাইলে জ্বর হয়? আহারে, আমি তো ভাবতাম জ্বর টর কেবল মানুষের জন্য; পরীরা এসব কিছুর উর্ধ্বে! ;) কিন্তু সেইটা যে ভুল ভাবতাম তা আজ বুঝতে পারলাম। জগত কত অজানারে... :(

এনিওয়ে, দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই কামনা করি!

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: ইনফেকশনটা কমেনি । তবে , জ্বর কমেছে । তাই , আজ সামুতে আসতে পারলাম ।

আর পরিদেরও জ্বর হয় , হাঁচি ,কাশি সবই হয় । আর বেশী বেশী হয় ।

আপনার কাছ থেকে সুস্থ হওয়ার শুভকামনা পেয়ে ভালো লাগলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! খুব সুন্দর আহ্বান
কবিতা ভালো লেগেছে কবি

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি

১৮| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২২

নজসু বলেছেন:



ভালো লাগা।

০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.