নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আমি কী কখনো পারবো ?

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫






ছবি - আমার সংগ্রহ থেকে


ভেজা-রাত আলসেমিতে চাদর জড়াচ্ছে ধীরে ধীরে
পাথর ওঠা রাস্তার এক চিলতে জমা জলে
মুখ দেখছে চাঁদ
এমন সময়
সফলতা-বিফলতার হিসেব-নিকেষ খেলা করে মনের কোনে
না চাইতেই ঋণী করে , জোলো হাওয়া
একমুঠো আবেগ ছড়িয়ে দিয়ে যায়
ভেসে আসে ঝরা ফুলের গন্ধ!

কে বা কী যে কাঙ্খিত ছিল ?
নাকি , কিছুই আদৌ ছিল না ?
কিছু কি চিহ্ন আছে সে সবের ?
খুঁজতে গিয়ে হিসেব মেলে না!
আচ্ছা , এতো হিসেব মেলানোর তাগিদ কেনো ?

শেষ পেরেকটা মারার পরও প্রভু
কিভাবে বেসেছ ভালো ?
আমি কী কখনো পারবো ?

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৭

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

তারেক ফাহিম বলেছেন: আপনার এতএত প্রশ্নের উত্তর দেয়ার সাধ্য আছে B-)

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫১

নীলপরি বলেছেন: হুম । উত্তর বোঝার ক্ষমতা কী আমার আছে ? সেটাও ভাবছি!:)

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

বলেছেন: ব্রিলিয়ান্ট

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫২

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


মুসাফিরেরা সরাইখানায় আসে, চলে যায়; চাষী যদি আসে, সে জমিতে স্হায়ী আবাস গড়বে।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৯

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক । খুব সুন্দর করে বলেছেন কথাগুলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয়ই পারবেন পৌঁছাতে আপু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। ++


অফুরান শুভেচ্ছা জানবেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: আপনার আশা জাগানো মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

শুভেচ্ছা নিয়েছি ।

পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: দিব্বিইতো দেখি পারছেন ।
শেষ পেরেকেটা মারার পরে ভালবাসা পোক্তা হয়
তা না হলে অনেক ভালবাসা হারিয়ে যায় ।
কবিতা সুন্দর হয়েছে ।

শুভেচ্ছা রইল

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: শেষ পেরেকেটা মারার পরে ভালবাসা পোক্তা হয়
--

একেবারেই ঠিক বলেছেন । আপনার বিশ্লেষণ তো সবসময়ই অসাধারণ । এই কথাগুলোও খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

শুভেচ্ছা গ্রহণ করেছি ।
আপনিও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

৭| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হিসেব মেলাতে পেরেছে কে কবে?
কেবলই টানাপোড়েনের দীর্ঘশ্বাস!
সেই ভাল নি:শর্ত ভালবাসায় জিসাস হয়ে যাও - -

:)

দারুন কাব্যে
++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার কাব্যিক মন্তব্য কবি । একবারেই বাস্তবোচিত কথাগুলো । শুধু জিসাস হওয়াটা কঠিন । আসলে সব মহাপুরুষের হাঁটাই খুব কঠিন ।

প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)


৮| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০

হাবিব বলেছেন: মনমাঝি তার আপন ঠিকানা খুঁজে পাক, দোয়া করি।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার আন্তরিক মন্তব্য । আপ্লুত হলাম । পাশে থেকে উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

আপনার এই শুভকামনাই আমাকে পরবর্তীর জন্য অনুপ্রাণিত করলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১৩

রাফা বলেছেন: প্রতিদান কি কখনও দেওয়া যায় ?
আমার উত্তর - না ।
বিনিময়ের চেষ্টা চলে ,,,,,অবিরত।
উত্তর মিলবেনা কখনই,
তবুও অপেক্ষা ।
চমৎকার কবিতায়,একরাশ ভালোলাগা ছুঁয়ে দিলো মন।

ধন্যবাদ, নীলপরি।

অ.ট.-ঝরা ফুল কি বকুল না শিউলি ?

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: একেবারেই ।খুব সুন্দর করে ব্যখ্যা করেছেন কথাগুলো । একমত আপনার সাথে ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

নাহ! আমার ধারে কাছে বকুল বা শিউলি নেই । ঝরা পলাশ আছে । তবে ছবিটা দেখে কবিতা হয়েছে ।আর এটা সিমলার ছবি । ওখানে একটা পাহাড়ি ফুলের গন্ধ পেয়েছিলাম । নাম জানি না । সেটা সেদিন মনে আসলো । :)

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

ভালো থাকুন।

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: আবারো অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

আপনিও ভালো থাকুন

১১| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: জোলো হাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন?

আপনার এই প্রশ্ন শুনে বাঘ আর হরিনের সৃষ্টকর্তার কাছে বিচারের গল্পটা মনে পড়ে গেল।
জীবনের একটা সময়ে এসে আত্ম উপলব্ধি এতটাই তীব্র হয়ে উঠে যে তখন মনে হয়ঃ
ধুসর বিবর্ন নিঃসঙ্গতার একাকিত্বে করি শুধুই আর্তনাদ,
শুন্য হাতে নতজানু আমি পার হবো কিভাবে পুলসেরাত!

ভালো থাকুন আপু, সব সময়।

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: বৃষ্টির সাথে হাওয়া দিলে আমার বাতাসটা ভেজা ভেজা মনে হয় । মাঝে মাঝে কয়েক ফোঁটা জলের ছিটেও লাগে । এটাকেই জোলো হাওয়া বুঝিয়েছি ।

আপনার কাব্যিক লাইন গুলো খুব ভালো লাগলো । এতো সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
আপনিও খুব ভালো থাকুন

১২| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোটামুটি ভাল।

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

নজসু বলেছেন:



ভালো লাগা।

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৬

অন্তরা রহমান বলেছেন: মেলে না, আজ কিছু মেলে না,
ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া -
এ দুটোই মিলে যায়,
বসে একা ভাবি তাই,
এই কি বেশি না, বলো এই কি বেশি না। - যাত্রীর গান থেকে

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৪

নীলপরি বলেছেন: বাহ । খুব ভালো লাইন গুলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০০

সাহসী সন্তান বলেছেন: কবিতার শেষের তিন লাইন উপরের লাইনগুলোর সাথে কেমন জানি বেমানান মনে হইলো! তারপরেও কবিতা ভাল হইছে! যদিও জানি, এর চেয়ে আরও ভাল কবিতা আপনি লিখতে পারেন! কিন্তু কথা হইলো, আসলেই কি এত হিসাব মিলানোর কোন দরকার আছে?

ছবিটা সুন্দর! তবে কবিতার সাথে ছবির সম্পর্কটা ধরতে পারি নাই! সময় বুঝাইতেই কি ছবিটা এখানে ব্যবহার করা হইছে? ছবির লোকেশানটা কোন জায়গার?

কবিতায় ভালোলাগা! শুভ কামনা পরী!

০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নীলপরি বলেছেন: প্রথমেই বলি যে আপনার কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

আসলে আমার ভাবনা গুলো কোথা থেকে কোথায় পৌঁছয় তার ঠিক নেই । তবে এই যে ভাবনাটা ঠিক ভাবে তুলে ধরতে পারিনি এটা পরবর্তীতে খেয়াল রাখবো । কতোটা পারবো জানি না , তবে চেষ্টা করবো । আমিও পড়ে দেখলাম । একটু মডিফাই করলে ভালো হোতো । ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ।

ছবিটা সিমলা মল রোডের ( হিমাচল প্রদেশ ) ক্রাইস্টচার্চের । সেদিন ঝড়-বৃষ্টি আসবে আসবে করছে । হঠাৎ আমার এই চার্চের কথাটা মনে আসলো । যদিও ছবিটা তোলার সময় বৃষ্টি একেবারেই হয়নি । শুধু কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল । আপনি ছবিটা সুন্দর বললেন বলে ভালো লাগলো । চার্চের সামনে সবসময়ই এতো লোকজন ছিল যে শুধু চার্চটা নিতে পারছিলাম না কিছুতেই । তারপর একটা রেলিংয়ের উপর উঠে মোবাইলে নিয়েছিলাম ছবিটা । তাও একটু বেঁকে গেছে । :)

শুভকামনা নিয়েছি
আর আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,




আপনার লেখার শিরোনামটি দেখে স্মৃতির ভেতর থেকে উঁকি দিয়ে গেলো অনেক আগের আমার অপ্রকাশিত একটি কবিতা। মনে হলো সে কবিতাটি আপনার কবিতার শিরোনামে যে আকুতি তার একটা জবাব হতে পারে। তাই কিছুটা তুলে দিলুম-----

আমি পারলে তোমরাও পারবে পেরুতে এই সাঁকো
যদি হাত ধরে থাকো । ভয়াল স্রোত বয়ে যাক নীচে
পাথরে ঠুকেঠুকে যৌবনের ছিলো ঘোলা যতো জল
হারাক দিশা । সেই তো ভালো, প্রবল গর্জনে উত্তাল
কষ্টের যে নদী ছিলো আঙিনায়, পড়ে থাক পিছে ।
লেনদেন পড়ে থাক, দুঃখের নাও যাক্‌ ভেসে
যা ছিলোনা কাছে তার আশে বীজ পুঁতে দাও
যদি সতেজ এক স্বপ্ন, নবান্নের আঁকো -
আমি পারলে তোমরাও পারবে পেরুতে এই সাঁকো ।

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো আপনার কবিতাটা । খুবই আশাবাদী । যদি এই কবিতাটা পোষ্ট করে দিতেন তবে মনে হয় ভালো হোতো । তাহলে অনেকে পড়তে পারতেন । পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৪

জুন বলেছেন: খুব মনকাড়া কবিতা নীলপরি । অনেক ভালোলাগা রইলো ।
ডঃ এম এ আলীর মন্তব্যে প্লাস :)
+

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: হুম , ওনার মন্তব্য আমারও খুব ভালো লেগেছে । জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৯

করুণাধারা বলেছেন: এত চমৎকার কবিতা লিখে "আমি কী পারব" বলে জানতে চাইছেন, উত্তরে বলতে চাই "নিশ্চয়ই পারবেন", কিন্তু ঠিক সুন্দর করে বলতে পারছিলাম না....... সেটা বলে দিলেন আহমেদ জী এস। দুজনের কবিতাতেই প্লাস।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: হুম । ওনার কবিতাটা আমারও খুব ভালো লেগেছে ।

আর আপনার আমার কবিতাটা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: একটু যেন এলোমেলাে...........তবে আরো ভালো চাই। ;)

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: হুম । বুঝতে পেরেছি । আমি চেষ্টা করবো । আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.